Diy পোস্ট --- ❣️ " রঙিন কাগজ দিয়ে প্রজাপতি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি তার তৈরি করেছি।তাই শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে প্রজাপতিঃ


photocollage_2023928174050404.jpg

20230928_133942.jpg

BeautyPlus_20230928131744979_save.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

বন্ধুরা,আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু করার। আর তারই ধারাবাহিকতায় আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আজ আমি রঙিন কাগজ দিয়ে প্রজাপতি বানিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিনিয়ত এই চেষ্টা আমাকে অনেক কিছুই শিখিয়েছে।তবে চলুন,দেখে নেয়া যাক এই প্রজাপতিটি বানাতে আমার কি কি উপকরন লেগেছে।


প্রয়োজনীয় উপকরনঃ

১.কাগজ
২. সুতা
৩..গ্লু

20230928_124522.jpg

কার্য প্রনালীঃ


ধাপ-১


20230928_124811.jpg

প্রথমে কাগজের টুকরো দুটোকে এভাবে ভাজ করে নেবো।

ধাপ-২


20230928_124946.jpg

এরপর দুটো একসাথে সুতা দিয়ে বেঁধে নিলাম।

ধাপ-৩


20230928_125110.jpg

20230928_125230.jpg

এরপর গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৪


20230928_125500.jpg

20230928_125541.jpg

20230928_130629.jpg

এরপর এক টুকরো কাগজের টুকরো কেটে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।


উপস্থাপনা


photocollage_202392815332952.jpg

photocollage_2023928152960.jpg

আজ আর নয়। রঙিন কাগজের প্রজাপতিটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

Sort:  
 11 months ago 

আজকের ডায়পোস্টি কিন্তু অনেক অসাধারণ ছিল আপু। নানা রকমের রঙিন কাগজ দিয়ে আপনি তো দেখছি নানান রকমের প্রজাপতি বানিয়ে ফেললেন। আবার প্রজাপতি বানানোর ধাপ গুলো বেশ সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর প্রজাপতি তৈরি করেছেন যা দেখতে বেশ ভালই লাগছে। কাগজের কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি প্রজাপতি তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতিটা অনেক সুন্দর হয়েছে আপু দেখতে। আর তাছাড়া নতুন কাগজ দিয়ে তৈরি যে কোন জিনিসই দেখতে অনেক সুন্দর লাগে।আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তবে ফাইনাল লুকটা আমার কাছে বেশি ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা প্রজাপতি অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে প্রজাপতি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে।

 11 months ago 

অনেক ভালো লাগলো আপু মন্তব্য পড়ে।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বেশ চমৎকার ছিল আপনার আজকের এই ড্রাই পোস্ট। রঙিন কাগজ দিয়ে যে সমস্ত প্রজাপতি গুলো আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন এতে আমার অনেক ভালো লেগেছে খুবই সুন্দর ছিল প্রত্যেকটা প্রজাপতি। অবশ্য লেখাগুলো পড়ে জানতে পারলাম এবং বুঝতে পারলাম কিভাবে খুব সহজে এবং এর কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করা সম্ভব।

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। বানান ভুল আছে দেখবেন আশাকরি।

 11 months ago 

বাহ চমৎকার ছিল আপনার ডাই পোস্টটি। সত্যি প্রজাপতি খুবই সুন্দর হয়েছে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করেছেন। আস্তে আস্তে আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস অনেক বেশি সুন্দর হচ্ছে। আমি বিশ্বাস করি চেষ্টা করলে সব কিছুতে সফলতা পাওয়া যায়। অনেক ধন্যবাদ প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করে শেয়ার করার জন্য।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপনাকেও।

 11 months ago 

বৈচিত্র্যময় প্রজাপতি দেখতে আমার কাছে খুব ভালো লাগে‌। আসলে প্রজাপতি সৌন্দর্য সত্যি বেশ অসাধারণ। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙ্গিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করেছেন। প্রজাপতি তৈরি করার প্রক্রিয়া সুন্দর করে উপস্থাপন করেছেন। এতো দুর্দান্ত ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

অনেক সুন্দর একটি মন্তব্য শেয়ার করে উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার তৈরি করার রঙিন কাগজের এই রংবেরঙের প্রজাপতি দেখে।

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 11 months ago 
 11 months ago 

রঙিন কাগজ দিয়ে এভাবে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর প্রজাপতি তৈরি করেছেন। আপনার তৈরি কৃত এই প্রজাপতিটা অনেক বেশি সুন্দর ছিল। ফুলের উপরে রেখে ফটোগ্রাফি করার কারণে একেবারে বাস্তবিক লাগছিল। তবে যাই হোক আপনি আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে এটা তৈরি করেছেন যা দেখে বুঝতে পারছি।

 11 months ago 

সুন্দর মন্তব্য করে সব সময় সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47