এসো নিজে করি --- ❣️" রঙিন কাগজ দিয়ে ঈদ কার্ড তৈরি "

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি নানান রকমের কাগজ দিয়ে একটি ঈদ কার্ড তৈরি করেছি।তাই শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে ঈদ কার্ড তৈরিঃ


IMG_20240403_153139.jpg

20240403_152026.jpg

20240403_151959.jpg

20240403_151918.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

বন্ধুরা,রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হয় দেখতে ভীষণ ভালো লাগে।আমি প্রতিনিয়ত নানান রকমের ডাই পোস্ট করে থাকি।তাই আজ ডাই পোস্টে একটি ঈদ কার্ড তৈরি করলাম।এক মাস সিয়াম সাধনার পর আসছে আনন্দের ঈদ।এই ঈদ অনেক আনন্দের বার্তা নিয়ে আসবে আমাদের কাছে।আর এই আনন্দ বার্তা আমরা আমাদের প্রিয়জনদের মাঝেও বিলিয়ে দিতে চাই।তাইতো এই ঈদ কার্ড তৈরি করা।ছেলেবেলার সেই ঈদ আনন্দ এখন আর আমাদের মাঝে নেই।আগের মতো ঈদের ড্রেস নিয়ে সেই কতো আয়োজন।এখন এমনটা আর দেখা যায় না।কতো যে ঈদ কার্ড কিনতে হয়েছে।সেই আনন্দের দিনগুলো এখনো চোখে ভাসে।আজ তাই ঈদ কার্ড না কিনে নিজেই তৈরি করে নিলাম।আসুন দেখে নেই এটা তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল।চলুন এক নজরে দেখে আসি।

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২.গ্লু
৩.সাইন পেন
৪. সাদা কাগজ
৫. কেঁচি
৬. পুঁথি
৭.স্কেল

20240403_124454.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240403_124642.jpg

20240403_124720.jpg

20240403_124940.jpg

সাদা কাগজটি দু বার দু মাপে ভাজ করে নিয়ে কেটে নিয়েছি।

ধাপ-২


20240403_125155.jpg

20240403_125935.jpg

এবার রঙিন কাগজের উপর রেখে গ্লু দিয়ে আটকে নিয়েছি।

ধাপ-৩


20240403_130115.jpg

20240403_131348.jpg

এরপর রঙিন কাগজকে লাভ শেপে কেটে নিলাম।

ধাপ-৪


20240403_131800.jpg

20240403_132141.jpg

20240403_132423.jpg

এরপর সাইন পেন দিয়ে দাগ টেনে নিয়ে লাভ শেপ কাগজ গুলো গ্লু দিয়ে আটকে নেবো।

ধাপ-৫


20240403_132940.jpg

20240403_133302.jpg

20240403_133809.jpg

এবার ঈদ মোবারক কাগজে লিখে নিয়ে কেটে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।আর লাভের উপর পুঁথি লাগিয়ে নিলাম।

ধাপ-৬


20240403_151012.jpg

20240403_151756.jpg

এবার রঙিন কাগজ ছোট ছোট ভাজ করে দুপাশে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।আর এরই মাঝে আমার ঈদ কার্ড তৈরি করা শেষ হলো।

উপস্থাপনা


IMG_20240403_153303.jpg

20240403_152125.jpg

20240403_152050.jpg

20240403_151959.jpg

20240403_151905.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

এতো চমৎকার একটি কার্ড আপনি যদি কাউকে উপহার দেন তবে সে কি খুশি না হয়ে পারে,বলেন তো?

আজ আর নয়।আমার বানানো ঈদ কার্ডটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 2 months ago 
 2 months ago 

আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঈদ কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রঙিন কাগজের ঈদ কার্ড দেখতে আপু অনেক সুন্দর হয়ছে। আপনি বেশ সুন্দর করে ধাপে ধাপে পুরো ঈদ কার্ডটি আমাদের মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ এমন সুন্দর একটি ঈদ কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ আপু।

 2 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দরীদের কার্ড তৈরি করেছেন আপু। এ ধরনের কার্ড যে কাউকে গিফট দিলে সে খুশি হয়ে যাবে। আপনার কাজগুলোকে রেসপেক্ট করি । ধন্যবাদ আপনাকে এমন কোয়ালিটি ফুল একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।ভুল বশতঃ একটি শব্দ লেখা হয়েছে।আশাকরি ঠিক করে নেবেন।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ঈদ কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে ঈদ কার্ড তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে সবুজ রঙের কাগজ দিয়ে হার্টের অরিগ্যামি তৈরি করাটা এবং ঈদ মোবারক লেখাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

রঙিন কাগজ অনেক সুন্দর ভাবে ঈদের কার্ড তৈরি করেছেন আপু। এই ধরনের কার্ডগুলো দেখতে খুবই ভালো লাগে। এরকম কার্ড তৈরি করে প্রিয় মানুষকে দিলে অনেক খুশি হবে নিশ্চয়ই। কার্ড তৈরি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপু ধন্যবাদ।

 2 months ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু,আমার পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে এরকম কার্ড গুলো তৈরি করলে আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আপনি আজকে ঈদ কার্ড তৈরি করেছেন, রঙিন কাগজ দিয়ে যেটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনি কিন্তু এই কার্ড ব্যবহার করে কাউকে দাওয়াত দিতে পারবেন। বিভিন্ন কালারের রঙিন কাগজ হওয়াতে দেখতে অনেক সুন্দর লাগতেছে। উপরে এবং নিচে লাভ গুলো কেটে বসানোর কারণে আরো বেশি সুন্দর লাগছে। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই কার্ড তৈরি করেছেন তা দেখেই বুঝতে পারতেছি।

 2 months ago 

সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনার ঈদকার্ড তৈরি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখনতো আর সোস্যাল মিডিয়া,মোবাইল,ইন্টারনেট ছিলনা, কেনা বা হাতে তৈরি কার্ডেই ছিল তখন ভরসা। রঙিন কাগজের কাজ মানেই রাঙিয়ে দেয়। দারুণ হয়েছে আপনার তৈরি ঈদকার্ড আপু। ধাপগুলোও সুন্দর করে তুলে ধরেছেন। বেশ ভালো লেগেছে আমার।ঈদকার্ডটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

 2 months ago 

আপনাকেও অনেক অনেক ঈদ শুভেচ্ছা আপু।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপু ঈদ আসার আগেই আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঈদ কার্ড বানিয়েছেন। আপনার এই ঈদ কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের কার্ড তৈরি করতে আমিও খুব পছন্দ করি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের কার্ড বানালে দেখতে বেশ চমৎকার দেখায়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ঈদ কার্ড তৈরি করেছেন। আপনার ঈদ কার্ডটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমার বান্ধবীরা আমাকে এরকম সুন্দর সুন্দর ঈদ কার্ড তৈরি করে দিতে আমিও আমার বান্ধবীদেরকে ঈদ কার্ড দিতাম। আপনার ঈদ কার্ড সত্যিই খুব চমৎকার হয়েছে। এত চমৎকার একটি ঈদ কার্ড তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 months ago 

মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। আর ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঈদ কার্ড সবাইকে উপহার দিতে অনেক ভালো লাগে।রঙিন কাগজ দিয়ে ঈদ কার্ড তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার তৈরি করা কার্ড অনেক সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 71181.66
ETH 3647.17
USDT 1.00
SBD 3.75