DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " একটি কলমের অরিগামি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি কলমের অরিগামিঃ


IMG_20240103_085453.jpg

photocollage_2024122287345.jpg

20240102_215556.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

বন্ধুরা,আজ একটি ডাই পোস্ট নিয়ে চলে এলাম।কাগজ দিয়ে আমরা প্রতিনিয়ত কতো কিছুই না শেয়ার করি।এতে করে আমাদের সৃজনশীলতার প্রকাশ ঘটে।তেমনি আজ আমি ডাই পোস্টে একটি কলমের অরিগামি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আমার শেয়ার করা এই কলমের অরিগামি আপনাদের কাছে ভালো লাগবে।চলুন দেখে নেই এটা বানাতে আমার কি কি উপকরন লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ ও এক টুকরো সাদা কাগজ
২. কলম
৩. কেঁচি
৪. গ্লু
৫. পুঁথি

20240102_211327.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240102_211628.jpg

20240102_211728.jpg

20240102_211716.jpg

প্রথমে এক টুকরো কাগজকে মাঝ বরাবর কেটে নিয়েছি।এরপর এক টুকরো কাগজকে লম্বালম্বিভাবে দুবারে ভাজ করে নিয়েছি।

ধাপ-২


20240102_211843.jpg

20240102_211935.jpg

এরপর কাগজের টুকরোটিকে দাগ কেটে নিলাম। এরপর কেটে নিয়েছি।

ধাপ-৩


20240102_212049.jpg

20240102_212119.jpg

20240102_212651.jpg

এবার অন্য কাগজের টুকরোটিকে চিকন করে কেটে নিলাম।এরপর কলমের মাথায় গ্লু লাগিয়ে কাগজের টুকরোটিকে পেঁচিয়ে নিলাম।

ধাপ-৪


20240102_213552.jpg

20240102_213653.jpg

এবার সাদা এক টুকরো কাগজকে চিকন করে কেটে কলমের উপর গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৫


20240102_213734.jpg

20240102_213943.jpg

20240102_214337.jpg

এরপর কেটে রাখা কাগজের দুটো অংশকে কলমের উপরে গ্লু দিয়ে আটকে নিলাম। এবার কেঁচি দিয়ে কেটে ডিজাইন করে নিলাম।

ধাপ-৬


20240102_214825.jpg

20240102_215143.jpg

20240102_215328.jpg

20240102_215435.jpg

এরপর এক টুকরো ছোট কাগজকে ছবির মতো কেটে নিয়ে দুপাশ থেকে টেনে মাঝ বরাবর গ্লু দিয়ে লাগিয়ে বো করে কলমের মধ্যে আবার এটাকে গ্লু দিয়ে আটকে নিলাম। এরপর পুঁথি গ্লু দিয়ে আটকে নিলাম। ব্যস,হয়ে গেলো আমার কলমের অরিগামিটি।কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু।

উপস্থাপনা


photocollage_20241314843774.jpg

CollageMaker_20241314458250.jpg

20240102_215855.jpg

20240102_215515.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে কলমের অরিগামিটি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (3).png

Sort:  
 6 months ago 

আপু আপনি আপনার পোস্ট এর ভিন্নতা আনার জন্য কলমের অরিগামি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। মাঝে মধ্যে ভিন্ন ধরনের পোস্ট দেখলে ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে কাজটি সম্পুর্ন করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

তাই তো দেখছি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কলমের অরিগামি তৈরি করেছেন। আসলে রঙিন কাগজের ব্যবহার দেখলে খুবই ভালো লাগে। ভিন্ন ভিন্ন কিছু তৈরি করার মধ্যে আলাদা একটা মজা রয়েছে। খুবই সুন্দর ডিজাইন করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে আপু।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

কলমের অনেক সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন। পিংক কালার হওয়ায় এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 6 months ago 

অনেক ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 6 months ago 
 6 months ago 

আজকে আপনি একটি কলমের অরিগ্যামি তৈরি করেছেন, এটি তো আমার ভীষণ ভালো লাগলো। সত্যি কথা বলতে এই ধরনের কাজগুলি করতে অনেক সময় লাগে এবং অনেক সময় নিয়ে আপনার কাজটি সম্পন্ন করেছেন। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 6 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

কলমের অরিগামিটি খুব সুন্দর হয়েছে আপু।আসলে কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস বানানো যায়।যদিও এগুলো বানাতে সময় দিতে হয়।তবে আপনার কলমের অরিগামিটি খুব ভালো লেগেছে আপু।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 6 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 6 months ago 

কলমের অরিগামি দেখে খুবি ভাল লেগেছে। এতো সুন্দর ডাই পোস্ট দেখে মুগ্ধ হলাম।

 6 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে কাগজ দিয়ে একটি কলমের অরিগ্যামি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি কাগজের কলম দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এতো ইউনিক আইডি আপনাদের মাথায় কিভাবে আসে আমি বুঝে উঠতে পারি না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 6 months ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। যদিও এগুলো তৈরি করতে সময় বেশি লাগে তারপর দেখতে অনেক সুন্দর হয়। রঙিন কাগজ দিয়ে কলম তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করবেন।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44