লাইফ স্টাইল --- 💝 " হঠাৎ সারপ্রাইজ " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো,



কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter,আমি একজন বাংলাদেশী।আমার বাংলা ব্লগ এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভালো লাগা আমি অনুভব করি। প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আজ আমি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

photocollage_202369193825400.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

হঠাৎ সারপ্রাইজঃ



হঠাৎ সারপ্রাইজ বিষয়টি খুব জানতে ইচ্ছে করছে তাই তো ?? আজ সে কথা জানাতেই পোস্টটি লেখা।জানাবো ধীরে ধীরে, অপেক্ষা করুন।সেদিন ছিল ২৯ শে মে,আমার জীবনের একটি বিশেষ দিন।হ্যাঁ,ঠিক ধরেছেন। সেদিন ছিল আমার জন্মদিন।জন্মদিন হলেও আমি সাধারণত ঢাক, ঢোল পিটাই না। চুপচাপই থাকি।আসলে চুপ থেকে দেখি সবাই কি করে,হিহিহি।তবে সকাল হতেই এস এম এস এর বন্যা বয়ে যায় আমার ম্যাসেঞ্জারে।যদি ও ম্যাসেঞ্জারে এখন তেমন একটা চেটিং করা হয় না।শুধু ফ্যামিলি গ্রুপ আছে সেখানে কথা হয়।আর ছেলের জন্য একটা স্কুল গ্রুপে জয়েন হয়েছি এতোটুকুই। এখন আর এতো সময় কোথায়??

20230529_181012.jpg

আপনারা যারা আমার পোস্ট নিয়মিত পড়েন তারা জানেন আমার ননদরা দেশের বাইরে থাকে।শুধু বড় ননদ দেশে আছেন।আমার বড় ননদ ২৮ তারিখ রাতে আমার বাসায় এসেছিল।পরের দিন তারা চলে যাবে।আমার ছেলে আমার জন্মদিনের কথা ঠিক মনে রেখেছে। কারন ওর জন্মদিন ও এই মে মাসেই হয়েছে।যাই হোক ছেলে আমাকে সকালে উইশ করেনি।আমি ভেবেছি ও ভুলে গেছে।বিকেলে বসে বসে পোস্ট লিখছি এমন সময় আমার ননদ এসে বলল,উনি একটা কাজে বাইরে যাবেন, সাথে ছেলেকে নিয়ে যাবেন।আমি বললাম ঠিক আছে।আমি বুঝিনি আমার ছেলে তার জমানো ঈদ সালামী দিয়ে আমার জন্য কেক, আর বেলি ফুল নিয়ে আসবে।

BeautyPlus_20230529190028604_save.jpg

সব রকমের ফুলই খুব পছন্দ আমার।তবে ব্যক্তিগতভাবে বেলি ও রজনীগন্ধা ফুল খুব বেশী পছন্দ আমার।ছেলে কি ভেবে আমার পছন্দের ফুলটিও নিয়ে আসে।ফুপুকে নিয়ে Mr.Bakar এ যায়।সেখানে গিয়ে পছন্দমতো কেক নিয়ে আসে।কিন্ত তার কষ্ট লোকটিকে কেকের উপর মামনি লিখতে বলেছিল,লোকটি আম্মু লিখে দিল।আমি ছেলেকে বুঝালাম সমস্যা নেই মা,আম্মু,মামনি সব তো একই ডাক।তারপরে ও তার মন খারাপ। তখন তাকে বললাম তোমার নানুকে তো আমি আম্মু ই ডাকি। তাতে কি হলো। এরপর ছেলে কিছুটা শান্ত হলো।

BeautyPlus_20230529190153070_save.jpg

এরপর ছেলের হাত ধরে একটি ছবি তুলে রাখলাম।আমি বললাম,তুমি ছোট একটা মানুষ মনে রেখেছো?? আমিতো ভেবেছিলাম ভুলেই গেছো।আর তুমি তোমার ঈদ সালামী দিয়ে কেক আনলে।ছেলে বলল,আগে থেকেই ওর ইচ্ছে আমাকে সারপ্রাইজ দেয়ার।সত্যি আমি সারপ্রাইজড হয়েছি।আসলে এমন কিছু আশাকরিনি।সেদিনটা আমার জন্য স্মরনীয় হয়ে রইলো। খুব সুন্দর একটি বিকেল কেটেছিলো সেদিন।এরপর কেক কাটানোর জন্য অস্থির হয়ে গেলো। আমি ননদকে বললাম,আপনি কেন বললেন না আমাকে?? ননদ বলল,তোমার ছেলে তোমাকে সারপ্রাইজ দিতে চায়, বলে দিলে কি আর সারপ্রাইজ থাকবে, তাই জানাইনি।এবার চলো কেক কাটো।যাক এরপর কেক কেটে সবাই কেক খেয়েছিলাম।আমার ছেলে মোম ও এনেছিল।কিছু কিছু ভালোলাগা মূহুর্ত আসলে লিখে বোঝানো যায় না। স্মৃতিতে এই ছোট ছোট ভালোলাগা গুলো অম্লান হয়ে থাকে।আপনাদের সাথে শেয়ার করে আনন্দটুকু ভাগ করে নিলাম।কারন আনন্দ ভাগ করে নিলে আনন্দের পরিমান অনেক বেশি হয়ে যায়। রাতে ডিসকোর্ডে জানার পর অনেক ভাইয়া, আপুরা উইশ করেছিল আমাকে। তখন ভালো লাগা আরও দ্বিগুন হয়েছিল।সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

20230529_181431.jpg

আজ আর নয়।আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।ভাল লেগে থাকলেই আমার এই ব্লগটি লেখা সার্থক হবে।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব।

পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল পোস্ট
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

💝অনুচ্ছেদটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR (1).gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 last year 
 last year 

হঠাৎ সারপ্রাইজ পেয়ে অনেক বেশি খুশি হয়েছিলেন মনে হচ্ছে। আপনার ছেলে ঠিকই আপনার জন্মদিনের কথাটা মনে রেখেছিল। আপনার ননদ আপনার ছেলেকে সাহায্য করেছিল। তারা দুজনে মিলে বাজারে গিয়ে আপনার জন্য কেক এবং বেলি ফুল নিয়ে এসেছিল, যা আপনার অনেক বেশি পছন্দের। আপনি বেলি ফুল হাতে পড়েছিলেন এবং আপনার ছেলের হাত ধরে ছবি তুলেছিলেন, দেখে ভীষণ ভালো লাগলো। সবশেষে কেক কেটেছিলেন, বুঝতে পারছি অনেক আনন্দ করেছিলেন।

 last year 

হে ভাইয়া অনেক ভালো কেটেছিল দিনটি।ধন্যবাদ আপনাকে।

 last year 

হঠাৎ সারপ্রাইজ পেলে অনেক ভালো লাগে।আসলে ছোটবাচ্চারা মনে রেখেছে এটাই অনেক। তবে মামনি লেখেনি দেখে একটু মন খারাপ হলো। যাইহোক আপনার জন্মদিনের এমন উপহার বারবার ফিরে আসুক সেই দোয়া করি। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে মধ্যে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

লেট শুভ জন্মদিন আপু। সারপ্রাইজ পেতে সকলেই ভালোবাসে। আর তা যদি হয় ছেলের থেকে তাহলে সে আনন্দ দ্বিগুন হয়। আপনার ছোট্ট ছেলেটি ঠিক মনে করে আপনার জন্মদিনের জন্য কেক ও আপনার প্রিয় ফুল নিয়ে এসেছে,জেনে বেশ ভালো লাগছে। এ্মন সারপ্রাইজ যেন প্রতি বছর আসে এ কামনা করি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

হঠাৎ হঠাৎ এমন সারপ্রাইজ গুলো পেলে কিন্তু খুবই খুশি লাগে। আপনার ছেলে যে আপনাকে সারপ্রাইজ দিয়েছে তা সত্যি কল্পনা করা যায় না। শুনে বেশ খুশি লাগলো যে আপনার ছেলে তার জমানো ঈদ সালামি দিয়ে আপনার জন্য এত সুন্দর একটি কেক কিনে নিয়ে এসেছে। যাইহোক আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।দেরিতে হলেও শুভ জন্মদিন।

 last year 

অনেক দিন পর দেখলাম আপু আপনাকে।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

বাচ্চাদের কাছ থেকে এরকম সারপ্রাইজ পাওয়ার মধ্যেও কিন্তু, অন্যরকম একটা আনন্দ রয়েছে আপু। আপনার ছেলে কিন্তু খুবই সুন্দর একটা কেক উপহার দিয়েছে আপনাকে, সেই সাথে ছিল আপনার পছন্দের বেলিফুল। আপনার ছেলে চেয়েছিল মামুনি লেখাটি লিখতে কিন্তু, লোকটি ভুলে আম্মু লিখে দিয়েছিল। যার জন্য আপনার ছেলের অনেক মন খারাপ হয়েছিল। যদিও আপনি সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলার পরে কিছুটা মন ভালো হয়েছিল। যাইহোক বেশ আনন্দ সহকারে মুহূর্তটা অতিবাহিত করেছেন আপনি। ভালো লাগলো আপনার কাটানো মুহূর্তটি।

 last year 

হে আপু খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88506.38
ETH 3332.66
USDT 1.00
SBD 2.94