আর্ট পোস্ট -- 💦 " একটি জ্যামিতিক থ্রী ডি আর্ট " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

প্রতিদিনের মতো আমি শিমুল আক্তার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আজ প্রথম একটি জ্যামিতিক থ্রী ডি আর্ট নিয়ে হাজির হয়েছি।জানি না কতেটা কেমন হলো। তবে আপনাদের অনুপ্রেরণায় সামনের দিনগুলোতে আরো চেষ্টা করবো আশাকরি।

একটি জ্যামিতিক থ্রী ডি আর্টঃ


CollageMaker_202373191533845.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

জ্যামিতিক থ্রী ডি আর্টগুলোর মধ্যে মাপের ব্যাপারটা থাকে।মাপ দিয়ে আঁকলে আঁকা সহজ ও সুন্দর হয় দেখতে।কিন্তু একটু এদিক-সেদিক হলে সবটাই নষ্ট হয়ে যায়। তাই খুব সাবধানে প্রথম থেকে শেষ পর্যন্ত আঁকতে হয়।চলুন এই থ্রী ডি আঁকার জন্য কি কি উপকরন লেগেছে আগে দেখে নেই।

প্রয়োজনীয় উপকরণঃ


১.সাদা কাগজ
২.পেন্সিল
৩ স্কেল
৪.জেল পেন
৫.রাবার
৬.কম্পাস


20230731_081315.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১

<

20230731_081721.jpg

20230731_081813.jpg

প্রথমে সাদা কাগজে একটি বড় বৃত্ত এঁকে নিলাম।এরপর বৃত্তের ভেতরে তিনটি দাগ দিয়ে নিলাম।

ধাপ -- ২


20230731_082026.jpg

20230731_082209.jpg

এরপর সব দাগের মাঝামাঝিতে ডট দিয়ে নিলাম।এবার ডটগুলো ছবির মতো করে মিশিয়ে নিলাম।

ধাপ -- ৩


20230731_082345.jpg

20230731_082453.jpg

এরপর ছবির মতো করে এক এক করে দাগ মিশিয়ে নিলাম।

ধাপ -- ৪


20230731_082617.jpg

20230731_083024.jpg

পেন্সিলের দাগগুলো মুছে নিলাম।এবার কালো পেন দিয়ে এঁকে নিলাম।

ধাপ -- ৫


20230731_083347.jpg

BeautyPlus_20230731083754961_save.jpg

BeautyPlus_20230731083720675_save.jpg

এবার কলমের আঁকা শেষ হলে পেন্সিলের শেপ ও দিয়ে দিলাম।

ধাপ -- ৬


BeautyPlus_20230731084717787_save.jpg

20230731_084856.jpg

উপস্থাপনাঃ


20230731_091439.jpg

20230731_085459.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

পোস্ট বিবরন


বিষয়আর্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা, বাংলাদেশ



আজ আর নয়। আশাকরি আমার জ্যামিতিক আর্টটি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 last year 

খুবই চমৎকার জ্যামিতিক একটা থ্রিডি আর্ট তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। এই ধরনের থ্রিডি আর্ট গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এগুলো তৈরি করা অনেক কঠিন কাজ।

 last year 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনার থ্রি ডি আর্ট চমৎকার হয়েছে। আসলে আপু মানুষ চেষ্টা করলে সব পারে, শুধু সময় আর ধৈর্যের প্রয়োজন। যাইহোক আপু আপনি প্রথম হিসেবে বেশ চমৎকার এঁকেছেন। আপনি ঠিক বলেছেন এই আর্টের মাপ গুলো এলোমেলো হলে সব নষ্ট হয়ে যায়।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনাকে ও।

 last year 

একটি জ্যামিতিক থ্রী ডি আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে। বেশ সুন্দরভাবে ছয়টি ধাপের মাধ্যমে আর্টটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি জ্যামিতিক থ্রী ডি আর্ট।আপনার শেয়ার করা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনিতে যেকোনো ধরনের থ্রী ডি আর্ট দেখতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্যএত সুন্দর একটি থ্রিডি আর্ট তৈরি করে ধাপে ধাপে আমাদের ।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

নিজেকে গভীরভাবে প্রকাশ করার জন্য হলেও আমাদের সকলের উচিত নিজের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রতিভা প্রকাশ করা। সৃজনশীলতার প্রতিভা প্রকাশ করার জন্য আপনি প্রথমবারের মতো একটি জ্যামিতিক থ্রিডি অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন যেটা দেখে আমি মুগ্ধ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অংকন শেয়ার করার জন্য।

 last year 

মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

জ্যামিতিক থ্রী ডি আর্টটি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।এই ধরনের আর্ট করতে বেশ মাপি করে করতে হয়।বেশ ভালো হয়েছে প্রথম বার আর্ট করেছেন দেখে মনে হচ্ছে না। নিখুঁতভাবে ভাবে আর্টটি সম্পন্ন করেছেন সবমিলিয়ে। ধন্যবাদ আপু আপনাকে। নিয়মিত আর্ট চাই আপনার। শুভ কামনা থাকবে আপনার জন্য।

 last year 

মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

জ্যামিতিক থ্রী ডি আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সময়ের কারণে এই আটগুলো করা হয় না। আপনি খুব সুন্দর করে জ্যামিতিক থ্রী ডি আর্ট করেছেন। সাদা কাগজের মধ্যে খুব সুন্দর করে পেন্সিল দিয়ে জ্যামিতিক থ্রী ডি আর্ট করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং আমাদের মাঝে জ্যামিতিক থ্রী ডি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 
 last year 

ওয়াও অসাধারণ আপনি সাদা কাগজে উপর পেন্সিল দিয়ে জ্যামিতিক থ্রী ডি আর্ট করেছেন। সত্যি বলতে আপনার জ্যামিতিক থ্রী ডি আর্ট আবার কাছে অসম্ভব ভালো লাগলো। যদিও এই ধরনের আর্টগুলো করতে দাঁগ গুলো অনেক সাবধানের দিতে হয়। আর আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।খুব সুন্দর করে জ্যামিতিক থ্রী ডি আর্ট উপস্থাপনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে ভাল লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67163.45
ETH 2666.94
USDT 1.00
SBD 2.70