নাটক রিভিউ -- 💞 "ঠোঁট কাটা জামাই " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

আছেন কেমন আপনারা??


"আমার বাংলা ব্লগ" এর ভারতীয় ও বাংলাদেশী ভাই ও বোনেরা,আমি@shimulakter,আমি একজন নিয়মিত ইউজার।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।আজ আমি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। বাংলা নাটক আমার খুব ভালো লাগে।আশাকরি আমার আজকের নাটকের রিভিউ পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।


Screenshot_20230713-075922_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

নাটকের গুরুত্বপূর্ন তথ্য সমুহঃ


নামঠোঁট কাটা জামাই
রচনাগোলাম সারোয়ার অনিক
পরিচালনারাকেশ বসু
দৈর্ঘ্য৪৩.৪৯ মিনিট
অভিনয়েনিলয় আলমগীর, জেএস হিমি
মুক্তির তারিখ১ লা জুলাই ২০২৩ ইং
ধরননাটক
ভাষাবাংলা
দেশবাংলাদেশ


কাহিনী সার সংক্ষেপ



নাটকটির নাম ঠোঁট কাটা জামাই নামটি শুনেই বুঝতে পারছেন নাটকটি কিছুটা মজার আর কিছুটা কষ্টের।তবে চলুন নাটকটির সার সংক্ষেপ আপনাদের মাঝে তুলে ধরছি।প্রথম দৃশ্যে দেখা যাবে নিলয় আলামগীর তার শ্বশুরের বাসায় গিয়ে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল তার ওয়াইফ হিমিকে নিয়ে।সেখানেই প্রথম বিপত্তি শুরু।সেখানে খেতে বসেই নিলয় শ্বশুর -শ্বাশুড়ির সামনে একের পর এক কথা বলে যাচ্ছিল তাতে হিমির মাথা হেট হয়ে যাচ্ছিল।নিলয় এমন ও বলছিলো শ্বাশুড়ির রান্না একদম ভালো হয়নি।এই শুনে হিমির মেজাজ গরম হয়ে যাচ্ছিল।এভাবেই প্রথম দৃশ্যের সমাপ্তি ঘটে।

Screenshot_20230713-080146_YouTube.jpg

Screenshot_20230713-080041_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এরপর দেখা যাবে নিলয়ের পাশের ফ্ল্যাটের ভাবী তার ওয়াইফ হিমির সাথে বসে গল্প করছিল।ভাবী তার হাসবেন্ডের খুব প্রশংসা করছিল।আর নিলয় যে মুখের উপর যা ইচ্ছা তাই বলে ফেলে সেটা যে ঠিক না তাই তিনি হিমিকে বোঝাচ্ছিলেন।কিন্তু হিমি ব্যাপারটা হালকা করতে আর নিলয়কে ছোট না করতে ভাবীকে বলে সত্য কথা বলার সাহস ভাবী কজনার আছে।তখন ভাবী হিমিকে বলে সব সময় মুখের ওপর এভাবে কথা বলা ঠিক নয়।একদিন এজন্য আপনিও বিপদে পরবেন।এর মধ্যে ই নিলয় এসে ভাবীর হাসবেন্ড সম্বন্ধে অনেক কিছু বলে দিলো যা শুনে ভাবি খুব কষ্ট পেলো।

Screenshot_20230713-081523_YouTube.jpg

Screenshot_20230713-081506_YouTube.jpg

Screenshot_20230713-081659_YouTube.jpg

Screenshot_20230713-081639_YouTube.jpg

Screenshot_20230713-081542_YouTube.jpg

নিলয়ের দুই বন্ধুর মাঝে ঝগড়া হয়েছিল।তারা দুজন নিজেদের ভুল বুঝতে পেরে মিটমাট করে নিচ্ছিল।এর মাঝে নিলয় এসে আবার নতুন করে ঝগড়া বাঁধিয়ে দেয়।পাশের ফ্ল্যাটের ভাবী পার্লার থেকে সেজে হিমিকে দেখাতে এলে সেখানেও বিপত্তি ঘটায় নিলয়।এই দেখে হিমি খুব রেগে তার মাকে ফোন দেয়।হিমি তার মাকে বলে তোমাদের পছন্দে বিয়ে করেছি ছেলেকে তো যাচাই বাছাই করে নেয়া দরকার ছিল।হিমির মা মেয়েকে বোঝায় সব জেনেই তো বিয়ে ঠিক করেছিলাম।যাক নিলয়কে যাতে বুঝিয়ে শুনিয়ে এই অভ্যাস থেকে হিমি ফিরিয়ে নেয় তাই বলছিলো তার মা।

Screenshot_20230713-081731_YouTube.jpg

Screenshot_20230713-081742_YouTube.jpg

Screenshot_20230713-082043_YouTube.jpg

Screenshot_20230713-082138_YouTube.jpg

Screenshot_20230713-082135_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এতো এতো বিপত্তি ঘটানোর পর একদিন দাওয়াত এলো হিমির একমাত্র বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে।তাই হিমি নিলয়কে বোঝালো আজ যাতে কোন ঝামেলা না করে নিলয়। সে যাতে চুপ করে থাকে।যথা সময়ে পাত্রপক্ষ এলো। মেয়ের মা আর পাত্রের বাবা একে একে ছেলে আর মেয়ের প্রশংসা করে যাচ্ছিল।নিলয় সহ্য করতে না পেরে বলা শুরু করলো এই ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করে।আর তার শালি রান্না বান্না কিছুই জানে না।এর ফলে ছেলেপক্ষ চলে যায়।বিয়ে যায় ভেঙে।

Screenshot_20230713-082354_YouTube.jpg

Screenshot_20230713-093251_YouTube.jpg

Screenshot_20230713-093229_YouTube.jpg

Screenshot_20230713-082405_YouTube.jpg

Screenshot_20230713-093316_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

যখন তখন মুখের উপর সব কথা বলাতে নিলয়ের চাকরি চলে যায়। বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলে।তখন হিমি রাগ হয়ে বাবার বাসায় চলে যায়। আসলে নিলয় এখন নিরুপায় হয়ে গেছে।কি করবে নিলয়?? নিলয় কি করবে এখন?? তার সবকিছু কি আবার আগের মতো ঠিক হবে?? এতো সব জানতে হলে নাটকটি আপনাদেরকে দেখতে হবে।দেখলেই বুঝবেন শেষে আসলে কি হয়েছিল।

Screenshot_20230713-094653_YouTube.jpg

Screenshot_20230713-094739_YouTube.jpg

Screenshot_20230713-094951_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

আমার মতামত


প্রতিটি নাটকেই পরিচালক সকলের উদ্দেশ্যে কিছু মেসেজ রেখে যায়।এই নাটকেও তেমন কিছু ছিল।হিমির পরিবার,তার আশেপাশের লোকজন নিলয়কে পছন্দ করতো না তার এই স্বভাবের জন্য। কিন্তু হিমির মা হিমিকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয় তার হাসবেন্ড অর্থাৎ নিলয়কে ভালোবেসে পাশে বসিয়ে ব্যাপারটা বোঝাতে হবে।নিলয় যা করছে তা ঠিক নয়।এরপর যখন নিলয় আসে হিমির সাথে দেখা করতে তখন হিমি খুব সুন্দর করে নিলয়কে বুঝায়।নিলয় তখন বলে আমিতো সত্য কথায়ই বলি।তখন হিমি নিলয়কে বোঝায়, তার এই বলাটা সত্য নয়, এটাকে ঠোঁট কাটা স্বভাব বলে।হিমি আরও বলে যারা সত্য কথা বলে তাদেরকে মানুষ ভালোবাসে।কিন্তু তোমাকে দেখলে সবাই ভয় পায় কখন কার সামনে কি বলে ফেলো।নিলয় তখন হিমিকে বলে, সে সত্যি কথা বলে।হিমি তখন বলে নিলয়কে সত্য সব সময় সুন্দর নয়।অনেক সময় সত্য বললে বিপদ আসে। তাই যখন কোন সত্য অন্যের বিপদ ডেকে আনে তখন সেই সত্য না বলাই ভালো।তুমি মানুষটিকে ডেকে আড়ালে তার সমস্যার কথা জানালে সে নিজেকে সংশোধন করে নিতে পারবে ।এভাবেই নিলয় তার ভুল বুঝতে পারে।তার ঠোঁট কাটা স্বভাব এভাবেই ছাড়ে সে।এই ছিল আমার আজকের নাটকের রিভিউ। আশাকরি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।

রেটিং


পরিচালনা
কাহিনী
অভিনয়



বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি।আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আবার কথা হবে পরবর্তী ব্লগে।আজ এখানেই বিদায়।সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

Sort:  
 last year 
 last year 

অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট ছিল। আসলে যে সত্যগুলো মানুষের বিপদে ডেকে আনে সেগুলো সবার সামনে হুট করে বলে দেওয়া উচিত না। হিমি অনেক সুন্দর করে নিলয় কে সবকিছু বুঝিয়ে বলেছিল, যার কারণে নিলয় বুঝতে পেরেছে। অবশেষে নীলয়ের এরকম একটা স্বভাব দূর হয়েছে এটা জেনেই ভালো লেগেছে। অনেক সুন্দর করে সম্পূর্ণ নাটকটার রিভিউ পোস্ট শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা নাটকটি এখনো আমার দেখা হয়নি। আসলে আপনি যেভাবে নাটকটি রিভিউয়ের মাধ্যমে শেয়ার করেছেন দেখে বোঝা যাচ্ছে দেখতে বেশ রোমান্টিক ছিল নাটকটি। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে নাটক রিভিউ এর মাধ্যমে শেয়ার করার জন্য।

 last year 

ঠোঁট কাটা জামাই এই নাটকটা আমার দেখা হয়েছিল। আসলে এই নাটকটা দেখার পরে আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছিল। শেষে যখন নিলয় তার ভুল বুঝতে পারে এবং নায়িকা অনেক সুন্দর করে তাকে সবকিছু বুঝিয়ে বলে, এই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে। নিলয় ও তার স্বভাবটা দূর করে। আজকে আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে নতুন করে নাটকটি দেখে আরো বেশি ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58316.34
ETH 2583.46
USDT 1.00
SBD 2.43