" বৃত্তের মাঝে রঙিন ফুলের ম্যান্ডেলা আর্ট " -- প্রথম প্রচেষ্টা | | ১১| ০১| ২৩ ইং| |
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
বন্ধুরা আমার বাংলা ব্লগ এ অনেকেই অনেক সৃজনশীল কাজ করে যাচ্ছেন,যা প্রতিনিয়ত দেখে আমার ও খুব ইচ্ছে করল আর্ট করার ।এজন্যই ভাবলাম,আজ ফুলের একটি ম্যান্ডেলা আর্ট করব।তাই আমি আজ বৃত্তের মাঝে রঙিন ফুলের আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ প্রথমবারের মত আমার এই প্রচেষ্টা।কেমন হবে আমি জানি না,তবে চেষ্টা করছি আর কি।আমি কখনও কবিতা,গল্প লিখব ভাবিনি।কিন্তু আমার বাংলা ব্লগ তা সম্ভব করেছে।আজ ও আর্ট করার সিদ্ধান্ত নিয়েছি,আপনাদের অনুপ্রেরনায় হয়ত এগিয়ে যেতে পারব।যদি আপনাদের ভালো লাগে,তবে বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট নিয়ে আমি সামনের দিন গুলিতে আপনাদের মাঝে হাজির হব।
প্রয়োজনীয় উপকরণ:
১।সাদা কাগজ.
২।পেন্সিল
৩। কম্পাস
৪।রং পেন্সিল
আমি বৃত্তের মাঝে রঙিন ফুলের ম্যান্ডেলাটি ধাপে ধাপে এঁকে আপনাদের সামনে উপস্থাপন করছি।আশাকরি আপনাদের কাছে আমার আঁকা ম্যান্ডেলাটি ভালো লাগবে।ভাল লেগে থাকলেই আমার সার্থকতা।
ধাপ-১
প্রথমে আমি কাগজের মাঝখানে একটি বৃত্ত এঁকে নিলাম।
ধাপ-২
এরপর পর পর আরও কিছু বৃত্ত এঁকে নেব।ছবিতে দেয়া বৃত্তর মতো করে।
ধাপ-৩
এভাবে করে আমি ফুলের আকৃতির মত করে বেশ কিছু বৃত্ত এঁকে নেব।
ধাপ-৪
আমি ছবিতে দেয়া বৃত্তের মত করে মোট ৭ টি বৃত্ত দ্বারা একটি ফুলের মত এঁকে নিলাম।
ধাপ-৫
এবার আমি মাঝের ফুলটিকে লাল রঙ দিয়ে এঁকে নিলাম।
ধাপ-৬
এরপর ফুলের উপরের অংশে নীল রঙ দিয়ে দিলাম।
ধাপ-৭
এবার আরও দুই রঙ দিয়ে এঁকে নিলাম।
সব শেষে আমার নামের সাইন করে আঁকাটি শেষ করলাম।
ব্যক্তিগত মতামতঃ রঙ দিয়ে কালার না করে সাইন পেন দিয়ে কালার করলে ভাল হবে।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | SamsungA20 |
---|---|
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
আজকের মতো এখানেই শেষ করছি বৃত্তের মাঝে রঙ্গিন ফুলের ম্যান্ডেলা আর্টটি। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা।আমার প্রথম প্রচেষ্টা। আবার নতুন কোন আর্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমি শিমুল আক্তার।আমার ইউজার আইডি @shimulakter,আমি একজন বাঙালী।বাংলাদেশে জন্মগ্রহন করেছি বলে,অনেক বেশি গর্ববোধ করি।আমি একজন গৃহিনী।আমি পড়তে, লিখতে ও শুনতে ভালবাসি।নিজেকে সব জায়গাতে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।সব সময় চেষ্টা করি আলাদা কিছু উপস্থাপন করতে। গতানুগতিক কোন কিছুতে আমাকে টানে না।অন্যের মতামতের মূল্যায়ন করার চেষ্টা করি।মানুষকে ভালোবাসি।তাই সব সময় চেষ্টা করি অন্যের উপকার হয় ,এমন কিছু করতে।বাংলাকে ভালোবেসে " আমার বাংলা ব্লগ " এর সাথে আজীবন থাকতে চাই।
দারুণ হয়েছে আপু❤️
প্রথমবার হিসেবে অনেক ভালো হয়েছে,লেগে থাকলে একদিন সর্বোচ্চ ভালো করতে পারবেন নিঃসন্দেহে।
সবসময় ভালোবাসা ও শুভ কামনা আছে।এগিয়ে যান🌼।
উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ। 🤗
বৃত্তের মাঝে রঙিন ফুলের ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিভিন্ন ধরনের রং করাতে চমৎকার ফুটে উঠেছে। আমার কাছে ভীষণ ভালো লাগলো। চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
সুন্দর মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি প্রথমবারের মতো চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। আসলে চেষ্টা থাকলে সবকিছুই করা যায়। হয়তো ধীরে ধীরে সবকিছু আয়ত্তে আসবে। যাইহোক প্রথমবারের আর্ট হিসেবেও কিন্তু সুন্দর হয়েছে। আমার তো প্রথমের আর্টের কথা মনে পড়লে নিজের ভীষণ হাসি পায়। যাইহোক আপু চেষ্টা চালিয়ে যান অবশ্যই সফলতা আসবে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।
একদম ঠিক বলেছেন যে আমার বাংলা ব্লগে এসে এতো নতুন নতুন কিছু শিখা ৷ যা হোক আপনি আজ প্রথম আর্ট শুরু করেছেন ৷ তবে বৃত্তের মাঝে ফুলের মেন্ডেলা সত্যি দারুন ভাবে ফুটে উঠেছে ৷ সেই সাথে রং কালার রং সব পারফেক্ট ছিল ৷
এভাবেই নতুন নতুন আর্ট তুলে ধরবেন এমনটাই প্রতার্শা৷ ধন্যবাদ আপু
অনেক ধন্যবাদ আপনাকে।
একটি বৃত্তের মধ্যে রঙিন ফুলের ম্যান্ডেলার চিত্র অঙ্কনের চেষ্টা খুবই ভালো ছিল। এই ধরনের কাজ নিজের দক্ষতা বাড়ায় যেটা সবাইকে মুগ্ধ করে। অনেক ভালো লেগেছে আমার কাছে আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে,উৎসাহ দেয়ার জন্য।
বৃত্তের মাঝে রঙিন ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। প্রথমবার হিসেবে খুব সুন্দর একেঁছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। এভাবে চেষ্টা করলে ভবিষ্যতে আরও সুন্দর আকঁতে পারবেন। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনি নতুন আকলেও খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনি অনেকগুলো বৃত্ত একে তার মধ্যে ম্যান্ডেলা করেছেন এবং কালার করেছেন। এতে আর্ট আরো সুন্দর লাগছে। আপনি আকতে আঁকতে অনেক ভাল চিত্র শেয়ার করবেন এই আশা করছি। ধন্যবাদ আপু।
বৃত্তের মাঝে রঙিন ফুলের ম্যান্ডেলা আর্ট অনেক দুর্দান্ত হয়েছে। বিশেষ করে রং করাতে অনেক সুন্দর লাগছে। জ্যামিতিক আর্ট গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এই ধরনের আর্ট থাকি। আর্ট করার প্রক্রিয়া এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু প্রথমবার হিসেবে খুব সুন্দর বৃত্ত ফুলের ডিজাইন করেছেন। আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। তবে যেহেতু মান্ডালা আর্ট বলেছেন তারজন্য হালকা একটু ছোট ছোট ডিজাইন করলে ভালো হতো। যাই হোক এভাবে আর্ট করতে করতে এক সময় হয়ে যাবে।ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু। পরবর্তীতে চেষ্টা করব।