একটি সহজ পেন্সিল আর্ট ( একটি গ্রামীন শীতকালের দৃশ্য ) | | তৃতীয় প্রচেষ্টা | | ০৮ |০১| ২৩ ইং | |
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
বাংলাদেশ,ঢাকা থেকে
🌺 হ্যালো, আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহ্র অশেষ রহমতে অনেক বেশি ভাল আছি।
বন্ধুরা আমার বাংলা ব্লগ এ অনেকেই অনেক সৃজনশীল কাজ করে যাচ্ছেন,যা প্রতিনিয়ত দেখে আমার ও খুব ইচ্ছে হল আর্ট করার ।এজন্যই আজ আর্ট নিয়ে তৃতীয় বারের মত আপনাদের সামনে হাজির হলাম।গ্রামীন দৃশ্য যেমন আমার ভাল লাগে,তেমনি পেন্সিলের আর্ট ও আমার খুব ভাল লাগে।তাই এই ভাল লাগা থেকেই আজ এই গ্রামীন শীতকালের একটি চিত্র নিয়ে আমি হাজির হলাম।কেমন হল আমি জানি না,তবে চেষ্টা করছি আর কি।আমি কখনও কবিতা,গল্প লিখব ভাবিনি।কিন্তু আমার বাংলা ব্লগ তা সম্ভব করেছে।আজ ও আর্ট করার সিদ্ধান্ত নিয়েছি,আপনাদের অনুপ্রেরনায় হয়ত এগিয়ে যেতে পারব।যদি আপনাদের ভালো লাগে,তবেই হয়ত আরও কিছু এঁকে আপনাদের মাঝে শেয়ার করব। তাই আজ নতুন ব্লগ আমার পেন্সিলে আঁকা গ্রামীন শীতকালের চিত্র আমি আপনাদের মাঝে উপস্থাপন করছিঃ
একটি গ্রামীন শীতকালের দৃশ্য |
---|
উপকরণসমূহ-
১। সাদা অফসেট পেপার
২। পেন্সিল
৩।রবার
৪। শার্পনার
আমি এই গ্রামীন শীতকালের দৃশ্যটি ধাপে ধাপে এঁকে আপনাদের সামনে উপস্থাপন করছি।আশাকরি আপনাদের কাছে আমার আঁকা চিত্রটি ভাল লাগবে।ভাল লেগে থাকলেই আমার সার্থকতা।
ধাপ-১
প্রথমে আমি একটি ঘর ও একটি খরের পালা এঁকে নিলাম।
ধাপ-২
এরপর পাশে আর একটি ঘর ও একটি খেজুর গাছ এঁকে নিলাম।
ধাপ-৩
এবার পাশে আর একটি খরের পালা এঁকে নিলাম।
ধাপ-৪
এরপর পাশে আর একটি বড় খেজুর গাছ এঁকে নিলাম।
ধাপ-৫
এবার পেছনে সূর্য ও পুরো লাইন জুড়ে দুরের গ্রাম এঁকে নিলাম।
ধাপ-৬
এরপর খেজুর গাছে দুটি মাটির হাড়ি এঁকে ঘর,গাছে পেন্সিলের শেপ দিয়ে দেব।এরপর খেজুর গাছের পাতাও এঁকে দিলাম।
ধাপ-৭
এরপর নিজের নামটি লিখে দিলাম।
উপস্থাপন
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | SamsungA20 |
---|---|
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা |
আজকের মতো এখানেই শেষ করছি আমার গ্রামীন শীতকালের চিত্রটি। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা।আমার কাছে গ্রামীন দৃশ্য কিন্তু বেশ ভাল লাগে। আবার নতুন কোন আর্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমি শিমুল আক্তার।আমার ইউজার আইডি @shimulakter,আমি একজন বাঙালী।বাংলাদেশে জন্মগ্রহন করেছি বলে,অনেক বেশি গর্ববোধ করি।আমি একজন গৃহিনী।আমি পড়তে, লিখতে ও শুনতে ভালবাসি।নিজেকে সব জায়গাতে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।সব সময় চেষ্টা করি আলাদা কিছু উপস্থাপন করতে। গতানুগতিক কোন কিছুতে আমাকে টানে না।অন্যের মতামতের মূল্যায়ন করার চেষ্টা করি।মানুষকে ভালোবাসি।তাই সব সময় চেষ্টা করি অন্যের উপকার হয় ,এমন কিছু করতে।বাংলাকে ভালোবেসে " আমার বাংলা ব্লগ " এর সাথে আজীবন থাকতে চাই।
আপু আমার বাংলা ব্লগ এ এসে আমরা সবাই নতুন নতুন অনেক কিছু শিখছি যা আগে কখনোই কল্পনা করিনি। এখানে আসার পর নিজের প্রতি অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে গেছে তাই একটু চেষ্টা করলেই অনেক কিছু করা সম্ভব হয়।আপু আপনি শীতকালীন দৃশ্য টি খুবই সুন্দর এঁকেছেন যা সত্যিই অনেক প্রশংসনীয়।আপু এভাবেই চালিয়ে যান আশাকরি আরও অনেক ভালো ভালো আর্ট আপনার কাছে থেকে দেখতে পারবো আমরা।সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
চেষ্টা করে যাব।অনেক ধন্যবাদ আপু।
গ্রামের সৌন্দর্যের প্রকৃতি বর্ণনা দিয়ে শেষ করা যায় না। ষড়ঋতুর একেক সময় একেক প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে থাকে যারা গ্রামে বসবাস করে। তাইতো অপরূপ সৌন্দর্য দেশ বাংলাদেশ। আর এই গ্রামের সৌন্দর্য টাকে আপনি পেন্সিল দিয়ে যেভাবে আর্ট করে আমাদেরকে দেখিয়েছেন তা প্রশংসনীয়।আপনি পেন্সিল আর্টের মাধ্যমে দিয়ে গ্রামের সৌন্দর্য কে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন এবং খুব সুন্দর বর্ণনা দিয়েছেন ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
গ্রামীন শীতকালের দৃশ্য দেখতে খুব সুন্দর লাগছে। আপনি খুব সহজেই এটি অংকন করেছেন। আমারও চিত্রাঙ্কন করতে খুব ভালো লাগে 😊।অবসর সময়ে চিত্রাঙ্কন করতে ভালোবাসি।যাই হোক আপনার গ্রামীন শীতকালের দৃশ্যটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার ভাল লেগেছে জেনে আমারও অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেয়ার জন্য।
সত্যি বলতে মানুষ একটা কাজ প্রথমবারেই অনেক সুন্দর করে করতে পারে না প্রতিনিয়ত সেই কাজটা যদি করে তাহলে সেটা একটা সময় যে অনেক বেশি সুন্দর। আপনি প্রতিনিয়ত চেষ্টা করে যাবেন সুন্দর সুন্দর অংকন করার জন্য তাহলে দেখবেন একটা সময় যে আপনি অনেক ভাল অংকন করছেন। পেন্সিলে অঙ্কিত এই শীতকালীন দৃশ্যটি সত্যিই অসাধারণ হয়েছে।
জাস্ট অসাধারন হয়েছে আপু গ্রামীন পরিবেশের দৃশ্য অংকন। সত্যি আমার বাংলা ব্লগে এসে আমরা সবাই অনেক কিছু শিখতে পারলাম। আমাদের ভেতর যে এত দক্ষতা লুকিয়ে রয়েছে তা আগে জানা ছিল না। অনেক সুন্দর হয়েছে আপু আজকের চিত্র অংকন।
আপু আপনার পেন্সিলে আকাঁ গ্রামীন শীতকালের দৃশ্যটি খুবই সুন্দর হয়েছে। খেজুর গাছ ,কলা গাছ আবার দেখলাম খেজুর গাছে রসের হাঁড়িও দিলেন। খড়ের গাদা গুলো অনেক সুন্দর হয়েছে। ধীরে ধীরে অরো অনেক সুন্দর হবে। ধন্যবাদ আপু।