নাটক রিভিউ --- 💞 "মিথ্যা বলা বারন" || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

আছেন কেমন আপনারা??


"আমার বাংলা ব্লগ" এর ভারতীয় ও বাংলাদেশী ভাই ও বোনেরা,আমি@shimulakter,আমি একজন নিয়মিত ইউজার।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।আজ আমি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। বাংলা নাটক আমার খুব ভালো লাগে।আশাকরি আমার আজকের নাটকের রিভিউ পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

Screenshot_20230705-181116_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

নাটকের গুরুত্বপূর্ন তথ্য সমুহঃ
নামমিথ্যা বলা বারন
পরিচালনাহামেদ হাসান নোমান
দৈর্ঘ্য৪৭.৫৭ মিনিট
অভিনয়েজিয়াউল ফারুক অপুর্ব ,সাফা কবির
মুক্তির তারিখ৩০ শে জুন ২০২৩ ইং
ধরননাটক
ভাষাবাংলা
দেশবাংলাদেশ


কাহিনী সার সংক্ষেপ


নাটকটির নাম মিথ্যা বলা বারন।এই নাটকটির সারমর্ম যদি বলি তবে বলতে হয়,এই নাটকের নায়ক অর্থাৎ অপুর্ব সব সময় মিথ্যের উপর বাস করে।প্রথম দৃশ্যে দেখা যাবে অপুর্ব অফিসে আসে সি এন জি করে।সেখান থেকেই তার মিথ্যা বলা শুরু হয়।এরপর অফিসের বস,কলিগ সবার সাথে মিথ্যে বলে বলে সে সবকিছু খুব সুন্দর করে চালিয়ে নিচ্ছে।এমন কি তার গার্লফেন্ড সাফা কবিরকে ও দিনের পর দিন মিথ্যা বলে তার সাথে রিলেশনশিপ চালিয়ে যাচ্ছিল।

Screenshot_20230705-181158_YouTube.jpg

Screenshot_20230705-181234_YouTube.jpg

Screenshot_20230705-181243_YouTube.jpg

Screenshot_20230705-181538_YouTube.jpg

Screenshot_20230705-181515_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

একদিন সাফা কবিরের সাথে দেখা করতে গিয়ে লাল গোলাপকে কালো করে নিয়ে যায় অপুর্ব । সাফা কবির কালো গোলাপ পছন্দ করে তাই।সবকিছুতে অপুর্ব মিথ্যার আশ্রয় নেয়।আর এই মিথ্যা দিয়ে ই অপুর্ব সব জায়গায় খুব দাপটের সাথে টিকে আছে।

Screenshot_20230705-181756_YouTube.jpg

Screenshot_20230705-181753_YouTube.jpg

Screenshot_20230705-181821_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

এরপর একদিন সাফা কবিরের বাবার সাথে অপুর্ব দেখা করতে যায়।সেখানে এতো সুন্দর করে মিথ্যা বলে সাফা কবিরের বাবা মেয়েকে অপুর্বের সাথে বিয়ে দিতে রাজী হয়ে যায়।এরপর সেদিন বাসায় যাওয়ার পর অপুর্বের বাসার কাছেই তার স্কুল জীবনের তার প্রিয় স্যারকে দেখতে পায়।স্যারকে দেখে অপুর্ব অনেক খুশি হয়।অপুর্বের বাসায় স্যারকে যেতে বলে কিন্তু স্যার সেদিন যায়নি।অপুর্ব তখন জানতে চায়,স্যার কোথায় গিয়েছিল।স্যার তখন পেনশনের টাকা উঠাতে পারছেনা তাই জানায় অপুর্বকে।তখনও অপুর্ব স্যারের সাথে মিথ্যা বলে।স্যারকে বলে তার কাজ হয়ে যাবে মন্ত্রী তার মামা।এ শুনে স্যার খুশী হয়ে যায়।কিন্তু পরেরদিন অফিসে গিয়ে স্যার সম্পুর্ণ ধাক্কা খায়।এরপর অপুর্বের বাসায় এসে খুব আবেগঘন হয়ে কিছু কথা বলে অপুর্বকে।তিনি বলেন,তিনি পেনশনের টাকা তুলতে পারেন নি কিন্তু তাতে তার কষ্ট নেই।বরং সে কষ্ট পেয়েছে তার ছাত্রকে তিনি ঠিক শিক্ষা দেন নি।স্যার আরো বলেন,তিনি দোয়া করবেন আল্লাহর কাছে তার ছাত্র যাতে সত্যের পথে আসতে পারে।এই বলেই স্যার সেখান থেকে চলে যায়।

Screenshot_20230705-195059_YouTube.jpg

Screenshot_20230705-195105_YouTube.jpg

Screenshot_20230705-195156_YouTube.jpg

Screenshot_20230705-195124_YouTube.jpg

Screenshot_20230705-195115_YouTube.jpg

Screenshot_20230705-195215_YouTube.jpg

Screenshot_20230705-195237_YouTube.jpg

Screenshot_20230705-195415_YouTube.jpg

অপুর্বর মিথ্যা বলা শেষ। স্যারের এই কথাতে তার মধ্যে অনুশোচনার সৃষ্টি হলো।অপুর্ব সাফা কবিরকে সব খুলে বললো।সাফা কবির তাকে সত্যি কথা বলতে বললো।অপুর্ব বলল সত্যি কথা বললে তো কিছুই থাকবে না। সাফা কবির বললো কিছু হবে না। তুমি সত্যি কথা বলবে।এরপর থেকে অপুর্বর মুখ থেকে সব সত্যি বের হতে লাগলো। সত্যি শোনার পর সাফা কবির রেগে চলে যায়। অপুর্ব সাফা কবিরের বাবার টাকার জন্য তাকে ভালোবেসেছে সেটাও বলে ফেলে।অফিসেও সত্যি বলাতে অফিস থেকে তাকে বের করে দেয়া হয়।সত্যি বলার কারনে তার কাছ থেকে সবই সরে যাচ্ছে।এখন কি হবে অপুর্ব? অপুর্ব কি ই বা করবে?? তার জীবনে সামনে কি হবে?? অপুর্ব কি সত্যি বলবে নাকি আবার মিথ্যা বলতে শুরু করবে?? এতো সব জানতে হলে অবশ্যই আপনাকে নাটকটি দেখতে হবে।আশাকরি নাটকটি দেখলে সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন।

Screenshot_20230705-201906_YouTube.jpg

Screenshot_20230705-201834_YouTube.jpg

Screenshot_20230705-201820_YouTube.jpg

স্ক্রিনশর্টঃ ইউ টিউব

আমার মতামত


এই নাটকটির মধ্যে শিক্ষামূলক ব্যাপার ছিল।মিথ্যা দিয়ে বেশীদূর আগানো যায় না।মিথ্যা নয়, বরং সত্য দিয়ে সবকিছু পাওয়া যায়। অপুর্ব যখন নিজের মধ্যে অনুশোচনা বোধ করে তখনই সে সত্যের পথে চলে আসে।কারন সত্যি দেয় মুক্তি।অপুর্বর কথা হলো মিথ্যা দিয়ে যদি এতো কিছু পাওয়া সম্ভব হয় তবে সত্যি দিয়ে তো আরো বেশীকিছু পাওয়া সম্ভব।এই ব্যাপারটা যখন নিজে বুঝতে পারলো তখনই অপুর্ব নিজেকে চেঞ্জ করে নিলো।তাই এই নাটক থেকে আমরা শিখলাম,মিথ্যা নয় বরং জীবনের জন্য সত্য অত্যাবশ্যক।আশাকরি আমার লেখা নাটকের রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে।

রেটিং


পরিচালনা
কাহিনী
অভিনয়



বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি।আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আবার কথা হবে পরবর্তী ব্লগে।আজ এখানেই বিদায়।সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 last year 
 last year 

খুব সুন্দর নাটক রিভিউ করছেন আপু। আপনার নাটক রিভিউ দেখে খুব ভালো লাগলো। মিথ্যের উপর ভর করে কোন কিছুতে সফলতা আসে না তা প্রকৃত সত্য। যদিও কিছু দূর যাওয়া যায় তবে পুনরায় পিছুপা হতে হয়। সত্যি খুব দুর্দান্ত নাটক শেয়ার করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এতো চমৎকার নাটক রিভিউ করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

কয়েক বার ইউটিউবে নাটকটির কভার দেখেছি। দেখবো দেখ বো বলে আর দেখা হলো না। কি করে দেখবো বলেন যে ঝামেলায় আছি। যাক তবুও আপনার পোস্টটি পড়ে দুধের সাধ গুলে মিটলো আর কি। বেশ সুন্দর রিভিউ করেছেন আপু। আমার কিন্তু আপনার রিভিউটি অসাধারন লেগেছে।

 last year 

খুব ভালো লাগলো মন্তব্য পেয়ে, ধন্যবাদ আপু।

 last year 

নাটকটি আমার সামনে এসেছিল কিন্তু দেখা হয়নি, আপনার রিভিউ করে নাটকটি দেখার আগ্রহ জাগছে, খুব চমৎকার রিভিউ করেছেন সময় পেলে অবশ্যই আমি এই নাটকটি দেখব।

 last year 

হে দেখবেন আশাকরি ভালো লাগবে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

আমার কাছে অপূর্ব নাটক অনেক ভালো লাগে। আমি অপূর্ব নাটক অনেক দেখি।মিথ্যা বলা বারন নাটকটি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আসলে মিথ্যা বলে কোন মানুষ আজ পর্যন্ত এগোতে পারে নাই। একটা মিথ্যা কথার জন্য আরও দশটা মিথ্যা কথা বলতে হয়। এই কারণে সত্য কথাই ভালো। এরকম নাটকগুলো দেখলে অনেক কিছু শিখা যায়। চেষ্টা করব এই নাটকটি দেখার জন্য সময় পেলে। ধন্যবাদ আপনাকে সুন্দর করে নাটকটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58304.13
ETH 2575.50
USDT 1.00
SBD 2.43