একটি সহজ পেন্সিল আর্ট ( একটি গ্রামীণ দৃশ্য ) | | দ্বিতীয় প্রচেষ্টা | | ০২ |০১| ২৩ ইং | |

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম

আমি @shimulakter
বাংলাদেশ,ঢাকা থেকে

🌺 হ্যালো, আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহ্‌র অশেষ রহমতে অনেক বেশি ভাল আছি।


বন্ধুরা আমার বাংলা ব্লগ এ অনেকেই অনেক সৃজনশীল কাজ করে যাচ্ছেন,যা প্রতিনিয়ত দেখে আমার ও খুব ইচ্ছে করল আর্ট করার ।এজন্যই ভাবলাম,খুব সহজ একটি গ্রামীন আর্ট দিয়ে যাত্রা শুরু করি।গ্রামীন দৃশ্য যেমন আমার ভাল লাগে,তেমনি পেন্সিলের আর্ট ও আমার খুব ভাল লাগে।তাই এই ভাল লাগা থেকেই আজ এই গ্রামের দৃশ্য আঁকা।কতটা ,কেমন হবে আমি জানি না,তবে চেষ্টা করছি আর কি।আমি কখনও কবিতা,গল্প লিখব ভাবিনি।কিন্তু আমার বাংলা ব্লগ তা সম্ভব করেছে।আজ ও আর্ট করার সিদ্ধান্ত নিয়েছি,আপনাদের অনুপ্রেরনায় হয়ত এগিয়ে যেতে পারব।যদি আপনাদের ভালো লাগে,তবে গ্রামীন দৃশ্য আমি সামনের দিন গুলিতে এঁকে আপনাদের মাঝে শেয়ার করব।

একটি গ্রামীন দৃশ্য



WhatsApp Image 2023-01-02 at 1.50.11 PM.jpeg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

WhatsApp Image 2023-01-02 at 1.58.40 PM.jpeg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

উপকরণসমূহ-

১। সাদা অফসেট পেপার
২। পেন্সিল
৩।রবার

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

WhatsApp Image 2023-01-02 at 3.19.37 PM.jpeg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমি এই গ্রামীন দৃশ্যটি ধাপে ধাপে এঁকে আপনাদের সামনে উপস্থাপন করছি।আশাকরি আপনাদের কাছে আমার আঁকা চিত্রটি ভাল লাগবে।ভাল লেগে থাকলেই আমার সার্থকতা।

ধাপ-১


WhatsApp Image 2023-01-02 at 3.19.48 PM.jpeg

প্রথমে আমি হাল্কা করে একটি পথ এঁকে নিলাম।এরপর পাশে একটি ঘরের চাল এঁকে নিলাম।

ধাপ-২


WhatsApp Image 2023-01-02 at 3.20.27 PM.jpeg

এবার পাশাপাশি দুইটি ঘর এঁকে নিলাম।ঘরের পেছনে আঁকাবাঁকা কিছু পাহাড়ের মত দিলাম।

ধাপ-৩


WhatsApp Image 2023-01-02 at 3.21.35 PM.jpeg

এরপর ঘরের পেছনে গাছ এঁকে নিলাম।আর পেছনে সবটাই পাহাড় এঁকে নিলাম।

ধাপ-৪


WhatsApp Image 2023-01-02 at 3.22.05 PM.jpeg

এবার সামনে একটি কাঠের ছোট পুল এঁকে তার পাশে একটি গাছ এঁকে নেব।

ধাপ-৫


WhatsApp Image 2023-01-02 at 3.22.14 PM.jpeg

এবার গাছের সম্পূর্ণ অংশ এঁকে নিলাম।

ধাপ-৬


WhatsApp Image 2023-01-02 at 3.23.33 PM.jpeg

এবার পাহাড়ের পেছনে সূর্য ও পাখি এঁকে নিলাম।এরপর ঘর, গাছ ও পাহাড়ের কিছু অংশে পেন্সিলের শেপ দিয়ে নিলাম।রাস্তার পাশে ও একপাশে শেপ করে নিলাম।

ধাপ-৭


WhatsApp Image 2023-01-02 at 3.23.41 PM.jpeg

এবার সামনের গাছ ও পেছনের পাহাড়ের বাকি অংশে শেপ করে নিলাম।

ধাপ-৮


WhatsApp Image 2023-01-02 at 3.25.18 PM.jpeg

WhatsApp Image 2023-01-02 at 3.28.10 PM.jpeg

এবার পাখি ও সূর্য আর সামনে রাস্তার অন্য পাশে শেপ করে নিলাম।আঁকা সম্পূর্ণ করে নিজের নামটি লিখে আঁকাটি শেষ করলাম।


উপস্থাপন


WhatsApp Image 2023-01-02 at 3.28.45 PM.jpeg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

WhatsApp Image 2023-01-02 at 3.28.19 PM.jpeg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আজকের মতো এখানেই শেষ করছি আমার গ্রামীন দৃশ্যের চিত্রটি। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা।আমার কাছে গ্রামীন দৃশ্য কিন্তু বেশ ভাল লাগে। আবার নতুন কোন আর্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো।সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdeDfCPbpBnZoAAVb2oZSESZ67vtSCNpeVFzbbGVndyWbk8nXbu2FmfmBiCodsaoPTjyWchTbcv8G8PSwhj9QTYZqyiBfoJ5tSHtqCZuBeADDgf4ijZGFGXGRcdXACWy2dzTDUHv2fsNErQkNX3zPJcHDqerBQo4Hr8vMLMc6VM.png

আমি শিমুল আক্তার।আমার ইউজার আইডি @shimulakter,আমি একজন বাঙালী।বাংলাদেশে জন্মগ্রহন করেছি বলে,অনেক বেশি গর্ববোধ করি।আমি একজন গৃহিনী।আমি পড়তে, লিখতে ও শুনতে ভালবাসি।নিজেকে সব জায়গাতে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।সব সময় চেষ্টা করি আলাদা কিছু উপস্থাপন করতে। গতানুগতিক কোন কিছুতে আমাকে টানে না।অন্যের মতামতের মূল্যায়ন করার চেষ্টা করি।মানুষকে ভালোবাসি।তাই সব সময় চেষ্টা করি অন্যের উপকার হয় ,এমন কিছু করতে।বাংলাকে ভালোবেসে " আমার বাংলা ব্লগ " এর সাথে আজীবন থাকতে চাই।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjdewS98rhT2jTJ5AJioUC62cpvt6bqfABatFjaAW1oDt8A5V688UB2rQ3QEUaGYPw7ZyRoyPyHrANPTXZcJCJ95PUovBmXsXceiVuCxz4DVgAK2TjyMHyo6XQbHDRBeFdwDYbkPu5XFmBCLYLXcDr9pBsBE83t7mdpKztrqs33G.gif

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPLbZDNDdFc7rVLr.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5FNFR1oiK5EffVchfQ77rVAnRKP7SuUVtG2A9.png

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন আপু। এটা দেখে বোঝা যাচ্ছে এটা করতে আপনার অনেক সময় লেগেছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধাপ গুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি এভাবে আরও সুন্দর সুন্দর চিত্রাংকন আমাদেরকে উপহার দিবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য পেয়ে আর্ট করার আগ্রহ অনেক টাই বেড়ে গেল।

 2 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের জন্য অনেক সুযোগ তৈরি করে দিয়েছে এই সুযোগগুলো শুধু আমাদেরকে কাজে লাগাতে হবে। আগে আমিও তেমন একটা গল্প কবিতা লিখতে পারতাম না কিন্তু বর্তমান সময়ে সকলের অনুপ্রেরণা দেখে আমি বর্তমানে কবিতা লেখা শুরু করেছি আপনিও দেখছি আমার মতই একজন। যাইহোক অবশেষে অংকন করার সিদ্ধান্ত নিয়েছেন জেনে খুবই খুশি হলাম আপনার এই অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে পাখি উড়ে যাওয়ার দৃশ্যটি অসাধারণ ছিল।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু আমার বাংলা ব্লগ এমন একটা জায়গা যেখানে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আপনার গ্রামীণ দৃশটি চমৎকার হয়েছে। এভাবেই লেগে থাকুন ভবিষ্যতে আরো ভালো করতে পারবেন। সত্যি আপু এই দৃশ্য গুলো আমার অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনাকে ও অনেক ধন্যবাদ।

 2 years ago 

মানুষ চেষ্টা করলে সবই পারে।কিছু কিছু পেন্সিল আর্ট দেখতে ভালোই লাগে।আপনার আর্ট সুন্দর এবং সহজ।আপনার গ্রামীন আর্টগুলো বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকেও।

 2 years ago 

আসলে আপু আমার বাংলা ব্লগ এটি এমন একটি জায়গা যেখানে আপনি আপনার সব রকম ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারছেন মন খুলে। আসলে আপনার মত আমিও ভাবি নি কখনো গল্প কবিতা আর সুন্দর সুন্দর আর্ট পোস্ট প্রস্তুত করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারব।।

যাহোক গ্রামীণ পরিবেশের অসাধারণ একটি দৃশ্য আপনি প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে,।

 2 years ago 

আপনার ভাল লেগেছে জেনে আমারও অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার চেষ্টার আমি সাধুবাদ জানাই, এর আগে আপনি কবিতা লিখার সময় চেষ্টা করতে করতে এখন খুব ভালো কবিতা লেখেন।আর আজকে খুব চমৎকার একটি দৃশ্য অংকন করেছেন। আশা করছি আপনি অনেক দূর এগিয়ে যাবেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দোয়া চাই আপনার। 🥰 অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অবশ্যই দোয়া থাকবে এগিয়ে যান সবসময় সামনের দিকে এটাই কামনা করি।

 2 years ago 

শুকরিয়া ভাইয়া।

 2 years ago 

গ্রামীণ দৃশ্য গুলো দেখতে অনেক ভালো লাগে। পেন্সিল দিয়ে গ্রামীন প্রকৃতিকে এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। পেন্সিল স্কেচ গুলো অনেক সুন্দর লাগে দেখতে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। গ্রামীন ছোট ছোট ঘর গুলো দেখতে বেশি সুন্দর লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্ট আপনার ভাল লেগেছে শুনে আমার ও অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ওয়াও দারুন দারুন আসলে প্রসংশা না পারছি না ৷ একদম নিখুঁত আর্ট ৷ আর পেন্সিল আর্ট এতো সুন্দর হয় ৷ জানতাম না আসলে এর আগেও অনেকবার এরকম আর্ট দেখেছি ৷ তবে পেন্সিল দিয়ে যে এতো নিখুঁত সত্যি দেখার মতো ছিল ৷
যা হোক আপনি আপনার গ্রামীন দৃশ দিয়ে আর্ট শুরু করলেন ৷ আশা করি এভাবেই নতুন ইউনিক আর্ট দেখতে পাবো এমনটাই প্রতার্শা ৷
অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও। আশাকরি সামনে আরো সুন্দর সুন্দর আর্ট আমি শেয়ার করব।

 2 years ago 

শিরায় শিরায় রক্ত,আমি শিমুল আপুর ভক্ত।কাল হলো পাটিসাপটা আর আজ গ্রামীণ দৃশ্য।নান্দনিক উপস্থাপনা।
পাখিগুলো দারুণ লাগছে।ওভাবে উড়তে পারলে জীবনটা ধন্য হতো😁।
শুভ কামনা জানাই।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য পেয়ে আমিও মুগ্ধ। একজন পেলাম আমার বাংলা ব্লগ এ আমার ভক্ত। 🤗
অনেক ধন্যবাদ ভাইয়া। সামনে আরো বেশি চেষ্টা করে যাব ভাল কিছু দেয়ার।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62622.35
ETH 2442.15
USDT 1.00
SBD 2.64