জেনারেল রাইটিং -- 💜 " স্বপ্ন " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

প্রতিদিনের মত আমি শিমুল আক্তার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।

gothic-2910057_1280.webp

সোর্স

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

স্বপ্নঃ



বন্ধুরা,আমার আজকের ব্লগের টাইটেল পড়ে আপনারা খুব সুন্দর ভাবেই বুঝে গেছেন আমার আজকের ব্লগটি কি নিয়ে আমি লিখতে চলেছি।হ্যাঁ,ঠিক ধরেছেন আমি আজ স্বপ্ন নিয়ে লিখতে চলেছি।সত্যি কথা বলতে আমরা মানুষরা স্বপ্ন দেখতে খুব ভালোবাসি।তবে স্বপ্নের মধ্যে কিন্তু পার্থক্য আছে।একটা হলো ঘুমের মাঝে স্বপ্ন দেখা আর একটা হলো জেগে স্বপ্ন দেখা।দুভাবেই কিন্তু আমরা স্বপ্ন দেখে থাকি।এবার বলেন,আপনি কোন দলে আছেন??ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার দলে নাকি জেগে জেগে স্বপ্ন দেখার দলে।আমি কিন্তু জেগে জেগে স্নপ্ন দেখা দলের মানুষ।

dream-4827288_1280.jpg

সোর্স

মানুষের স্বপ্ন দেখার কোন শেষ নেই।আর পৃথিবীর প্রতিটি মানুষের মাঝেই স্বপ্ন আছে।সব মানুষই স্বপ্ন দেখেন।কেউ হয়তো জেগে স্বপ্ন দেখেন। আবার কেউ হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন।কিন্তু সবার স্বপ্নই আলাদা।কারো সাথে কারো স্বপ্নের সত্যি ই আসলে মিল নেই।তবে স্বপ্ন দেখা ভালো।আর তা অবশ্যই জেগে দেখা অনেক ভালো। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা শুধু স্বপ্ন দেখেই জীবন কাটান সত্যি কথা বলতে স্বপ্ন সেটাই যা কিনা আমরা মনের মধ্যে লালন করে তা পূরন করার জন্য এগিয়ে যাই।

স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা আজীবন মনের মধ্যে স্বপ্ন লালন করে যান।সেই স্বপ্নকে বাস্তবায়ন করার কোন কিছু ই তাদের মধ্যে দেখা যায় না।আবার অনেককেই দেখা যায় তারা স্বপ্নকে মনের মধ্যে ধারন করে নিজের চেষ্টা আর পরিশ্রম দ্বারা স্বপ্ন পূরনে সফলতা লাভ করেন।

মনের মাঝে স্বপ্নগুলো আমাদের কাজের অনুপ্রেরণা জোগায়। যেকোনো কাজ করতে গেলে যদি কাজটি আমাদের দ্বারা করা না হয়, তবে নতুন উদ্যমে আমরা সেই কাজ আবার শুরু করি।কারন এই স্বপ্ন পূরনের জন্য। মনের মাঝে স্বপ্ন আছে বলেই হেরে গিয়েও আবার নতুন করে কাজ করার প্রেরনা পাই।তাই স্বপ্ন হতে হবে এমন। যে স্বপ্নের বাস্তবায়নে মন একনিষ্ঠ হয়ে স্বপ্ন পূরনে সচল থাকবে।

inspiration-1514296_1280.jpg

সোর্স

সত্যি কথা বলতে যেকোনো সাফল্য বা অর্জনের মূলেই থাকে স্বপ্ন।এই স্বপ্নই মানুষকে কাজ করার শক্তি জোগায়।যে কোন অসম্ভবকে সম্ভব করতে প্রেরনা জোগায়।যার মাঝে স্বপ্ন নেই তার মাঝে আশা আকাঙ্খা ও নেই। সামনে এগিয়ে যাওয়ার কোন পরিকল্পনা ও নেই।কোন কিছুতে হেরে গেলে তার ঘুরে দাঁড়ানোর কোন শক্তিও নেই।স্বপ্ন আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে।ঘুমিয়ে ঘুমিয়ে দুচোখ ভরে শুধু স্বপ্ন না দেখে জেগে জেগে দুচোখ ভরে স্বপ্ন দেখুন।আর কঠোর পরিশ্রম করে স্বপ্ন পূরনে এগিয়ে যান।তবেই সফলতা সুনিশ্চিত।

আজ এখানেই ইতি টানলাম।আবার কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

🎀 ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 last year 
 last year 

প্রত্যেকটি মানুষের নিজস্ব অনেক স্বপ্ন থাকে। এই স্বপ্নগুলো মাঝে মাঝে পূর্ণ হয় মাঝে মাঝে অপূর্ণ থেকে যায়। হয়তো আমরা লক্ষ্য অর্জনের জন্য প্রথমে স্বপ্ন দেখি। এরপর সেই লক্ষ্য পূরণ করতে এগিয়ে যাই। আপু আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন আমি একমত। আমি ঘুমিয়ে স্বপ্ন দেখা পছন্দ করি খুব কম। তবে জেগে জেগে স্বপ্ন দেখার দলে আছি। আজকে আপু আপনি চমৎকার একটি বিষয় নিয়ে লিখছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। সত্যি আপু আমাদের স্বপ্ন ঘুমিয়ে না দেখে জেগে জেগে দেখা উচিত। আসলে স্বপ্ন শুধু দেখলেই হবে না সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সত্যি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম করলে স্বপ্ন বাস্তবায়ন হবেই।ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

স্বপ্ন নিয়ে আপনি খুব সুন্দর লিখনি লিখেছেন আপু, আপনার লেখাগুলো পড়ে ভীষণ ভালো লাগলো। স্বপ্ন যদি না থাকতো তাহলে আমরা কখনোই সামনে এগিয়ে যেতে পারতাম না। আপনার মত আমারও জেগে থেকে স্বপ্ন দেখার অভ্যেস রয়েছে। তবে কখনো সেই স্বপ্নগুলো পূরণ হয় আবার কখনো অধরা থেকে যায়। তবে আপু,আমরা জেগে থেকে যে স্বপ্নগুলো দেখি তার জন্য অবশ্যই আমাদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। স্বপ্ন নিয়ে খুব সুন্দর বর্ণনা করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ভাইয়া মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

স্বপ্ন হলো দুই ধরনের কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখে আর কেউ বাস্তবে স্বপ্ন দেখে। স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে স্বপ্ন আছে বলেই মানুষ সামনের দিকে এগোতে সাহস পায়। স্বপ্ন ছাড়া মানুষের জীবন অর্থহীন। স্বপ্নকে পুঁজি করেই মানুষ তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে।

 last year 

আমার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায় প্রতিবার। তবুও নতুন করে দেখি। হয়তো স্বপ্ন আছে বলেই এই বেচেঁ থাকা, স্বপ্ন আছে বলেই আমাদের এগিয়ে যাওয়া। বেশ ভালো লাগলো লেখাটা পড়ে আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64186.90
ETH 2759.80
USDT 1.00
SBD 2.66