💖 " নিউ মার্কেটে ঘুরাঘুরি ও কেনাকাটা করা " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ11 months ago

শুভ সন্ধ্যা সবাইকে


প্রিয় আমার বাংলা ব্লগে স্বাগতম সবাইকে


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,আমি একজন বাংলাদেশী।আমার বাংলা ব্লগএর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আজ আমি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম।তবে চলুন কথা আর না বাড়িয়ে আজকের লাইফ স্টাইলের বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছিঃ

নিউ মার্কেটে ঘুরাঘুরি ও কেনাকাটা করাঃ


20231203_122249.jpg

বন্ধুরা,সেদিন নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। আপনারা অনেকেই জানেন আমার বাসা থেকে নিউ মার্কেট বেশ কাছেই।তাই ঘরের কিছু কাঁচের ও এলুমিনিয়ামের রান্নাঘরের জিনিস কেনার জন্য ননদকে নিয়ে গিয়েছিলাম।আসলে এসব জিনিস আমার কেনার অভিজ্ঞতা কম।আমার ননদ হলেও সে কিন্তু আমার সিনিয়র।তাই আপার অভিজ্ঞতা অনেকটা ই বেশি।আর কোনটা ভালো হবে, কোনটার দাম কেমন এসব ভালোই জানেন আপা।তাই তাকে নিয়ে যাওয়া।একটু ঘোরাও হলো। আবার কেনাকাটা ও হলো।এই কেনাকাটার কিছু অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার কর‍তে চলে এলাম। আশাকরি আপনার ও খুব উপভোগ করবেন।

20231203_121150.jpg

20231203_121145.jpg

20231203_121138.jpg

সত্যি কথা বলতে বাসায় খাবারের জন্য প্লেট, ছোট পেয়ালা,কাঁটা চামচ খুব দরকার ছিল।তাই গিয়েছিলাম।আসলে প্লেট,ছোট পেয়ালা ছেলের হাত থেকে পরেই সব ভাঙে।আর কাঁটা চামচের কথা আর কি বলব ইন্জিনিয়ার মানুষ স্ক্রু না পেলে যা কিছুই করুক না কেন কাঁটা চামচ দিয়েই করে।যখন দেখি তখন ও গুলো সব বাঁকা বাঁকা।ইন্জিনিয়ার সাহেবের জন্য কিছুই আসলে ঠিক রাখা যায় না। তাইতো মেইন কেনার ছিল এসব কিছুই।আর ঘুরাঘুরি তো আছেই।

20231203_122543.jpg

বাসায় খাওয়ার জন্য প্লেন প্লেট অনেক ই আছে।কিন্তু বাসায় খাওয়ার জন্য ডিপ প্লেট দরকার।বাঙালি মানেই তো ডাল খাওয়ার প্রবনতা থাকেই।কিন্তু এই প্লেন প্লেটে ডাল দিয়ে ভাত খাওয়া খুব কষ্টের।এজন্য ই মূলত ডিপ প্লেট কেনার জন্য আসা।প্লেট,পেয়ালা,কাঁটা চামচ নেয়া হলো।

20231203_122238.jpg

20231203_121351.jpg

20231203_121247.jpg

ক্রোকারিজের দোকানগুলোতে গেলে আমার মনে হয় আমি সবই নিয়ে আসি বাসায়।আপনাদের ও কি এমন মনে হয় আপুরা?? বলবেন তো।যাই হোক এরপর এলুমিনিয়ামের দোকানে গেলাম।সেখানে গিয়ে চায়ের কেটলি,প্যান নিয়েছি তিনটি,পুডিং করার জন্য একটি বক্স নিলাম।মন চাইছিলো আরো কিছু নেই।কিন্তু আসলে দুজন মানুষ গিয়েছিলাম। আর দুজনের হাত ই আটকে গিয়েছিল।তাই ভাবলাম পরে একবার এসে সব নিয়ে যাব।এরপর হাতে এতসব নিয়ে খাবারের দোকানে আর যাওয়া হলো না।বাসায় এসে পিজ্জা ননদকে খাওয়ানোর জন্য অর্ডার করেছিলাম।তা না হয় আরেকদিন শেয়ার করবো।

20231203_133920.jpg

20231203_123223.jpg

আজ আর নয়।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে মনের অনুভূতি গুলো শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো।সবাই
ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো।

পোস্ট বিবরন


শ্রেনিভ্রমন পোস্ট
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

Sort:  
 11 months ago 

আসলে কেনাকাটার ক্ষেত্রে যে অনেক দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক। তাদের সাথে গেলে খুব সহজেই যেকোন জিনিস কিনে মজা পাওয়া যায়। আজকে বিভিন্ন ধরনের মেলামাইনের প্লেট কেনার জন্য আপনার ননদকে সাথে নিয়ে গিয়েছেন। এই দোকানগুলোতে গেলে এতটাই ভালো লাগে মনে হয় পুরো দোকান বাড়িতে নিয়ে যেতে পারলে খুবই ভালো লাগতো। আপনার কেনাকাটার গল্প পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

আপনার বাসা যেহেতু নিউমার্কেটের কাছে তাহলে তো আপনি নিউমার্কেট থেকে এসব টুকিটাকি জিনিস কেনাকাটা করতে পারেন । ছোট বাচ্চারা কাচের জিনিস ধরলে সেগুলো তো ভাঙবেই । কাটা চামচ দিয়ে এভাবে ইঞ্জিনিয়ারিং করেন তাহলে তো চামচ নষ্ট হবে বেশি করে কিনে রাখবেন । আর এসব দোকানে গেলে শুধুই কিনতেই ইচ্ছা করে ।ভালো লাগলো আপনার পোস্টটি দেখে ।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 11 months ago (edited)

এমন ইঞ্জিনিয়ার ঘরে থাকলে তো খুবই বিপদ। ঘরের কাঁটা চামচ তো তার কাছ থেকে রক্ষা করা মুশকিল হয়ে যাচ্ছে আপু আপনার । তাছাড়া ঠিকই বলেছেন ছোট বাচ্চাদের কে কাঁচের কোন কিছু দেয়া খুব রিস্ক। এদের কাছ থেকে ভেঙে গেলে কাচের জিনিস তো যাই সাথে এক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকে। ভালো করেছেন নিউমার্কেটে গিয়ে কেনাকাটার পাশাপাশি ঘুরাঘুরিও করেছেন। এই নিউ মার্কেটে গেলে ঘুরে ঘুরে সব কিছু দেখতেই ভালো লাগে। নিউ মার্কেটে গেলে আমারও একই অবস্থা হয়। হাত একদম ভর্তি হয়ে যায় ব্যাগ দিয়ে। যাই হোক আর ননদের পিজ্জা খাওয়ার গল্প বাকি রয়ে গেল আপু। অপেক্ষায় রইলাম।

 11 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

ক্রোকারিজের এখন আতো বেশি ভিন্নতা দেখা যায়, আসলেই বেশিরভাগই দেখলেই ভালো লাগে টাইপ। কনফিউশান এ পরতে হয় যে কোনটা রেখে কোনটা কিনবো! আর কাটা চামচ নিয়ে আপনার ইঞ্জিনিয়ার সাহেবের কথা পড়ে বেশ হাসিপেলো আপু! দারূণ লিখেছেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 11 months ago 
 11 months ago 

আপু আপনার মত একই অবস্থা আমারও হয়।ক্রোকারিজের দোকানগুলোতে গেলে সবকিছুই নিয়ে আসতে ইচ্ছে করে। আমার তো আপনার ফটোগ্রাফি গুলো দেখেই অনেক কিছু পছন্দ হয়ে গিয়েছে। আপনার ননদকে নিয়ে গিয়েছিলেন জেনে খুব ভালো লাগলো। দুজনে মিলে খুব ভালো সময় কাটিয়েছিলেন এবং কেনাকাটা করেছিলেন দেখে ভালো লেগেছে। আমি তো বেশ ভালোই উপভোগ করেছি সম্পূর্ণটা। ধন্যবাদ আপনাদের কেনাকাটা করার মুহূর্তটা সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 11 months ago 

জিনিস কেনাকাটার মধ্যে দিয়ে আপনি একটা সুন্দর সময় অতিবাহিত করেছেন।আসলে চায়ের কাপ ও পেয়ালাগুলি খুবই সুন্দর সুন্দর ছিল।আপনি চায়ের কেটলি,প্যান কিনেছেন জেনে ভালো লাগলো।আপনার ছেলে নয় শুধু আপু,এখন সব বাচ্চারাই ইঞ্জিনিয়ার।হি হি,ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

জি আপু, আপনার বিভিন্ন পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি যে আপনার বাসার কাছেই নিউমার্কেট অবস্থিত। আর আপনি নিউমার্কেট থেকে আপনার প্রয়োজনীয় সুন্দর সুন্দর জিনিসপত্র গুলো ক্রয় করেছেন। আসলে বাচ্চা ছেলেদের কাজই হলো জিনিসপত্র হাত থেকে ফেলে ভাঙ্গা। আর বাচ্চা ছেলেরা জিনিসপত্র ভাঙ্গার মধ্য দিয়েই আনন্দ অনুভব করে। টুকিটাকি জিনিসপত্র ক্রয়ের চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

আশেপাশে কোথাও যদি এরকম নিউ মার্কেট গুলো থাকে তাহলে বেশ ভালোই হয়। আপনাদের বাসার পাশেই যেহেতু নিউমার্কেট রয়েছে, তাই আপনি সহজেই যেতে পেরেছেন সেখানে। নিউমার্কেটে গিয়ে দেখছি ভালোই কেনাকাটা করা হয়েছে। ছোট বাচ্চাদের জন্য এরকম জিনিসপত্র গুলো রাখা যায় না। আপনার ঘরে যেহেতু এরকম ইঞ্জিনিয়ার রয়েছে, তাই তার জন্য তো এরকম জিনিস গুলো একেবারেই রাখা যাবে না দেখছি। সাবধানে রাখবেন সব জিনিসপত্র পরবর্তী থেকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76024.68
ETH 2926.23
USDT 1.00
SBD 2.60