আমার স্বরচিত কবিতা --- 💝 " সাঁঝের বেলা " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

হ্যালো,

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।" আমার বাংলা ব্লগ " এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভাল লাগা আমি অনুভব করি।প্রতিদিনই আলাদা আলাদা পোস্ট শেয়ার করার চেষ্টা করি।তারই ধারাবাহিকতায় আজ আমি কবিতা শেয়ার করতে চলে এসেছি।সপ্তাহে একটি কবিতা আমি বেশকিছু দিন ধরে আমি আপনাদের শেয়ার করে আসছি।আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগে এমনটাই আশাকরি।

boat-166738_1280.jpg

সোর্স

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

@amarbanglablog কমিউনিটিতে না এলে হয়ত নিজের ভেতর থাকা সুপ্ত প্রতিভাগুলোর প্রকাশ কখনোই করা হত না।এজন্য আমি খুব কৃতজ্ঞ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের কাছে।সবার অনুপ্রেরনা না পেলে নিজের ভেতর থাকা এই প্রতিভা বের করা খুব কঠিন ছিল।সকলের অনুপ্রেরনায় ও ভালোবাসায় আজ নতুন আর একটি কবিতা নিয়ে হাজির হলাম।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

সত্যি কথা বলতে কবিতা লিখতে গেলে অনুভূতির দরকার হয়।ইচ্ছে হলেই কবিতা লিখা যায় না। আমার লেখা কবিতা সব সময় ছন্দ দিয়েই লেখা হয়।আমি অনেক সময় ই ভাবি কবিতা ছন্দ ছাড়া লিখবো।কিন্তু লিখতে গেলে কেমন যেনো ছন্দ চলেই আসে। আজ ও এর ব্যতিক্রম হয়নি।এই কবিতাট ও ছন্দ মিলিয়েই লেখা হলো। আজকের কবিতার নাম সাঁঝের বেলা।

এই কবিতাটি মূলত বিরহের কবিতা।সত্যি কথা বলতে বিরহের কবিতা লিখতেই আমার খুব ভালো লাগে।এই কবিতায় দুজন মানুষের কথা তুলে ধরা হয়েছে।কোন এক সাঁঝের বেলা দুজন দুজনের হাত ধরে কথা দেয়া হয়েছিল।সেই কথা আজ হয়তো ভুলে গিয়ে একজন অনেক দূরে চলে গেছে।পাশের সেই মানুষটি আজো সেই সাঁঝের বেলার স্মৃতি নিয়েই হয়তো পথ চেয়ে আছে সেই কথা দেয়ার মানুষটির।এই অনুভূতি গুলো কতটা কবিতায় ফুটে উঠেছে তা আপনারাই ভালো বলতে পারবেন।তবে চলুন কথা না বাড়িয়ে কবিতাটা পড়ে আসি।ভালো কিংবা মন্দ যেমন ই লাগুক জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের অনুপ্রেরনায় আজ এতোটুকু।আশাকরি খারাপ লাগবে না।চলুন তবে কবিতাটি পড়ে আসি --


স্বরচিত কবিতা -- "সাঁঝের বেলা "


লেখা - শিমুল আক্তার



সেদিন সাঁঝের বেলায়
হাতটি ধরে প্রিয়
বলেছিলে বাসবে ভালো
জনম জনম ধরে।


স্মৃতির পাতায় রয়ে গেছে
সেদিনের সেই কথা
ভাবলেই ভীষণ মন খারাপ হয়
মনে লাগে ব্যথা।


ভালোবাসার রঙিন স্বপ্ন সেদিন
এঁকেছিলে মনে
সেই মনেতে আজ কেনো তবে
বিরহ ব্যথা দিলে।



পাশাপাশি কাছাকাছি
ছিলাম দুজন ভালো
হঠাৎ করে ঝড়ো হাওয়ায়
ছিন্ন করে দিলো।


মনের মাঝে রয়ে গেলো
স্মৃতিগুলো তোমার
ভাবনারা আজ আঘাত হানে
মনের ভেতর আমার।



কখনো যদি চলতে পথে
দুজনের হয় দেখা
ভাববো তখন দুজন বসে
সাঁঝের বেলার কথা।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh1d8eGWBhvjcZb3wTENqFLFBE2t7DZmxNRqyCpui1ewueDyVW87Uk7c1H3fN...ZqHUt38yKzfyjaFwtrQAcDUxquWArmFsQoRBbPEuz9cMS9irJEDjek9XZbBVsqG6qBLKWCiBWfgrCbfKJgq3buRmt9Brz2kuFrFjvDzGAwbKgzgHnkQvRmSv3Q.png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 last year 
 last year 

বিরহের কবিতা লিখতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। আসলে মাঝে মাঝে বিরহ ভালো লাগে। হয়তো কবিতার ছন্দে বিরহের ছোঁয়া ফুটিয়ে তুলতে ভালো লাগে। এছাড়াও আপনি দারুন কবিতা লিখেন আপু। এর আগেও আপনার লেখা কবিতা পড়েছি। আজকের কবিতাটিও চমৎকার হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। কম বেশি সবার মনেই ভালোবাসার রঙিন স্বপ্ন আঁকে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করেছেন।তাই খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

ওয়াও আপু আপনার স্বরচিত কবিতা সাঁঝের বেলা পড়ে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট।দিনদিন আপনি কবিতা লেখায় পারদর্শী হয়ে উঠছেন।এভাবে করে চর্চা করতে থাকলে আপনি সামনে আরও ভালো করবেন।কবিতায় নিজের মনের ভাব খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ।ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য

 last year 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে মাঝে মাঝে আপনার কবিতাগুলো আমি অনেক বেশি পড়ি। আপনার লেখা কবিতা আমার অনেক বেশি ভালো লাগে। পুরো কবিতাটা খুবই ভালো ছিল। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল

 last year 

আমার লেখা কবিতা আপনার ভালো লাগে জেনে সত্যি ই খুব ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনার লেখা "সাঁঝের বেলা" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। এ ধরনের বিরহমূলক কবিতা গুলো পড়তে সত্যি আমার সব সময় ভালো লাগে। আসলে আমরা সকলেই আমাদের মনে ভালোবাসার রঙিন রঙিন হাজারো স্বপ্ন আঁখি। কিন্তু সকল স্বপ্নগুলো পূরণ না হয়ে অনেক সময় ব্যথার মালা হয়ে বুকেই জমা জমা থাকে। খুবই চমৎকার একটি কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালোবাসার রঙিন স্বপ্ন সেদিন
এঁকেছিলে মনে
সেই মনেতে আজ কেনো তবে
বিরহ ব্যথা দিলে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76338.99
ETH 2965.83
USDT 1.00
SBD 2.62