আমার স্বরচিত কবিতা --- 💝 তোমার খোঁজে 💝
আসসালামু-আলাইকুম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
Canva দিয়ে বানানো
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ" এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি আজ আপনাদের মাঝে আমার নিজের লেখা কবিতা শেয়ার করতে চলে এসেছি। সপ্তাহে একটি কবিতা আমি অনেক দিন থেকেই লিখে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার লেখার সার্থকতা আমি খুঁজে পাই।
@amarbanglablog কমিউনিটিতে না এলে হয়ত নিজের ভেতর থাকা সুপ্ত প্রতিভাগুলোর প্রকাশ কখনোই করা হত না।এজন্য আমি খুব কৃতজ্ঞ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলের কাছে।সবার অনুপ্রেরনা না পেলে নিজের ভেতর থাকা এই প্রতিভা বের করা খুব কঠিন ছিল।সকলের অনুপ্রেরনায় ও ভালোবাসায় আজ নতুন আর একটি কবিতা নিয়ে হাজির হলাম।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।
আমার আজকের লেখা কবিতাটির নাম তোমার খোঁজে। কবিতাটির নামকরন শুনে আপনাদের মনে হচ্ছে কাকে খোঁজার কথা বলছি,তাই না ? আসলে এখানে কোন একজন মানুষের থেকে তার ভালোবাসার মানুষ যখন খুব কাছ থেকে হারিয়ে যায়।তখন পাশের মানুষটি সব জায়গাতে তার প্রিয় মানুষটিকে খুঁজতে থাকে।মনে মনে তার ভাবনাতে সেই মানুষটিকে খুঁজে ফিরে। এমন একজন মানুষের মনের গভীরতাকে নিজের মধ্যে ধারন করে আজকের কবিতাটি লেখার চেষ্টা করেছি।আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতাটি ভালো লাগবে। সত্যি কথা বলতে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি তা আপনারাই ভালো বলতে পারবেন।তবে আর কথা নয় চলুন কবিতাটি পড়ে আসি ---
বেঁচে আছি এ ধরাতে।
খুঁজে ফিরি সেই চেনা মুখ
জনে জনে সবার মাঝে।
হারিয়ে গেছে ভালোবাসা
বিনি সুতোর বাঁধন ছিঁড়ে।
একা একা কাটে জীবন
শুধু তোমার পথ ও চেয়ে।
অজানা সব রয়ে গেলো
অনেক কিছু মনের মাঝে।
তুমি ছাড়া আছি আমি
ছন্দহীন জীবন কাটে।
তোমায় ছাড়া সময়গুলো
রঙহীন বিবর্ণ যেমন
আকাশ কালো মেঘে ঢাকা
জীবনটা আজ এলোমেলো।
মনের আকাশে আছো তুমি
আজও আছো মনের কোঠায়
তোমায় নিয়ে স্বপ্ন আজও
দুচোখেতে আমি সাজাই।
অপেক্ষাতে আজ ও আমি
বসে বসে প্রহর গুনি
আসবে ফিরে তুমি আবার
পাবো যে সুখের হাতছানি।
স্বপ্ন ও কল্পনার মাঝে
বেঁচে আছে হৃদয় আমার।
কল্পনার এই রঙিন শহরে
খুঁজে ফিরি শুধু তোমায়।
সমাপ্ত
আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | SamsungA20 |
লেখা | @shimulakter |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমি শিমুল আক্তার। আমার ইউজার আইডি @shimulakter আমি একজন বাঙালি।বাংলায় লিখতে ও পড়তে পেরে অনেক বেশি ভাল লাগা কাজ করে আমার মধ্যে।গতানুগতিক কোন কাজ ই আমায় টানে না।সব সময় চেষ্টা করি নতুন কিছু করতে।বাংলাকে ভালবেসে "আমার বাংলা ব্লগ" এর সাথে আছি,থাকব আজীবন। অন্যের মতামতের মূল্যায়ন করি।মানুষকে ভালোবাসি,তাই চেষ্টা করি মানুষের উপকার হয় এমন কাজ করতে।
সত্যি বলেছেন আপু আমার বাংলা ব্লগে না আসলে হয়তো আমাদের প্রতিভা গুলো প্রকাশ করতে পারতাম না । এর জন্য দাদাকে অনেক ধন্যবাদ আমাদের প্রতিভা গুলো প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য। সত্যি আপু আপনার কবিতার তুলনা হয়। আপনি অনেক ভালো কবিতা লিখেন আজ ও তার ব্যতিক্রম হয়নি।সত্যিই তো মনের মানুষকে সব সময় খোঁজে বেরানো হয়। আপনার কবিতার প্রতিটি ছন্দ দারুণ ভাবে মিলিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
এক কথায় অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। আসলে আমার বাংলা ব্লগে এখন অনেক দারুন দারুন কবিতা পড়তে পাই। আর আপনি যে কবিতাটি লিখেছেন এ ধরনের কবিতা আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য ।
সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।
বেশ কয়েক সপ্তাহ ধরেই লক্ষ্য করছি আপনি প্রত্যেক সপ্তাহে একটি করে কবিতা পোস্ট করছেন। এটা আপনি ঠিকই বলেছেন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে না আসলে আমাদের ভিতরে সুপ্ত প্রতিভা গুলো কখনোই বিকশিত হতো না। আর আপনার ধারাবাহিকতায় এই সপ্তাহে আপনি তোমার খোঁজে কবিতা লিখেছেন করেছেন। আপনার রচিত কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। কবিতার লাইন কম্বিনেশন গুলো খুবই ভাল ছিল। সব মিলিয়ে অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার কবিতায় যত পড়ি ততই ভালো লাগে। আজকের কবিতাটি অসাধারণ ছিল কবিতার ভাষাগুলো ছিল খুবি ভালো লেগেছে।
আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আপু আপনার তোমার খোঁজে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। খুব সুন্দর ভাবেই আপনি কবিতাটি সাজিয়েছেন। নিজের কাছ থেকে মনের মানুষ হারিয়ে গেলে, মানুষ প্রায় পাগল হয়ে যায়। পাগলের মত এদিক সেদিক ছোটাছুটি করে, এর দিকে ওর দিকে তাকাই। মনের মানুষকে যতক্ষণ পর্যন্ত খুঁজে না পাই ততক্ষণ পর্যন্ত তাঁর মনের মাঝে শান্তি আসে না। ধন্যবাদ আপু।
কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।