আর্ট পোস্ট - 💦 " বাদল দিনের প্রথম কদম ফুল "

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।সবাইকে নতুন আর একটি দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ।

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।বন্ধুরা,আমি @shimulakter আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি "আমার বাংলা ব্লগ" এর একজন অ্যাক্টিভ ইউজার।আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে এমনটা ই আশাকরি।

পোস্টার রঙ দিয়ে কদম ফুলের আর্টঃ


CollageMaker_20249422634394.jpg

IMG_20240904_020332.jpg

20240903_204815.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,প্রতিনিয়ত আমি নানা ধরনের পেইন্টিং শেয়ার করে থাকি।আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে।তাইতো নানান সময়ে নানা রকমের আর্ট আমি করে থাকি।আপনাদের অনুপ্রেরণায় আজ ও নতুন একটি পেইন্টিং আমি শেয়ার করতে চলে এলাম।আমার আজকের পেইন্টিংটি হলো কদম ফুলের পেইন্টিং।আব্বুর শরীর খারাপ তাই মনটা বেশ কদিন ধরে খুব খারাপ।কাল থেকে আজ আব্বু কিছুটা ভালো। মনে কিছুটা স্বস্তি এলো। তাই আজ আর্ট শেয়ার করার শক্তি খুঁজে পেলাম।মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না।বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। না না বাদল দিনের প্রথম কদম ফুল কেউ আমাকে দান করেনি।তবে কদম ফুল ভীষণ ভালো লাগে।তাই চেষ্টা করলাম ফুলটি আঁকার।আশাকরি সঙ্গেই থাকবেন। আসুন আগে দেখে নেই এই পেইন্টিংটি করতে আমার কি কি উপকরন লেগেছিল --

প্রয়োজনীয় উপকরণঃ

১.সাদা কাগজ
২. পোস্টার রঙ
৩.রঙতুলি
৪.পেন্সিল
৫.রাবার

20240903_190047.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20240903_190420.jpg

20240903_190639.jpg

প্রথমে আমি পেন্সিল দিয়ে ফুল ও পাতা এঁকে নিলাম।

ধাপ -- ২


20240903_190827.jpg

20240903_194115.jpg

এরপর আমি অরেঞ্জ কালার দিয়ে মাঝে কালার করে নিলাম।

ধাপ -- ৩


20240903_194526.jpg

20240903_195316.jpg

এবার এক এক করে পাতা গুলো সবুজ রঙ করে নিলাম।

ধাপ -- ৪


20240903_195321.jpg

20240903_195820.jpg

এরপর মাঝের অংশে হলুদ রঙ দিয়ে বিন্দু বিন্দু এঁকে নিলাম।

ধাপ -- ৫


20240903_195813.jpg

20240903_200713.jpg

এবার হলুদ রঙ শুকিয়ে গেলে সাদা রঙ দিয়ে চারপাশে এঁকে নিলাম।এরই মধ্যে আমার কদম ফুল আঁকা শেষ হলো।

ধাপ -- ৬


20240903_201921.jpg

এবার আমি নিজের নামটি লিখে নিলাম। আশাকরি আজকের এই পেইন্টিংটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন আশাকরি।

উপস্থাপনা


IMG_20240904_161647.jpg

20240903_204815.jpg

20240903_200834.jpg

আজ আর নয়।আশাকরি আমার আজকের এই আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


বিষয়আর্ট পোস্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

7AzetLrHVAgHwGYdyYhcd6W1ZFmwPuKeayULXZvV74jWJiYdxcTDg2LhEfugT9XQiehdVjbtAbBU1XdRNXiEF84z5xvEBxaDkrUVjrn3AA...Lme7uHzhBsZNhAwjoPuur37mLpdDUuvdg1BAY5TZSuBhbAxCSvbNMhw31WQJNBoEaz5nQZwwfEzvj2CLYAoyJuR7DiEL6442cdxyPvPjEPk4inCxeffnYMCVXL.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPPPdDaikDZTEEFXUnidvtBfywgYTukrNrdHgJQq2afCHvhBANct5EP644M3wJoEV44X7CHae3x.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

Sort:  
 2 months ago 

আপনি আর্ট করতে পছন্দ করেন জেনে অনেক ভালো লাগলো। আসলে আপু কদম ফুল আমারো অনেক পছন্দ। যাইহোক আপু আপনার কদম ফুল কিন্তু চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

বাদল দিনের প্রথম কদম ফুলের অনেক সুন্দর চিত্র অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। বর্ষার দিনে কদমফুল দেখতে আসলেই অনেক ভালো লাগে। সে জিনিসটা আপনি দারুন ভাবে চিত্র অঙ্কন করার মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন।

 2 months ago 

অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 months ago 
 2 months ago 

বাদলও দিনে কদম ফুলের সৌন্দর্য দেখে হৃদয় জুড়িয়ে যায়। প্রকৃতির সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। আর আপনার আর্ট করা কদমফুল খুবই সুন্দর হয়েছে। দেখতেও চমৎকার লাগছে আপু। অনেক ভালো লাগলো।

 2 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

এই সময়ে কদম ফুলের ঘ্রানে মুখরিত চারপাশ।খুবই চমৎকার একটি চিত্র আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই সুন্দর হয়েছে আপনার করা চিত্রটি।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

কদমফুলের সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে তোলে।আজ আপনি কদম ফুলের সুন্দর একটি আর্ট করেছেন আপু।কদম ফুলের আর্ট করে আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আর্ট করলে আর্ট গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনার আজকের এই আর্টটা খুব সুন্দর লাগছে। দক্ষতার সাথে আপনি পুরোটা সম্পূর্ণ করেছেন বলে পুরোটা অনেক আকর্ষণীয় লাগছে। সত্যি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার আজকের এই আর্ট দেখে। ধন্যবাদ সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

উৎসাহ মূলক মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

বাদল দিনের প্রথম কদমফুলের আর্ট দেখছি বেশ দারুণভাবেই করেছেন। কদম ফুল আমার খুব পছন্দের। আর আপনি আমার এই পছন্দের ফুলের সুন্দর করে আর্ট করেছেন, এটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। তিনটা ফুলে এঁকেছেন, যেন মনে হচ্ছে একসাথে তিনটা ফুল রেখে ফটোগ্রাফি করা হয়েছে। চারপাশে পাতাগুলো আঁকার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। সত্যি খুব সুন্দর ছিল আপনার অংকন করা আর্ট।

 2 months ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.031
BTC 86664.25
ETH 3140.88
USDT 1.00
SBD 2.86