নাটক রিভিউ -- 💕 " তেজপাতা " || আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা,
আছেন কেমন আপনারা??
"আমার বাংলা ব্লগ" এর ভারতীয় ও বাংলাদেশী ভাই ও বোনেরা,আমি@shimulakter,আমি একজন নিয়মিত ইউজার।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।আজ আমি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। বাংলা নাটক আমার খুব ভালো লাগে।আশাকরি আমার আজকের নাটকের রিভিউ পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
নাম | তেজপাতা |
---|---|
পরিচালনা | রুবেল হাসান |
প্রযোজনা | শাহরিয়ার শাকিল |
দৈর্ঘ্য | ৪১ মিনিট |
অভিনয়ে | জিয়াউল ফারুক অপূর্ব,সাবিলা নুর,মনিরা আক্তার মিঠু |
মুক্তির তারিখ | ১৭ ই মে ২০২১ ইং |
ধরন | নাটক |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
আজকের নাটকটির নাম "তেজপাতা"।তেজপাতা মানে হচ্ছে জীবনেটা তেজপাতা।নাটকের প্রথমেই দেখা যাবে কাপ,গ্লাস ভাঙার শব্দে অপুর্বের ঘুম ভাঙ্গে।অপুর্ব দৌড়ে রুমের বাইরে গেলে দেখে সাবিলা নুর অর্থাৎ অপুর্বের ওয়াইফ কাপ ছুঁড়ে ছুঁড়ে ভাঙ্গছেন আর অপুর্বের মা ও ঠিক একই ভাবে গ্লাস ছুঁড়ে ছুঁড়ে ভাঙ্গছেন।তখন অপুর্ব তার মায়ের কাছে জানতে চায়,কি এমন হলো? তখন অপুর্বের মা বলেন,এক কাপ চা চেয়েছি তাই তোর বউ কাপ ভাঙ্গছে।আমিও কি পারিনা,তাই সে নিজেও ভাঙ্গছে।ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে অপুর্বের মাথা ঠিক নেই।তাই অপুর্ব বলে,সে নিজেই চা করে দিবে।এভাবেই নাটকের শুরু হলো।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
অপুর্ব চা করতে করতে আগের সেই দিনগুলোতে ফিরে গেলো।কতো আনন্দেই না ছিল বিয়ের আগের দিনে।মা কতো যত্ন করে তাকে খাওয়াতো। তার বাবা ছেলেবেলা মারা যায়।ঘরের কোন কাজ বা বাইরের কোন কাজ তার মা তাকে করতে বলেনি কখনো।কতোই না আগলে রেখেছে তার মা তাকে।আর আজ বিয়ে করে এই অবস্থা।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
বিয়ের আগে সাবিলা নুর অপুর্বকে অনেক বলেছে, অনেক বুঝিয়েছে। তোমার বাবার অনেক কিছু আছে কিন্তু তোমার পরিচয় কি?? তুমি কি করো? আমার মা - বাবা জানতে চাইলে কি বলবো?? এসব কোন কথাই যেনো অপুর্বের কানে যায় না।অপুর্ব কিছুই করে না। সারাদিন ঘরে বসে থাকে।তার বন্ধুরা ও তাকে কিছু করতে।তার বন্ধুরা সবাই যার যার কাজ নিয়ে আছে।আর একমাত্র অপুর্বের বাবার অনেক টাকা থাকার ফলে সে কিছুই করে না।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
এরপর চা তো হলো। এবার খাওয়ার পালা। সবাই চা পান করছে। এর মাঝে বাজারের কথা উঠে।কে বাজার করবে।অপুর্বের মা বাজারে যাবে না। আর সাবিলা নুর ও বাজারে যাবে না। এই নিয়ে ঝগড়ার এক পর্যায়ে অপুর্ব নিজেই বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে যায়।বন্ধুরা দেখে তো রীতিমতো অবাক।যে মানুষ কখনো কোন কাজ করতো না গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াতো।সে মানুষ আজ বাজারে গেছে। এরপর বাসায় গেলে পরে মাছ নিয়ে চলল ঝামেলা।বউ পছন্দ করে বড় মাছ।আর মা পছন্দ করে ছোট মাছ।এই নিয়ে আবার ঝামেলা।কেউ ই রান্না করবে না।তাই বাধ্য হয়ে অপুর্ব ই রান্না করে।এর মাঝে অপুর্বর দাদির চরিত্রটিও বেশ মজার ছিল।সে কানে শুনে না।আর চোখে সারাদিন সানগ্লাস পরে বসে থাকে।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
এভাবেই নানা রকমের ঝুট ঝামেলা চলতে থাকে এই পরিবারে।অপুর্ব একদম শান্তি পাচ্ছিল না।ঘরের পরিবেশ ঠিক রাখতে নিজেই সব কাজ করে যাচ্ছে।মা আর বউ এর ঝামেলা তাতেও কমে না।বন্ধুদের সাথে আগের মতো আর আড্ডা ও জমে না অপুর্বর।এভাবেই নানা ঝামেলার মধ্যে দিয়ে কাটছে দিন তার।বন্ধুরা বলল তাকে আমরা সবাই কাজ করি। আমাদের সবার একটা পরিচয় আছে।আর তুই সারাদিন বাসায় থাকিস, কোন পরিচয় নেই তোর।তাই এমনটা হচ্ছে।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
অপুর্ব না পাচ্ছিল বউয়ের মন, না মায়ের। তাই জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছিল।তারপরে এমন কি ঘটেছিল যার জন্য অপুর্ব কোন একটা কাজে নিজেকে জড়াবে বলে ঠিক করলো।হ্যাঁ, বন্ধুরা তা জানতে হলে এই নাটকটি আপনাদেরকে দেখতে হবে।দেখলেই বুঝবেন কি এমন ঘটেছিল।আসলে সত্যি বলতে জীবনটাকে আমরা নিজেরাই তেজপাতা করে ফেলি।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
আমার মতামত
নাটকটি প্রথম থেকে দেখতে দেখতে মেজাজ খুব খারাপ হচ্ছিল।শ্বাশুড়ি আর ছেলের বউ এর এমন কেন সম্পর্ক হবে এই ভেবে খারাপ লাগছিলো।পরে সম্পূর্ণ নাটক দেখে ধারনাটা আমার পাল্টে গেলো।অপুর্ব সারাদিন ঘুরে ফিরে বাসায় অলস সময় কাটায়।এটা তো জীবন নয় তাই না! সত্যি কথা বলতে প্রতিটি মানুষের নিজের কাজের পরিচয় থাকা খুব জরুরী। বাবার অনেক কিছু থাকলেই যে নিজের পরিচয়ের দরকার হবে না,এমনটা কিন্তু নয়।তাইতো সাবিলা নুর শ্বাশুড়ির সাথে বুদ্ধি করে এমন সব কাজ করে অপুর্বর জীবনটাকে তেজপাতা করে দিচ্ছিলো।যাতে করে অপুর্ব নিজে কাজ করার জন্য আগ্রহী হয়ে উঠে। এভাবেই বউ আর মা মিলে ছেলেকে সঠিকপথে আনতে সক্ষম হলো।প্রথম দিকে নাটকটি দেখে খারাপ লাগলেও পরে খুব ভালো লেগেছে। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
রেটিং
পরিচালনা | ৯ |
---|---|
কাহিনী | ৯ |
অভিনয় | ৯ |
বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি ৷ আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে ৷ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷ আবার কথা হবে পরবর্তী ব্লগে ৷ আজ এখানেই বিদায় ৷ সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এই নাটকটি আমি অনেকদিন আগে দেখেছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছিল। অপূর্ব আমার খুবই প্রিয় অভিনয়শিল্পী। আর সাবিলা নূর অপূর্বের জুটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। দারুন একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
অনেক ধন্যবাদ আপু আপনাকেও।
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ ছিল তো। অপূর্ব অনেক আগের নাটক ছিল এটি। আসলেই এভাবে ঘুরে ফিরে অলস ভাবে দিন কাটানো তো যায় না। নিজের কাজের একটা পরিচয় থাকা দরকার। বাবার অনেক কিছু থাকলে নিজের পরিচয় এর দরকার হবে না এটা তো কোন কথা নেই। এজন্যই সাবিলা নূর এবং তার শাশুড়ি বুদ্ধি করে অপূর্বের জীবন তেজপাতা করে দিয়েছিল, যেন সে নিজে কিছু করতে পারে। অনেক বেশি ভালো লেগেছে নাটকটার রিভিউ পোস্ট।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপু এই নাটকের নামটা পড়ে খুব হাসি পেয়েছিল। মাঝেমধ্যে আমরা বলে থাকি জীবনটা তেজপাতা হয়ে গেল। এই নাটকের মধ্যে বড় একটা শিক্ষা আছে বাপের কোটি কোটি টাকা থাকলেও নিজের একটা পরিচয় থাকা দরকার আছে। বাবার আছে বলে যে নিজে কিছু করতে হবে না এমন কোন কথা নয়। নিজে বুক খুলে বলতে হবে যে আমার একটা কর্ম আছে। দারুন একটি নাটকের শেয়ার করেছেন আপু ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাইয়া।
তেজপাতা নাটকটা আমার অনেকদিন আগে দেখা হয়েছিল। আসলে অপূর্বের নাটক গুলো দেখতে খুব ভালো লাগে আমার কাছে, তাই বেশিরভাগ সময় আগে ওর নাটক গুলো দেখতাম। অনেকদিন পরে এই নাটকটা দেখলাম আপনার রিভিউ পোষ্টের মাধ্যমে। খুব ভালো লেগেছে আপনার করা এই রিভিউ পোস্টটা আমার কাছে। আসলে এটা কিন্তু সত্যি বাবার কাছে কিছু থাকলে যে নিজের পরিচয় দেওয়া হবে না এটা কোন কথা নয়। নিজের পরিচয় নিজেকেই গড়িয়ে তোলা উচিত। খুব ভালো লাগলো সম্পূর্ণটা।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Twitter link
বাহ খুব সুন্দর নাটক আমাদের মাঝে রিভিউ করেছেন। নাটকটি আমি দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে অপূর্ব নাটক গুলা আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে নাটকের সংলাপ এবং দৃশ্যপট খুবই অসাধারণ। এত সুন্দর নাটক আমাদের মাঝে রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনার রিভিউ করা নাটক তেজপাতা হয়তো আমি আজ পর্যন্ত দেখিনি কিন্তু আপনি যে সুন্দর করে উপস্থাপন করেছেন রিভিউটা তা পড়ে বুঝতে পারলাম। হয়তো অনেক ভালোলাগার একটি নাটক ছিল এটা। তবে বলতে পারি অপূর্ব নাটকগুলো কিন্তু খুবই রোমান্টিক হয়ে থাকে। আশা করি পরবর্তীতে আমি দেখার চেষ্টা করব।
জিয়াউল ফারুক অপূর্ব এর নাটকগুলো খুবই অসাধারণ মানের হয়ে থাকে। তেজপাতা নাটকের রিভিউ পড়ে নাটকটি দেখার প্রতি আমার খুবই আকর্ষণ বৃদ্ধি হয়ে গেল। নিশ্চয়ই নাটকটি দেখে নাটকের আসল আনন্দটুকু উপভোগ করার চেষ্টা করবো। চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।