আর্ট পোস্ট -- 💦 " একটি রঙিন জ্যামিতিক আর্ট " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

প্রতিদিনের মতো আমি শিমুল আক্তার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আজ দ্বিতীয় বারের মতো একটি রঙিন জ্যামিতিক আর্ট নিয়ে হাজির হয়েছি।জানি না কতেটা কেমন হলো। তবে আপনাদের অনুপ্রেরণায় সামনের দিনগুলোতে আরো চেষ্টা করবো আশাকরি।

একটি রঙিন জ্যামিতিক আর্টঃ


CollageMaker_2023877165321.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

বন্ধুরা,আর্ট করতে ভালো লাগলেও এরজন্য আসলে সময়ের দরকার হয়।আর আমার মতো দুষ্ট একটা ছেলে যদি আপনার ঘরে থাকে তবে সময় দিলেও আপনার খুব কষ্ট হবে আঁকাআঁকির কাজটি করতে।যাক সে কথা আর নাই না বলি।কাল রাতে ছেলেকে পড়তে বসিয়ে আঁকছিলাম।কিন্তু ছেলে আমার পড়া রেখে আমার আর্ট করা দেখছিলো।একবার ভেবেছি তুলে রাখি পরে করবো।কিন্তু আমার মাথায় একটা ভুত আছে যখন যে কাজটা নেই তা শেষ না করে উঠা আমার স্বভাবে নেই।তাইতো আঁকা শেষ করার সাথে সাথে পড়াতে হয়েছে বার বার বলতে হয়েছে নীচে পড়ার দিকে চোখ দাও।কি যে এক যন্ত্রনা,কি আর বলবো বলেন।মন খুলে কিছু করাও যায় না।এজন্য ছেলেকে স্কুলে দিয়ে নাস্তা সব রেডি করে ওই সময়টাতে আমি আঁকার কাজটি করি।চলুন,এবার দেখে নেই এই রঙিন জ্যামিতিক আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছেঃ

প্রয়োজনীয় উপকরণঃ



১.সাদা কাগজ
২.পেন্সিল
৩ স্কেল
৪.সাইন পেন তিন কালার
৫.রাবার


20230806_203151.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20230806_203203.jpg

20230806_203305.jpg

প্রথমে চার কোনা একটি ঘর এঁকে নেবো।এরপর মধ্যে আরো চারটি ঘর এঁকে নিলাম।

ধাপ -- ২


20230806_204014.jpg

20230806_204244.jpg

এরপর কোনাকুনি করে দুই কোনায় দাগ দিয়ে নিলাম।এরপর মাঝের বিন্দু থেকে এক ইঞ্চি করে করে প্রতিটি দাগের উপর বিন্দু এঁকে নিলাম।

ধাপ -- ৩


20230806_205113.jpg

এবার বিন্দু থেকে কোনায় কোনায় দাগ দিয়ে মিলিয়ে দিলাম।

ধাপ -- ৪


BeautyPlus_20230806205329948_save.jpg

BeautyPlus_20230806210207741_save.jpg

BeautyPlus_20230806210319922_save.jpg

আঁকা তো শেষ হলো।এবার আমি আমার ইচ্ছে মতো কালার করবো।আমি বাইরের অংশটাতে আগে কালার করে নিলাম।

ধাপ -- ৫


BeautyPlus_20230806211052399_save.jpg

BeautyPlus_20230806211438887_save.jpg

এরপর ভেতরেও কালার করে নিলাম।

ধাপ --৬


BeautyPlus_20230806211635797_save.jpg

BeautyPlus_20230806211653744_save.jpg

BeautyPlus_20230806211727384_save.jpg

এরপর নিজের নামটি লিখে নিলাম।

উপস্থাপনাঃ


CollageMaker_202386213414637.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

পোস্ট বিবরন


বিষয়আর্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা, বাংলাদেশ

আজ আর নয়। আশাকরি আমার জ্যামিতিক আর্টটি আপনাদের কাছে খুব ভাল লেগেছে।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (1).png

Sort:  
 last year 

চমৎকার একটি রঙিন জ্যামিতিক আর্ট করেছেন যা দেখতে খুবই সুন্দর হয়েছে।আজকে আমিও এরকম একটি জ্যামিতিক আর্ট করতে চেয়েছিলাম কিন্তু করতে সময় পাইনি।

 last year 

আপনার আর্ট দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ ভাইয়া।

 last year 

ওয়াও অসাধারন আপনি খুব চমৎকারভাবে একটি রঙিন জ্যামিতিক আর্ট করেছেন। পেন্সিল এবং সাইন পেন দিয়ে খুব চমৎকার জ্যামিতিক আর্ট তৈরি করেছেন। তবে আপনার জ্যামিতিক আর্ট তৈরি দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আপনার জ্যামিতিক আর্ট দেখে শিখতে পারলাম। আশা করি সময় পেলে সামনে এভাবে জ্যামিতিক আর্ট তৈরি করার চেষ্টা করব। অনেক সুন্দর করে রঙিন জ্যামিতিক আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি দারুন সুন্দর করে একটি জ্যামিতিক আর্ট তৈরি করেছেন। আপনার এই তৈরি আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই আর্ট তৈরির প্রতিটা ধাপ আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু বাচ্চারা এমনি শুধু জ্বালায়, পড়াতে বসে কিছু করার উপায় নেই। পড়া বাদে সেটা নিয়ে পড়ে থাকে। যাইহোক আপু বাচ্চারা তো আর কি করার।আপনার জ্যামিতিক আর্ট চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

ওয়াও আপু আপনি আজ আমাদের মাঝে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন সেটি হচ্ছে,একটি রঙিন জ্যামিতিক আর্ট, আট পোস্ট করতে এবং দেখতে অনেক ভালো লাগে আমার। কিন্তু দুঃখের বিষয় টুকিটাকি কাজের মধ্যে তেমন একটা আর্ট করতে পারছে না। আপনার আর্ট অসাধারণ ছিল প্রতিটি ধাপ চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 
 last year 

আপু জ্যামিতি স্কুলে থাকতে বেশ ভাল লাগতো তবে অনেকটা সময় ব্যায় করতে হতো এর পেছনে আপনার অংকন টা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি তিন কালারের সাইন পেন একটি রঙিন জ্যামিতিক আর্ট করেছেন। আপনার জ্যামিতিক আর্ট একদম ভিন্ন রকম হয়েছে। তবে কোন কাজ অসম্পূর্ণ রাখে আমারও উঠতে মন চায় না। আপনার ছেলেকে পড়াতে বসে খুব চমৎকার রঙিন জ্যামিতিক আর্ট করেছেন। অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন জ্যামিতিক আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

বাচ্চারা থাকলে কাজ করতে একটু কষ্ট হয় বটেই। যাইহোক জ্যামিতি আর্ট গুলো আমার একটু বেশি পছন্দ। জ্যামিতিকভাবে আর্ট গুলো সম্পন্ন করলে দেখতে বেশ ভালো লাগে।

 last year 

জি আপু, ধন্যবাদ আপনাকে।

 last year 

খুব সুন্দর একটি জ্যামিতিক আর্ট করেছেন এরকম আর্টগুলো করতে খুবই সময় নিয়ে এবং নিখুত ভাবে করতে হয়। আপনার আর্টিট আমার অনেক পছন্দ হয়েছে ।আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67388.31
ETH 3311.98
USDT 1.00
SBD 2.74