DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 রঙিন কাগজ দিয়ে একটি খামের অরিগামি || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম


প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার


কেমন আছেন সবাই ??

আমি @shimulakter

"আমার বাংলা ব্লগ "এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

বর্ষাকাল অথচ বর্ষার দেখা নেই।চারিদিকে গরমের উত্তাপ।আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে।কোথাও স্বস্তি মিলছে না।আর ডেঙ্গু তো মহামারী আকার ধারণ করেই আছে।কেউ টেনশনমুক্ত থাকবেন তা চাইলেও পারা যাচ্ছেনা।তবে সবাই যে যার জায়গা থেকে সচেতন থাকবেন এমনটাই আশাকরি।

বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি খামের অরিগামিঃ


CollageMaker_20237293195279.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

বন্ধুরা,রঙিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু বানাতে।আর আপনাদের মাঝে শেয়ার করতে।আজ তাই আমি রঙিন কাগজের একটি খাম করে আপনাদের মাঝে হাজির হলাম।এই খাম কিন্তু আমাদের অনেক কাজেই লাগে।বাড়ির বাইরে তো এই খামের অনেক গুরুত্ব ই আছে।আমরা যারা ঘরে থাকি তাদের ও অনেক কাজে এই খাম লাগতে পারে।আমরা বাড়িতে যারা থাকি তারা বাড়ির প্রাইভেট টিউটরদের হাতে স্যালারিটা না দিয়ে এমন খাম করে দিলে আমাদের যেমন ভালো লাগবে তাদের মধ্যে ও খুব ভালো লাগা কাজ করবে।এরপর বাড়িতে আমাদের সাহায্যকারী খালা আছেন,তাদেরকে আমরা এভাবে তাদের স্যালারিটা দিতে পারি।তাতে আনন্দ আর ভালো লাগা দুটোই থাকবে।তবে চলুন এই খাম করতে কি কি উপকরন লেগেছে তা দেখে নেই।

প্রয়োজনীয় উপকরনঃ


১. রঙিন কাগজ
২. গ্লু

20230728_201855.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20230728_201958.jpg

20230728_202046.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে কোনাকুনি করে দুই পাশে ভাঁজ করে নিলাম।এরপর এক কোনার মাথাটি ভেঙ্গে নিলাম।

ধাপ-২


BeautyPlus_20230728202310337_save.jpg

BeautyPlus_20230728202330972_save.jpg

এরপর দুই পাশের দুই কোনা ছবির মতো ভাঁজ করে নিলাম।

ধাপ-৩


20230728_202523.jpg

BeautyPlus_20230728202740755_save.jpg

BeautyPlus_20230728202931472_save.jpg

BeautyPlus_20230728202911119_save.jpg

BeautyPlus_20230728202808801_save.jpg

এবার কাগজটি খুলে ছবির মতো করে ছোট ছোট ভাঁজ করে নিলাম।

ধাপ-৪


20230728_204108.jpg

20230728_204120.jpg

20230728_204728.jpg

20230728_204956.jpg

এবার মাঝ বরাবর গ্লু লাগিয়ে আটকে নিলাম।আর দুপাশে গ্লু দিয়ে ও আটকে নিলাম।

ধাপ-৫


20230728_205207.jpg

BeautyPlus_20230728205303738_save.jpg

BeautyPlus_20230728205311289_save.jpg

এবার ছবির মতো করে ভাঁজ করে নিলাম।

ধাপ-৬


BeautyPlus_20230728205349451_save.jpg

20230728_205532.jpg

এবার কাগজ খুলে ছবির মতো করে ভাঁজ করে নিলাম।

ধাপ-৭


20230728_205644.jpg

BeautyPlus_20230728210026950_save.jpg

BeautyPlus_20230728210156592_save.jpg

এরপর দুপাশে গ্লু লাগিয়ে আটকে নিলাম। এভাবেই আমার খাম বানানো শেষ হলো।কি বন্ধুরা, কেমন লাগলো আমার বানানো খামটি??

উপস্থাপন


IMG_20230728_213307.jpg


পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ



আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে বানানো খামের অরিগামিটি আপনাদের কাছে ভাল লেগেছে।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে আবার হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


আমার পরিচয়



আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 last year 
 last year 

আপনার আইডিয়াটা দারুন। ঠিকই বলেছেন বাড়িতে সাহায্যকারী খালা এবং শিক্ষকদের হাতে সেলারি গুলো এমনিতে না দিয়ে খামের ভিতর দিলে দেখতে খুবই সুন্দর দেখায়। আপনার তৈরি করা খামটি দেখতে খুব সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি খাম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 last year 

ও আসলে আগেকার দিনে খামের প্রয়োজন ছিল বেশি ।কারণ তখন চিঠি আদান প্রদান করা হতো এক জায়গা থেকে অন্য জায়গায়। পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছেন। তবে খামটি খুব সুন্দর ভাবে আপনি বানিয়ে দেখিয়েছেন আমাদের মাঝে অনেক ভালো লাগলো দেখে ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজের তৈরি যেকোনো জিনিস দেখতে ভালো লাগে।আপনার খামের অরিগামির কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল।আপনি অরিগামি তৈরির ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।তাছাড়া এই অরিগামিগুলো তৈরি করতে অনেকটা সময় এবং ধৈর্য্যর প্রয়োজন হয়।কেননা একটু ভুল হলেই পুরোটা নষ্ট হয়ে যায়।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপু।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি খামের একটি অরিগ্যামি বানিয়েছেন আপনি আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন তো চিঠির যুগ নাই। তাহলে এ খামে ডাক টিকিট লাগিয়ে দিব্যি চিঠি পাঠানো যেতো। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আগে যখন চিঠির প্রচলন ছিলো তখন নতুন নতুন ডিজাইনের চিঠির খাম দেখা যেতো। এখন আর তা দেখা যায় না। তবে বেশ সুন্দর করে ধাপে ধাপে চিঠির খাম তৈরির পদ্ধতিটি শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ সুন্দর ডাই শেয়ার করার জন্য।

 last year 

আপু আপনাকেও ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ দিয়ে একটি খামের অরিগামি তৈরি করেছেন।খুবই অসাধারণ লাগছে।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর খামের অরিগামি করেছেন। রঙিন কাগজের এসব অরিগ্যামিগুলো আমার অনেক ভালো লাগে। আজকের টাও খুবই ভালো লেগেছে আপু। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনার জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল।

 last year 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে ও।

 last year 

আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর করে খাম তৈরি করেছেন যা দেখতে বেশ সুন্দর লাগছে। এবং প্রত্যেকটা ধাপ খুবই সহজভাবে উপস্থাপন করেছেন যে কেউ চাইলে খুব সহজেই তৈরি করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি ডাইপোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56784.71
ETH 2392.67
USDT 1.00
SBD 2.27