জেনারেল রাইটিং -- 💜 " সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,বাইরে চলছে প্রচন্ড তাপদাহ।বাইরের দিকে তাকানোই যায় না।এখন দরকার ঝুম দেয়া বৃষ্টির।কিন্তু বৃষ্টির তো দেখা পাওয়াই যাচ্ছে না।তাইতো প্রচন্ড তাপদাহে জনজীবন আজ অতীষ্ঠ।এই গরমে খুব দরকার ছাড়া বাইরে না যাওয়াই ভালো। এ সময় প্রচুর পরিমানে স্বাভাবিক পানি পান করা সকলের উচিত। বাইরের খাবার,প্রচুর মসলাযুক্ত খাবার না খাওয়াই ভালো।সবার সুস্থতা কামনা করে আজকের পোস্ট লেখা শুরু করছি।

প্রতিদিনের মত আমি শিমুল আক্তার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।

সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাসঃ


prayer-1308663_1280.jpg

সোর্স

আজকের পোস্টের টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমার আজকের লেখার বিষয়টি হলো সম্পর্কের ভিত্তি হলো একমাত্র 'বিশ্বাস''বিশ্বাস' শব্দটি অনেক ছোট হলেও এর গভীরতা অনেক।বিশ্বাসের উপরই সবকিছু টিকে আছে।সমাজ,সংসার সবকিছুই এই বিশ্বাসকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে।আমাদের ইসলাম ধর্মে ও ঈমানের প্রথম স্তম্ভ হচ্ছে এই 'বিশ্বাস'।

believe-1045036_1280.jpg

সোর্স

যেকোনো কাজ কিংবা সম্পর্কে বিশ্বাস থাকাটা জরুরী।সমাজ বলেন কিংবা সংসার বলেন বিশ্বাস ছাড়া একটি পা ও এগোনো যায় না।বিশ্বাস করে কেউ হয়তো ঠকেছে।তাই হয়তো তার কাছে বিশ্বাসের জায়গাটা আজ আর নেই।তবে এটাও সত্যি বিশ্বাস ভেঙ্গে গেলে আবার যে বিশ্বাস করা যাবে না এমনটিও নয়।সমাজে চলতে গেলে বিশ্বাস করেই চলতে হবে।

believe-2464225_1280.jpg

সোর্স

বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ মানুষকে একদমই বিশ্বাস করতে পারছেনা।আমরা মানুষরাই সেই বিশ্বাসের জায়গাটে দারুনভাবে নড়বড়ে করে ফেলেছি নিজেদের কর্মকান্ড দিয়ে।তবে এটা সত্যি বিশ্বাস খুব মূল্যবান একটি শব্দ।এই বিশ্বাসটাকে ধরে রাখা আমাদের মানবিক গুনাবলীর একটি।মানুষ একবার বিশ্বাস করে ঠকেছে বলে বরবার ঠকবে এমনটিও নয়।নিজের উপর পুরো বিশ্বাস রেখে আমাদের এগিয়ে যেতে হবে।তবেই আমাদের জীবনে সফলতা আসবে।

সম্পর্কের ক্ষেত্রে যদি বলি তবে আমরা দেখতে পাই সামান্য কিছু কথা, ভুল বুঝাবুঝিতে দুজন মানুষের সম্পর্কে বিশ্বাসটা উঠে যাচ্ছে।আর এতে করে দুজন মানুষের সম্পর্কের ফাটল ধরছে।আমার মনে হয় সম্পর্কের বিষয়ে আমাদের একটু বেশী যত্নশীল হওয়া জরুরী।সব সম্পর্কের মাঝেই ভুল বোঝাবুঝি আছে। তবে তাই বলে ভুল বোঝাবুঝি করে নিজেদের বিশ্বাসের জায়গাটা ভেঙ্গে ফেলা উচিত নয়।সম্পর্কে দুজন দুজনের কাছে বিশ্বাসের জায়গাটা যদি অটুট রাখা যায়। তবে শত ভুল বোঝাবুঝিতেও সম্পর্ক ঠিকই অটুট থাকে।

পৃথিবীর মূল্যবান শব্দটি হচ্ছে বিশ্বাস।সৃষ্টির সেই শুরু থেকেই মানবজাতি আল্লাহকে না দেখেই তাঁর প্রতি বিশ্বাস এনে সেই আল্লাহর ইবাদতে মশগুল আছে।আর থাকবেও।আমাদের সকলের উচিত বিশ্ব,সমাজ,সংসারে বিশ্বাসের জায়গাটাকে শক্ত করে গড়ে তোলা।তবেই সমাজ,সংসারে যেকোনো সম্পর্ক অনেকবেশি দীর্ঘস্থায়ী হবে।

আজ এখানেই ইতি টানলাম।আবার কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

পোস্ট বিবরন


শ্রেনিজেনারেল রাইটিং
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

🎀 ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 last year 

একটা মানুষ যদি অন্য একটা মানুষকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে, তখন সেই মানুষটা যদি এই মানুষটার বিশ্বাস নিয়ে খেলা করে, তখন সত্যি অনেক বেশি কষ্ট লাগে। এরপর থেকে এই মানুষটা অন্য কাউকে আর বিশ্বাস করতে চায় না, কারণ অন্যকেও যে তার বিশ্বাস নিয়ে খেলা করবে না তার কোন গ্যারান্টি নেই। আবার এটাও সত্যি যে একটা মানুষকে একবার বিশ্বাস করে ঠকেছে, আবার অন্য কাউকে বিশ্বাস করে ঠকবে এরকমটাও নয়। বিশ্বাস আমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। অন্যের বিশ্বাস নিয়ে খেলা করা একেবারেই সঠিক নয়। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।

 last year 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

মানুষ এখন আর মানুষকে তেমন বিশ্বাস করতে চায় না, কারন মানুষকে বিশ্বাস করলেই ক্ষতি করে বসে। যাই হোক পৃথিবীতে এখনো ভালো মানুষ রয়েছে যাদের বিশ্বাস করা যায় এবং তারা মানুষকে সহযোগীতা করে থাকে। এই কিছু সংখ্যক মানুষ রয়েছে বিধায় পৃথিবীটা এখনো সুন্দর। ভালো লিখনী ছিল 👌

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

কোন সম্পর্কের মাঝে যখন অবিশ্বাস নামক শব্দটি প্রবেশ করে তখন সেই সম্পর্কের মাঝে ফাটল ধরে। আর অবিশ্বাসের কালো ছায়া তখন সম্পর্কটাকে গ্রাস করে নেয়। আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

প্রত্যেকটা কাজে বিশ্বাস থাকাটা অত্যন্ত জরুরী। একটা মানুষ বিশ্বাস করে হয়তো একবার ঠকেছে, কিন্তু সে যে পরবর্তীতে ঢুকবে না তার কোন বিশ্বাস নেই। একটা সমাজ এবং সংসার দুটোর জন্যই বিশ্বাস থাকা দরকার। এটা কিন্তু ঠিকই বলেছেন সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস। আসলেই বিশ্বাস শব্দটা ছোট হলেও এর গুরুত্ব এবং গভীরতা অনেক বেশি। খুবই সুন্দর একটা টপিক নিয়ে আজকের পোস্ট লিখেছেন। আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

এজন্যই কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।।
যাকে ভালোবাসো তাকে বিশ্বাস করো এবং ছেড়ে দাও সে যদি তোমার হয়ে অবশ্যই তোমাকে ছেড়ে কখনো দূরে যাবে না।
আর সে যদি অন্যের ভুক্তভোগী হয় তাহলে সে তোমার কখনোই ছিল না।।
অনেক সুন্দর এবং মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

 last year 

পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 last year 
 last year 

আপু আপনি খুবই ভালো একটি কথা লিখেছেন। সম্পর্ক অন্যতম হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোন সম্পর্ক টিকে না। যেখানে বিশ্বাসই থাকে না সেখানে সম্পর্কের কোন কোথায় থাকে না। তবে বর্তমানে যে অবস্থা তাতে মানুষের মধ্যে বিশ্বাসটা টিকে রাখাটা অনেক কঠিন হয়ে পড়েছে। আর যার জন্য মানুষের মধ্যে বিশাল এক অনাস্থা তৈরি হয়েছে। তবে যেখানে বিশ্বাস নাই সেখানে ভালবাসাও নাই। অনেক ভালো লিখেছেন আপু পড়ে ভালো রইলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

পোস্টটি পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

খুবই চমৎকার বিষয় আজকে আপনি উপস্থাপন করেছেন। আসলে পৃথিবীর সব কিছু সম্পর্ক এবং বিশ্বাস উপর নির্ভরশীল। বিশ্বাস হচ্ছে অদৃশ্য শক্তি বিশ্বাস না থাকলে কোন কিছুই করা সম্ভব হয় না। বর্তমানে কেউ কাউকে বিশ্বাস করতে চাই না। কোন কিছু সম্পর্ক স্থাপনের মূলে থাকে বিশ্বাস‌। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আমার শেয়ার করা পোস্টটি পড়ে সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও।

 last year 

বাহ অনেক সুন্দর লেখেন তো আপনি। আসলে সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাসী যদি নাই থাকে তাহলে সম্পর্ক টিকবে কি করি। তখন তো সন্দেহের করল গ্রাসে সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়। তাই বিশ্বাস রেখে সম্পর্ককে মজবুত করে তুলতে হবে।

 last year 

ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61766.31
ETH 2428.16
USDT 1.00
SBD 2.64