আর্ট পোস্ট -- 💦 " একটি মেহেদি ডিজাইন আর্ট " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম


শুভ দুপুর সবাইকে


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।সত্যি কথা বলতে কাজ সময়মতো না করা হলে আসলে ভালো থাকাটা ঠিক মতো হয়ে উঠে না।আজ একটি আর্ট পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি আর্ট পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।

একটি মেহেদি ডিজাইন আর্টঃ


CollageMaker_2023121912148476.jpg

photocollage_20231219111253192.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

কোন কাজ আসলে যেমন সহজ নয়।আবার সবকাজ কিন্তু কঠিনও নয়।কঠিন কাজগুলো নিয়মিত চর্চা করলে সহজ হয়ে উঠে।তাই আমিও চেষ্টা করে যাচ্ছি নিজের সৃজনশীলতাকে ফুটিয়ে তোলার।সেই প্রচেষ্টায় আজ আমি একটি মেহেদি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে।তবে আমি আমার চেষ্টা চালিয়েই যাবো। আজ এই মেহেদি আর্ট পোস্টটি করতে আমার কি কি উপকরন লেগেছে চলুন আগে দেখে নেই।

প্রয়োজনীয় উপকরণঃ

১.সাদা কাগজ
২.পেন্সিল
৩.রাবার

20231219_094829.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20231219_100627.jpg

20231219_100740.jpg

প্রথমে একটি দাগ কেটে নিলাম। এরপর নীচে একটি ফুল আঁকার চেষ্টা করলাম।

ধাপ -- ২


20231219_101106.jpg

20231219_101506.jpg

ফুল এঁকে পেন্সিলের শেড দিয়ে নীচে আর একটি ডিজাইন এঁকে নিলাম।

ধাপ -- ৩


20231219_101807.jpg

20231219_101911.jpg

ফুল এঁকে শেড দিয়ে দিলাম।

ধাপ -- ৪


20231219_102206.jpg

20231219_102324.jpg

এরপর পাতা এঁকে নিলাম।পাতা এঁকে নিয়ে পেন্সিলের শেড দিয়ে দিলাম।

ধাপ -- ৫


20231219_102439.jpg

20231219_102547.jpg

20231219_102817.jpg

এবার নীচে বড় একটি পাতা এঁকে পেন্সিলের শেড দিয়ে দিলাম।

ধাপ -- ৬


20231219_103416.jpg

20231219_103803.jpg

এরপর আমি পাতায় পেন্সিলের শেড দিয়ে দিলাম। এরপর বাকি গুলো ও এঁকে আঁকা শেষ করলাম।

ধাপ -- ৭


20231219_104105.jpg

20231219_104157.jpg

এরপর মেহেদি ডিজাইনের নীচে আমি আমার নামটি লিখে নিলাম।

উপস্থাপনা


CollageMaker_20231219123217866.jpg

photocollage_20231219111253192.jpg

পোস্ট বিবরন


বিষয়আর্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা, বাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (4).png

Sort:  
 7 months ago 

সময়ের কাজ সময় না করলে পরবর্তীতে সেই সময়ের মধ্যে কোন কাজ সম্পন্ন করাটা খুব কঠিন হয়ে পড়ে। তাই সব সময় সময়ের কাজ সময় করা উচিত। আপনি খুব চমৎকার একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। আপনাদের আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনাদের অনুপ্রেরণায় আবার নতুন কোন মেহেদি ডিজাইন শেয়ার করবো ইনশা আল্লাহ। ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

আপু আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর মেহেদির ডিজাইন আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ডিজাইন মেহেদি দিয়ে হাতে পড়লে দেখতে খুবই সুন্দর লাগে। সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইন করেছেন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 7 months ago (edited)

আপু আপনি কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট করে আমাদেরকে উৎসাহিত করে থাকেন। নিজের পোস্টে ভিন্নতা আনার জন্য এরকম মাঝে মাঝে ভিন্ন ধরনের পোস্ট করা আমাদের প্রত্যেকেরই উচিত। বেশ দারুণ করে আজকে আপনি মেহেদি ডিজাইনটি করে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 7 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 7 months ago 
 7 months ago 

দারুন একটি মেহেদি ডিজাইন আর্ট অঙ্কন করেছেন যেখানে ফুলের দৃশ্যটা এই ডিজাইনে সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনার চমৎকার আর্ট করার দক্ষতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

মেহেদি ডিজাইন আর্ট দেখতে একটু বেশিই সুন্দর লাগতেছে আপু। সম্পুর্ন নতুন একটি মেহেদি ডিজাইন আর্ট করেছেন। যারা মেহেদী দিতে পছন্দ করে। তারা দেখে দেখে হাতে মধ্যে দিতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 7 months ago 

আমি নিজেই পছন্দ করি মেহেদি হাতে পরতে।তবে সময় হয় না। তাই দেয়া হয় না সব সময়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 7 months ago 

পেন্সিল ব্যবহার করে অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন এর আর্ট করেছেন আপনি। আপনার করা এই আর্ট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এরকম ভাবে মেহেদির ডিজাইন হাতের মধ্যে অংকন করলে, আরো বেশি ভালো লাগে দেখতে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে পুরো আর্ট করেছেন যা দেখেই বুঝতে পারছি। সম্পূর্ণটা এত সুন্দর করে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো। যেকেউ চাইলে এটা অঙ্কন করতে পারবে।

 7 months ago 

সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

বাহ্ আপু আপনি সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন,যেটা দেখে খুবই ভালো লাগলো।আর্ট এর ধাপগুলো অনুসরণ করে যে কেউ সহজেই আর্ট টি সম্পন্ন করতে পারবেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 7 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 7 months ago 

অনেক সুন্দর একটি মেহেদী ডিজাইনের আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই মেহেদি ডিজাইনের আর্টে ফুলের চিত্র অঙ্কন করে দেওয়া এবং পাতার চিত্র অঙ্কন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি মেহেদী ডিজাইনের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44