Diy পোস্ট --- ❣️ " একটি কাগজের ওয়ালমেট " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী

প্রিয় বন্ধুরা,


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি টিস্যু দিয়ে একটি ফুল করেছি।তাই শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

কাগজের একটি ওয়ালমেটঃ


CollageMaker_20238822575830.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png

বন্ধুরা,আমি সব সময় নতুন কিছু করতে ভীষন পছন্দ করি।একঘেয়েমি কোনকিছুই আমার ভালো লাগে না।সবকিছুতে তাই একটু নতুনত্ব,একটু আলাদা কিছু সব সময়ই আমার চেষ্টাতে থাকে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু করার। আর তারই ধারাবাহিকতায় আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আমি আজ কাগজ দিয়ে একটি ডাই পোস্ট ওয়ালমেট শেয়ার করতে যাচ্ছি।আশাকরি আমার ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লাগবে।প্রতিনিয়ত এই চেষ্টা আমাকে অনেক কিছুই শিখিয়েছে।তবে চলুন,দেখে নেয়া যাক এই ওয়ালমেটটি করতে আমার কি কি উপকরন লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ

১. কাগজ দুই রকমের
২.গ্লু
৩. কাঁচি

20230808_172808.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20230808_173117.jpg

20230808_173331.jpg

20230808_174828.jpg

প্রথমে সাদা কাগজ মাঝ বরাবর কেটে হাত দিয়ে পেঁচিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।


ধাপ-২


20230808_175058.jpg

এরপর মাঝ বরাবর কেটে নিয়েছি।

ধাপ-৩


20230808_175420.jpg

20230808_175432.jpg

20230808_180536.jpg

ছবির মতো করে এবার আমি গ্লু দিয়ে আটকে নেবো।

ধাপ-৪


20230808_180911.jpg

20230808_180946.jpg

20230808_181050.jpg

সাদা কাগজকে চারকোনা করে কেটে নিয়েছি।এরপর ছবির মতো করে ভাঁজ দিয়ে নিলাম।

ধাপ-৫


20230808_181143.jpg

20230808_181739.jpg

এবার সব কাগজগুলো ভাঁজ করে মাথার দিকটা কেটে নিয়েছি।

ধাপ-৬


20230808_181821.jpg

20230808_182325.jpg

সবগুলো কাগজকে আমি এভাবে ফুল করে নিলাম।

ধাপ-৭


20230808_182708.jpg

20230808_182758.jpg

20230808_183059.jpg

এবার লাল কাগজটিকে চিকন করে কেটে পেঁচিয়ে নিয়ে ফুলের মাঝে গ্লু দিয়ে লাগিয়ে দিলাম।

ধাপ-৮


20230808_183141.jpg

20230808_185216.jpg

20230808_190648.jpg

এরপর গ্লু দিয়ে ফুলগুলো লাগিয়ে নিলাম।

ধাপ-৯


20230808_184729.jpg

20230808_184124.jpg

20230808_185030.jpg

এবার দুই মাপ করে দুই রকমের কাগজ লাভ শেপ দিয়ে কেটে নিলাম।

ধাপ-১০


20230808_191940.jpg

20230808_220231.jpg

এবার সবশেষে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।এভাবেই আমার করা ওয়ালমেটটি আমি ওয়ালে টানিয়ে দিলাম।

উপস্থাপনাঃ


CollageMaker_2023890588300.jpg

CollageMaker_2023898555350.jpg

আজ আর নয়। ওয়ালমেটটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (1).png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 last year 

কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। যদি ও এগুলো তৈরি করতে অনেক সময় ধৈর্য প্রয়োজন হয়। তবে এগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। কাগজের কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে কার না ভালো লাগে। আর সেই ওয়ালমেট যদি হয় দেখার মত তাহলে তো কথা বলারই নেই। বেশ সুন্দরভাবে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে দেখিয়েছেন দেখে। ভালো লাগলো এই কাগজের তৈরি ফুল জাতীয় ওয়ালমেট দেখতে পেরে।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 
 last year 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। এ ধরনের ওয়ালমেট তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখলে আরো বেশি অনেক সুন্দর লাগে। আপনার তৈরি করা ওয়ালমেট সাজালে দেয়ালে সৌন্দর্য আরো বেড়ে যাবে। তৈরির প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

অনেক ভালো লাগলো মন্তব্যটি পড়ে। ধন্যবাদ আপু।

 last year 

কাগজ দিয়ে খুব চমৎকার একটি ওয়ালমেট বানিয়েছেন এবং ওয়ালমেট দেওয়ালে দেখতে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

ডাইপোস্ট গুলো দেখতে খুবই সুন্দর লাগে এটি রুমের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আপনি রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরি ধাপগুলো খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ওয়ালমেট দেখতেই বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও।

 last year 

আপনার মত আমিও সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু তৈরি করার। আজকে আপনি কাগজের অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে আমি তো একেবারে মুগ্ধ। আপনার তৈরি করা ওয়ালমেট দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এই ওয়ালমেট যদি ঘরের দেয়ালে লাগিয়ে রাখা হয় তখন খুব ভালো লাগবে। এরকম জিনিসপত্র গুলো ঘরের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করে। আর তা দেখলে নিজের কাছে খুব ভালো লাগে।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

বাহ আপনি তো চমৎকার ওয়ালমেট তৈরি করলেন কাগজ দিয়ে দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। আপনি একদম ঠিক বলছেন আসলে প্রতিনিয়ত একই জিনিস ভালো লাগে না একঘেয়েমি লাগে। আপনি পোস্টের ভিন্নতা আনার জন্য সব সময় ইউনিট পোস্ট গুলো শেয়ার করার চেষ্টা করেন শুনে অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। তবে বানান ভুল আছে।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি রঙিন কাগজের ওয়ালমেট। আপনার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে ব্যাপক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি বেশ ধৈর্য সহকারে পোস্টটি তৈরি করে আমাদের মাঝে দারুণভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65641.55
ETH 2676.11
USDT 1.00
SBD 2.91