প্রতিযোগিতা - ৫২ || 💝 "ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য একটি কার্ড তৈরি "

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি কার্ড তৈরি করেছি।আজকের তৈরি করা আমার এই ডাই পোস্টটি আমার বাংলা ব্লগ এর ৫২ তম প্রতিযোগিতার জন্য করেছি। প্রতিনিয়ত আমার বাংলা ব্লগ নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করেন।আসছে ভ্যালেন্টাইনস ডে।এই দিনটিকে কেন্দ্র করে আমাদের এবারের আয়োজন।প্রতিনিয়ত আমি চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার।আমাদের প্রিয় @tangera আপু সেদিন এনাউন্সমেন্টে এই প্রতিযোগিতার কথা ঘোষনা করেন।বিশেষ দিনে প্রিয় মানুষটিকে ভালোবাসার শুভেচ্ছা জানাতে আমার আজকের এই আয়োজন।আশাকরি আমার এই ডাই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরিঃ


CollageMaker_202425164627219.jpg

IMG_20240205_163359.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (2).png

বন্ধুরা,সামনে আসছে ভালোবাসা দিবস।বিশ্বব্যাপী এই দিনটিতে সবাই সবার প্রিয় মানুষটিকে নানা রকমের শুভেচ্ছা শেয়ার করেন।যদিও ভালোবাসার কোন দিনক্ষন হয় না।তারপরেও বিশেষ দিনে প্রিয় মানুষটিকে একটু আলাদা ভাবে গিফট দিয়ে ভালোবাসার প্রকাশটা করতে পারলে ভালো লাগে।এতে করে নিজের মধ্যে ও যেমন ভালো লাগার তৈরি হয়,তেমনি যার জন্য এই আয়োজন তার ও ভালো লাগে।এই সুন্দর আয়োজনটি করার জন্য শ্রদ্ধেয় বড় ও ছোট দাদা,এডমিন ও মডারেটরবৃন্দগনকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।আশাকরি আমার আজকের এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি আপনাদের কাছে ভালো লাগবে।চলুন আগে দেখে নেই এই কার্ডটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছে তা এক এক করে দেখে নেইঃ

প্রয়োজনীয় উপকরনঃ

১.রঙিন কাগজ ও সাদা কাগজ
২. গ্লু
৩.কেঁচি
৪. পাতি
৫.কলম

20240205_114710.jpg

20240205_131231.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240205_115140.jpg

প্রথমে লাল রঙের কাগজটিকে দুই ভাজ করে নিয়েছি। এরপর মাঝ বরাবর চার কোনা ঘর করে এঁকে নিলাম।

ধাপ-২


20240205_115102.jpg

20240205_115011.jpg

এবার সাদা কাগজটিকে দুই ভাজ করে কাগজের মাঝে গ্লু লাগিয়ে আটকে নিয়েছি।আর লাল কাগজের এঁকে রাখা অংশটুকু কেটে নিলাম।

ধাপ-৩


20240205_115706.jpg

20240205_121155.jpg

এবার লাল রঙের কাগজটিকে চিকন চিকন করে কেটে নিয়েছি।এরপর কেটে রাখা জায়গাটিতে গ্লু লাগিয়ে এক এক করে লাগিয়ে নিলাম।

ধাপ-৪


20240205_121300.jpg

20240205_121717.jpg

এবার এই কাগজটিকে ছোট ছোট চার কোনা করে কেটে নিলাম।

ধাপ-৫


20240205_121801.jpg

20240205_121834.jpg

এবার ছবির মতো করে কাগজের টুকরোটিকে ভাজ করে নিলাম।

ধাপ-৬


20240205_121849.jpg

20240205_124317.jpg

এবার কলম দিয়ে এঁকে নিলাম। এরপর সবগুলো কাগজ কেটে নিলাম।

ধাপ-৭


20240205_124443.jpg

20240205_125206.jpg

ফুলগুলো কেটে নিয়ে ফুলের মাঝে কলম দিয়ে এঁকে নিলাম।

ধাপ-৮


20240205_125843.jpg

20240205_130048.jpg

এবার পাতা কেটে নিয়ে ভাজ ভাজ করে নিলাম।

ধাপ-৯


20240205_130405.jpg

20240205_130846.jpg

20240205_131810.jpg

গ্লু দিয়ে এক এক করে ফুল,পাতা ও পাতি লাগিয়ে নিলাম।

ধাপ-১০


20240205_150353.jpg

20240205_135932.jpg

@tangera আপু বলেছিল যে মানুষটিকে কেন্দ্র করে ভ্যালেন্টাইন্স ডে এর কার্ড তেরি করেছি তার নাম যেনো মেনশন করি।আমি আমার আম্মুর জন্য কার্ডটি করেছি। তাই আম্মুকে নিয়ে একটি অনুকবিতা লিখে আমি কার্ডের মধ্যে গ্লু দিয়ে আটকে নিলাম।এরই মধ্যে দিয়ে আমার কার্ড তৈরির প্রক্রিয়া শেষ হলো।কেমন হলো কার্ডটি বন্ধুরা?? অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


CollageMaker_202425164627219.jpg

CollageMaker_202425162856772.jpg

IMG_20240205_162123.jpg

আজ আর নয়।আমার বানানো কার্ডটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoZy22X6tAEZ9xgTbv2Je13wLGWX6qAR4kcd6SV3G37oehcHNcRjmX6A1q12Y...WC7kZeaVu5T7dbm9ERtHe3tnT7hwaRXTD2EyUpeSUz9PKCQmghcWTCTKcTeewqEJ5MozD2X9oNg6fcY45fCALQGms5N3uYJuVCFsuFyUkADwts16186D4ooWNZ.gif

Sort:  
 5 months ago 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। দারুন একটি কার্ড তৈরি করেছেন। দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। ভেতরের লেখাটিও চমৎকার ছিল ।নিশ্চয়ই আপনার মা পেয়ে অনেক খুশি হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 5 months ago 

আম্মুকে ছবি পাঠিয়েছি আপু।আম্মু খুব খুশী হয়েছে।কাছে এলে আম্মুকে দিব কার্ডটি।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 5 months ago 

আমার বাংলা ব্লগ প্রতিযোগিতার জন্য সুন্দর একটি কার্ড তৈরি করেছেন আপু। কার্ডটি বেশ ভালো হয়েছে। বানানোর ধাপ গুলো সুন্দর আলোচনা করেছেন। ভালোবাসা দিবসে প্রিয়জনকে এরকম কার্ড উপহার দিলে, নিশ্চিত তিনি খুশি হবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও আমাদের সাথে কার্ডটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য খুব চমৎকার একটি কার্ড তৈরি করেছেন আপু। কার্ডটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। ভ্যালেন্টাইন্স ডে তে এমন একটি কার্ড প্রিয়জনকে গিফট করলে সে অনেক খুশি হবে। প্রিয়জনের জন্য চমৎকার এই ভ্যালেন্টাইন্স কার্ড নিয়ে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 5 months ago 

মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

আপু আপনি ঠিক বলেছেন ভালোবাসার কোন দিন হয় না।আপনি মায়ের জন্য চমৎকার একটি কার্ড তৈরি করেছেন। সত্যি আপু পৃথিবীতে মায়ের ভালোবাসার তুলনা হয় না। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকেও।

 5 months ago 

আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেক সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে এরকম কার্ড তৈরি করতে সত্যি অনেক সময় প্রয়োজন।আপনি প্রিয়জনের জন্য খুব চমৎকার করে কার্ডটি তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 5 months ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই । রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে এমনিতে খুবই ভালো লাগে। রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি কার্ড তৈরি করেছেন। কার্ডগুলো তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়।কার্ডটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 months ago 

সব সময় সুন্দর ও সাবলীল মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য একটি কার্ড তৈরি। আপনার তৈরি পোস্ট টি দেখতে সত্যি আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। প্রিয়জনের হাতে পৌঁছালে দেখে বেশ খুশি হবে আপু। ধন্যবাদ এত সুন্দরভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

মায়ের প্রতি আমাদের সবার ভালোবাসা আছে। সত্যি আপু আপনার তৈরি করা কার্ড দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে আপনি কার্ড তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে।

 5 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 5 months ago 

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ড তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 56948.01
ETH 3056.88
USDT 1.00
SBD 2.40