" সকাল সকাল ল্যাব এইড হাসপাতালে " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ10 months ago

শুভ বিকাল সবাইকে


প্রিয় আমার বাংলা ব্লগে স্বাগতম সবাইকে


হ্যালো বন্ধুরা,



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,আমি একজন বাংলাদেশী।আমার বাংলা ব্লগ এর আমি একজন নিয়মিত ইউজার।প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনাদের সাথে যুক্ত থাকার।অনেক ব্যস্ত সময় কাটাচ্ছি।দেশের অবস্থা তো কেমন তা সকলেই জানেন।এর মাঝে ছেলের এক্সাম নিয়ে খুবই প্যারার মধ্যে আছি।আজ এক্সাম,কাল এক্সাম এভাবে পিছিয়ে যাচ্ছে।সবকিছুর মাঝে ও আমি নতুন একটি ব্লগিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

সকাল সকাল ল্যাব এইড হাসপাতালেঃ


CollageMaker_2023111485924275.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (4).png

বন্ধুরা,আজ হাজির হলাম একটি ব্যস্ততম সকালের ব্লগিং নিয়ে।আপনারা কি ভাবছেন,আমি অসুস্থ তাই হাসপাতালে গেলাম? না, আসলে তেমনটা নয়।আমি আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।আমার বড় ননদ এসেছে বরিশাল থেকে ডাক্তার দেখাতে।তাই তাকে নিয়ে যেতে হলো গত পরশু দিন।যদিও সে ডাক্তার দেখিয়েছে বারডেম হাসপাতালে থাইরয়েডের জন্য। তারপরেও আজকাল সব ডাক্তার টেস্ট করতে আর কমতি রাখে না কিছুর।অনেক টেস্ট দিয়েছিল।আর টেস্টগুলো করতে সকাল সকাল ল্যাব এইড হাসপাতালে যেতে হলো।

IMG-20231112-WA0000.jpg

কারন ল্যাব এইড হাসপাতাল আমার বাসা থেকে কাছেই।তাই সকাল সকাল চলে গেলাম হাসপাতালে।সকাল তার উপর অবরোধ।তাই রাস্তা মোটামুটি ফাঁকা ই ছিল।আমরা রিকশা নিয়েই চলে গেলাম।আর অল্প সময়েই হাসপাতালে পৌঁছে গেলাম।কিন্তু এই হাসপাতালে অনেক দিন পর গিয়ে দেখলাম সামনে খুব সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে।আর সব গাছেই ফুল দেখতে পেয়ে সকাল সকাল মনটা ভীষণ ভালো লাগলো। মনেই হয়নি হাসপাতালে গিয়েছি।

IMG-20231112-WA0027.jpg

তাইতো মনে মনে চিন্তা করলাম যাওয়ার সময় অবশ্যই ফটোগ্রাফি করবো। আমরা ভেতরে গিয়ে দেখি প্রায় বেশ কিছু জন এসেছে টেস্ট করতে।আমরা সিরিয়াল নেই।এরপর এক এক করে সব টেস্ট করে বাইরে বের হয়ে আসি।রিপোর্ট বিকেলে দেবে।

IMG-20231112-WA0024.jpg

আমি বাইরে এসে ফটোগ্রাফি করবো তখন আমার ননদ বলল তিনিই ফটোগ্রাফি করে দেবেন।তাই কি আর করার সুন্দর সুন্দর ফুলের সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম। আসলে এমনি এখন নিজের ফটোগ্রাফি না তোলা হলেও ফুল ও প্রকৃতি দেখলে ফটোগ্রাফি না করে আসলে পারা যায় না।এরপর ফটোগ্রাফি করার পর আমরা ফুটওভার ব্রিজ পার হয়ে হেঁটে যাব ভেবেছিলাম।কিন্তু আমার ননদ হাঁটতে চাইছিল না।তাই কি আর করার রিকশা নিয়ে বাসার দিকে রওনা হয়ে গেলাম।এই ছিল আমার আজকের ট্রাভেল ব্লগিং।আশাকরি আপনাদের কাছে ভীষণ ভালো লাগলো আমার অনুভূতি গুলো জেনে।

IMG-20231112-WA0026.jpg

আজ আর নয়।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে মনের অনুভূতি গুলো শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।

পোস্ট বিবরন


শ্রেনিট্রাভেলিং
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসsamsungM21
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TJkvoxEtUzQNAfKJd (1).gif

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

Sort:  
 10 months ago 

যেই কাজের জন্যই হোক না কেন সকাল সকাল বাহিরে বের হলে ভালোই লাগে। অনেকদিন পর ল্যাব এইড হাসপাতাল ও তার আশপাশের রাস্তার দৃশ্য দেখতে পেলাম। এখন সেদিকে তেমন কাজ থাকে না বলে যাওয়া হয়না কিন্তু যখন ভার্সিটিতে ছিলাম তখন এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিনই যাওয়া আসা হতো। সকাল বেলা হাসপাতালে একটু ভিড় কম থাকে আর আপনার ননদের টেস্ট করানোর জন্য সকাল সকাল গিয়ে ভালো করেছেন। এখন ডাক্তারের কাছে যাওয়া মানেই টেস্ট দেওয়া। আমারও তেমন ছবি উঠানো হয়না কিন্তু এত সুন্দর ফুল দেখলে আমিও থাকতে পারি না। আপনার ননদ আপনাকে খুব সুন্দর ফটোগ্রাফি করে দিয়েছে।

 10 months ago 

সত্যি আপু সকালের সময়টা বাইরে বের হলে ভীষণ ভালো লাগে। আর আমি তো প্রতিদিনই সকাল সকাল হাঁটি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 10 months ago 

আমি তো প্রথম মনে করে ফেলেছিলাম আপনি অসুস্থ হলেন নাকি আপু। যাহোক আল্লাহর রহমতে আপনি সুস্থ আছেন জেনে খুশি হলাম। আপনার ননদের জন্য এসেছেন, দোয়া করি আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে হেফাজতে রাখে।

 10 months ago 

আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি।ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 
 10 months ago 

বারডেম হাসপাতালে আমার এক আঙ্কেন এডমিট ছিল কয়েকদিন! তবে ল্যাবএইডও ভালো হাসপাতাল। আসলে ডাক্তারদের কাছে গেলেই অনেক রকমের টেস্ট দিয়ে দেয়। আমি আসলে বুঝি না এতো টেস্ট কেন দেয়? যাক, ননদকে হাসপাতালে নিয়ে এসে ভালো করেছেন।

 10 months ago 

মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

আসলেই ক্যাপশন দেখে ভেবেছিলাম আবার কি হলো আপুর! সকাল সকাল হাসপাতালে কেন! যাই হোক, পুরো পোস্ট পড়ে ভাল লাগলো যে তেকন বড় কোন অসুস্থতা নেই কারো। আর সামনে বেশ কয়েক রঙ এর গাঁদা ফুল এর গাছ লাগিয়েছে দেখছি! যে কারোরই ভালো লাগার কথা অবশ্যই।

Posted using SteemPro Mobile

 10 months ago 

বেশ ভালো আছি দিদি।ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54610.81
ETH 2293.78
USDT 1.00
SBD 2.35