Diy পোস্ট --- ❣️ " টিস্যু দিয়ে ফুল " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি টিস্যু দিয়ে একটি ফুল করেছি।তাই শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।


টিস্যু দিয়ে ফুলঃ


CollageMaker_2023719151428238.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

বন্ধুরা,আমি সব সময় নতুন কিছু করতে ভীষন পছন্দ করি।একঘেয়েমি কোনকিছুই আমার ভালো লাগে না।সবকিছুতে তাই একটু নতুনত্ব,একটু আলাদা কিছু সব সময়ই আমার চেষ্টাতে থাকে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু করার। আর তারই ধারাবাহিকতায় আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আর আজকে আমি টিস্যু দিয়ে ফুল করে আপনাদের মাঝে শেয়ার করছি।আশাকরি আমার এই টিস্যুর ফুলটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।চলুন তবে এই ফুলটি করতে আমার কি কি উপকরন লেগেছে তা দেখে নেই।

প্রয়োজনীয় উপকরনঃ



১। টিস্যু
২। কাঁচি
৩।সুতা


20230719_084300.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20230719_084319.jpg

20230719_084407.jpg

প্রথমে লম্বা এক টুকরো টিস্যু নিয়ে নিলাম।এরপর দুই টুকরো করে নিলাম।কারন আমি দুইটি ফুল করবো।

ধাপ -২


BeautyPlus_20230719084713700_save.jpg

BeautyPlus_20230719084828465_save.jpg

এবার টিস্যুটিকে ছবির মতো করে ভাঁজ ভাঁজ করে নেবো।এরপর এক টুকরো সুতো দিয়ে মাঝ বরাবর বেঁধে দেব।

ধাপ -৩


BeautyPlus_20230719085644364_save.jpg

BeautyPlus_20230719085717792_save.jpg

এরপর কাঁচি দিয়ে টিস্যুর মাথার দিকগুলো কেটে নিনাল।

ধাপ -৪


BeautyPlus_20230719085742386_save.jpg

BeautyPlus_20230719085046433_save.jpg

BeautyPlus_20230719085153773_save.jpg

BeautyPlus_20230719085138870_save.jpg

এবার টিস্যুটিকে ছেড়ে দিয়ে দুপাশ থেকে একটা একটা পার্ট টেনে টেনে ফুলের মতো করে নিয়েছি।

উপস্থাপনাঃ


BeautyPlus_20230719085351645_save.jpg


20230719_090343.jpg

20230719_090145.jpg

20230719_090016.jpg

আজ আর নয়। টিস্যু দিয়ে ফুলটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

Sort:  
 last year 

টিস্যু দিয়ে ফুল তৈরি অসাধারণ হয়েছে। এতো সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরি উপস্থাপন দেখে শিখতে পারলাম।

 last year 

খুব ভালো শিখে নিয়েছেন।ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

আপনার আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। টিস্যু দিয়ে অসাধারণ সুন্দর ফুল তৈরি করেছেন। এটা দেখে তো আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে ধৈর্য সহকারে ফুলগুলো তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

অনেক ভালো লাগলো আপু আপনার মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ আপু।

 last year 
 last year 

আপু আপনি খুব সুন্দর টিস্যু দিয়ে ফুল তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

মাঝে মাঝে আপনার ইউনিক পোস্ট গুলো দেখে সত্যি অবাক হয়ে যায় এবং হা করে তাকিয়ে থাকি।
টিস্যু পেপার দিয়ে দারুন ভাবে ফুল প্রস্তুত করেছেন সত্যি দেখতে দারুন লাগছে।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর সাদা ফুল দুটি তৈরি করেছেন আপনি প্রতিনিয়ত আমাদের সাথে সুন্দর সুন্দর কাজ শেয়ার করে যাচ্ছেন যা আসলে প্রশংসার যোগ্য। আপনার পোস্টটি দেখে যে কেউ সহজেই এই ফুলগুলো তৈরি করতে পারবে বলে আশা করি।

 last year 

অনেক ভালো লাগলো মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আমি প্রথমে ছবি দেখে বুঝতেই পারেনি এগুলো টিস্যু দিয়ে বানানো ফুল আমি ভেবেছিলাম প্লাস্টিকের ফুল। টিস্যু দিয়ে এত চমৎকার ফুল বানানো যায় আগে জানলে আমিও বানাতাম। খুবই সুন্দর হয়েছে আপু আপনার তৈরি ফুলগুলো।

 last year 

অনেক ধন্যবাদ আপু। আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।

 last year 

ফুল দেখে একবারে বাস্তবের মতোন মনে হচ্ছে। আপনি খুব সুন্দর করে টিস্যু দিয়ে ফুল তৈরি করেছেন দুর্দান্ত হয়েছে। ফুল তৈরি করার প্রক্রিয়া খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। সত্যি আপু আপনার দক্ষতা প্রশংসা করতে হয়। এত চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

 last year 

আপু, টিস্যু দিয়ে এত সুন্দর ফুল তৈরি করেছেন তার কি বলবো। এই টিস্যুর তৈরি ফুল দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে সাদা গোলাপ ফুল ফুটে রয়েছে। আপু আপনি কিভাবে টিস্যু দিয়ে এত সুন্দর ফুল তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আমার বানানো ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58083.18
ETH 2578.52
USDT 1.00
SBD 2.42