ফটোগ্রাফি পোস্ট -- 🥰 আমার কিছু খাবারের ফটোগ্রাফি | | আমার বাংলা ব্লগ
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার লেখার সার্থকতা।
বন্ধুরা,সবাই যে যার জায়গা থেকে খুব বেশি আনন্দ নিয়ে ঈদ উদযাপন করছেন এমনটাই আশাকরি।ঈদ মানেই খুশি,ঈদ মানেই অনেক বেশি ব্যস্ততা।এই ব্যস্ততার মাঝে ও আমি আজ আপনাদের মাঝে এলাম নতুন একটি পোস্ট নিয়ে।ঘরে বসেই কিছু খাবারের ফটোগ্রাফি করেছিলাম।আজ তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম।আশাকরি আমার ফটোগ্রাফি আপনাদের কাছে ভালো লাগবে।যাই হোক আমি চেষ্টা করছি আমার পোস্টের ভিন্নতা আনার জন্য এই " ফুড ফটোগ্রাফি " করার।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন কথা আর না বাড়াই,এক এক করে ফটোগ্রাফি গুলো দেখে নেই।
চিকেন কাবাব খেতে ভীষণ ভালো লাগে।আর বাচ্চারা চিকেন কাবাব খুব পছন্দ করে খেতে।সেই চিকেন কাবাবের ফটোগ্রাফি আজ শেয়ার করলাম।আশাকরি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।
চিকেন ফ্রাই,ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে।আর বাচ্চারা তো আরও বেশি পছন্দ করে।আমার ছেলে খুব শুকনা তার জন্য আমি প্রায় সময় ওকে করে দেই।একদিনের ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম।
জর্দা খেতে আমি খুব পছন্দ করি।জর্দা ঈদ ছাড়াই আমি রান্না করি।আর ঈদে তো করবই।কাল রান্না করেছিলাম,তারই ফটোগ্রাফি আজ শেয়ার করলাম।
চিকেন সিজলিং পোলাও দিয়ে খেতে বেশ ভালো লাগে। এই ঈদে চিকেন সিজলিং রান্না হয়েছিল।তার ই ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম।ভাল লেগেছে আশাকরি।
ঈদে এত এত খাবারের ভিড়ে প্রিয় আর পছন্দের খাবার শুঁটকী মাছ থাকবে না তাই কি হয়।তাইতো এই ঈদে প্রিয় খাবারটি টেবিলে স্থান পেয়েছে।খুব মজার ছিল খাবারটি।
পোস্ট বিবরন
শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আজ আর নয়। আশাকরি আমার ফুড ফটোগ্রাফি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ফুড ফটোগ্রাফি নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
আহা 😋 এতো রাতে খাবারের ছবি দেখে সত্যিই লোভ সামলাতে পারছিনা। ছবিগুলো বেশ দূরদান্ত হয়েছে, তাছাড়াও এতো রাতে আমার খিদে বাড়িয়ে দেয়ার জন্য আপনাকে জরিমানা করা হবে 😄
ধন্যবাদ আপু ছবিগুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
হিহিহি, ধন্যবাদ ভাইয়া। চলে আসেন খাবার আছে। ঈদ মোবারক।
আজকে ডিনার করা হয়নি আপু।আপনার খাবারের ছবিগুলো দেখেই তো খেতে ইচ্ছে করেছে।আহা কি কালার খাবারের।সবগুলো একটু করে টেস্ট করতে পারলে ভালো লাগতো।আপনাকেও ঈদের শুভেচ্ছা,আপনিও নিশ্চয়ই দারুন উপভোগ করছেন সময় টা।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু। ঈদ মোবারক।
আহা এত সুন্দর খাবারের ফটোগ্রাফি করলে খিদে তো বেড়ে যায় আপু 😅। সবগুলো খাবার ভীষণ স্পাইসি। তবে এই খাবারগুলো দেখলেই জিভে জল চলে আসে। আচ্ছা আপু, জর্দা জিনিসটা আসলে কি? আমি আগে কখনো খাই নি। তাই জানার ইচ্ছে হলো খুব।
ধন্যবাদ ভাইয়া। জর্দা হচ্ছে একটি মিষ্টি খাবার।কেন শোনেন নি কখনও ফিরনি - জর্দা??