Diy পোস্ট --- ❣️ " রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


শুভ দুপুর সবাইকে,



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি টিস্যু দিয়ে একটি ফুল করেছি।তাই শেয়ার করতে চলে এলাম।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেটঃ



CollageMaker_202373119403857.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

বন্ধুরা,আমি সব সময় নতুন কিছু করতে ভীষন পছন্দ করি।একঘেয়েমি কোনকিছুই আমার ভালো লাগে না।সবকিছুতে তাই একটু নতুনত্ব,একটু আলাদা কিছু সব সময়ই আমার চেষ্টাতে থাকে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু করার। আর তারই ধারাবাহিকতায় আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আমি আজ দ্বিতীয়বারের মতো রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট ওয়ালমেট শেয়ার করতে যাচ্ছি।আশাকরি আমার ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লাগবে।প্রতিনিয়ত এই চেষ্টা আমাকে অনেক কিছুই শিখিয়েছে।তবে চলুন,দেখে নেয়া যাক এই ওয়ালমেটটি করতে আমার কি কি উপকরন লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ



১. রঙিন কাগজ দুই রকমের
২.গ্লু
৩. পুঁথি একটি
৪. এক টুকরো গোল কার্ড বোর্ড
৫. কাঁচি

20230730_094357.jpg


কার্য প্রনালীঃ

ধাপ-১


20230730_094448.jpg

20230730_094550.jpg

20230730_094721.jpg

প্রথমে গোল কার্ড বোর্ডটির মাপে একটি রঙিন কাগজ কেটে নিলাম।এরপর কার্ড বোর্ডে গ্লু লাগিয়ে কাগজটিকে আটকে নিলাম।

ধাপ-২


20230730_095949.jpg

20230730_095542.jpg

এরপর আমি দুই রকম কাগজ দুই রকম মাপে কেটে নিলাম।

ধাপ-৩


20230730_100026.jpg

20230730_100044.jpg

20230730_100554.jpg

20230730_101926.jpg

এবার আমি গ্লু লাগিয়ে একটার উপর একটা লাগিয়ে নিলাম।এবার ওই কাগজের টুকরোটিকে পানের খিলির মতো পেঁচিয়ে নিলাম সব গুলো।

ধাপ-৪


20230730_102137.jpg

20230730_102631.jpg

এরপর আমি গ্লু দিয়ে সবগুলো কার্ড বোর্ডের মাঝে ছবির মতো করে লাগিয়ে নেবো।

ধাপ-৫


20230730_104029.jpg

এবার কালো কাগজটিকে লম্বা তিন টুকরো কেটে নিলাম।এবার মাঝ বরাবর গ্লু লাগিয়ে মাঝে আটকে নেবো।

ধাপ-৬


20230730_133354.jpg

20230730_133411.jpg

20230730_133416.jpg

20230730_133427.jpg

20230730_133505.jpg

20230730_133534.jpg

20230730_133906.jpg

কালো কাগজ দিয়ে তিন সাইজের তিনটি ফুল করে নিলাম।

ধাপ-৭


20230730_134251.jpg

এবার একটার উপর আর একটা ফুল গ্লু দিয়ে লাগিয়ে মাঝে গ্লু দিয়ে পুঁথি বসিয়ে দিলাম।এভাবেই আমার ওয়ালমেটটি করা শেষ হলো।

উপস্থাপনাঃ


CollageMaker_202373119403857.jpg

CollageMaker_2023730142137762.jpg

CollageMaker_2023730135722964.jpg

20230730_135456.jpg

আজ আর নয়। ওয়ালমেটটি কেমন হলো অবশ্যই জানাবেন।সবাইকে আবারো অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনীডাই পোস্ট
ক্যামেরাSamsung A20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা,বাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আমার পরিচয়



আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট টি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকার ভাবে সাতটি ধাপের মাধ্যমে ওয়ালমেটটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপু আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। দেখে তো আমি চোখ ফেরাতে পারছি না। এত সুন্দর হয়েছিল প্রতিটি ধাপ অনেক দক্ষতার সহিত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন,অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজের তৈরি ওয়ালমেট গুলো দেখতে চমৎকার লাগে। কাগজগুলো কেটে দারুন ফুল তৈরি করেছেন যেটা এই ওয়ালমেট এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে তাছাড়া পুথী ব্যবহার করায় সেটা সুন্দরভাবে ফুটে উঠেছে।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে রঙিন কাগজের এই ব্যবহারগুলো এতটাই সুন্দর দেখায় যে কেউ দেখলে মুগ্ধ হবে। আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যেটা ঘরে সৌন্দর্য বৃদ্ধি করবে অনেক ভালো লেগেছে আপনার তৈরি দেখে।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি সাজিয়ে রাখতেও ভালো লাগে। আপু আপনি এত সুন্দর ভাবে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এছাড়া ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছে আপু। ধন্যবাদ আপনাকে ওয়ালমেট তৈরির পদ্ধতি সবার মাঝে তুলে ধরার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। গোলাপি ও কালো রঙিন কাগজ ব্যাবহার করায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার ওয়ালমেট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে কোন জিনিস তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও অনেক ভালো লাগলো আপু। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 
 last year 

রঙ্গিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে বেশ লাগছে। খুবই সুন্দর করে ধাপে ধাপে তৈরি করেছেন। ভালো লাগলো দেখে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইইলো। আমিও বাসায় চেষ্টা করবো এটা তৈরি করতে।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58447.11
ETH 2624.03
USDT 1.00
SBD 2.45