বাবা দিবস উপলক্ষে বিশেষ কবিতা --- 💕 " বাবা মানে " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো,



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি@shimulakter,আমি একজন বাংলাদেশী।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আপনারা জানেন আমি প্রতি সপ্তাহে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও একটি কবিতা লিখে শেয়ার করছি।তবে আজকের কবিতায় কিছুটা ভিন্নতা রয়েছে।

baby-2416718_1280.jpg

সোর্স

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আপনারা জানেন আজ একটি বিশেষ দিন।আর দিনটি হলো আজ বিশ্বব্যাপী বাবা দিবস পালিত হচ্ছে।তাইতো বিশেষ দিনে বাবাকে নিয়ে বিশেষ কিছু না করলে কি হয়?? আজকের কবিতাটি তাই বাবাকে নিয়েই লেখা।মায়ের মতো বাবা ও আমাদের সকলের অনেক প্রিয় একজন মানুষ। সেই বাবাকে নিয়ে ভালোবাসা আমাদের একদিনের জন্য নয় বরং সব সময় বাবা আমাদের খুব কাছের আপনজন।এই বাবার খোঁজ খবর রাখা সন্তান হিসেবে আমাদের সকলের কর্তব্য।

প্রতি বছরের জুন মাসের তৃতীয় সপ্তাহের রবিবারে এই বাবা দিবস পালিত হয়ে আসছে।প্রতিটা দেশের মতো আমাদের দেশেও এই দিবসটি দারুন জনপ্রিয় হয়ে উঠেছে।এই দিবসটিকে কেন্দ্র করে সবাই বাবাকে উপহার দিচ্ছেন,বাবাকে সময় দিচ্ছেন,বাবাকে নিয়ে আনন্দে মেতে উঠছেন।তবে আমাদের চিন্তার কিছুটা পরিবর্তন আনতে হবে একটি দিনকে নয় বরং প্রতিটা দিন হাজার কাজের মাঝে ও মা-বাবাকে আমাদের সময় দিতে হবে।তাদের খোঁজ খবর নিতে হবে।এই মা-বাবা যখন আমরা ছোট ছিলাম তখন আগলে রেখেছেন আমাদের ও উচিত হবে বৃদ্ধ বয়সে তাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকা।তবেই আজকের এই দিনটির যথার্থ মুল্যায়ন হবে।

বিশেষ দিনের বিশেষ মানুষটিকে নিয়ে লেখা কবিতাটি আশাকরি আপনাদের কাছে ভালোই লাগবে।পৃথিবীব সকল মা-বাবার প্রতি রইলো আমার শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীর সব মা-বাবা সুস্থ থাকুক ভালো থাকুক।কথা আর না বাড়িয়ে চলুন কবিতাটি পড়ে আসি-


স্বরচিত কবিতা -- "বাবা মানে "


লেখা - শিমুল আক্তার


বাবা মানে,
মাথার উপর বটবৃক্ষের ছায়া
বাবা মানে,
একটু চাওয়ার অনেকখানি পাওয়া।
ছোট থেকে বড় হয়েছি তোমার হাতটি ধরে
হাঁটি হাঁটি, পা পা করে হাঁটতে শিখিয়েছো মোরে।


বাবা মানে,
কত শত আছে যে আবদার
বাবা মানে,
আধার রাতের পূর্নিমারই চাঁদ ।
তুমি আছো সকল সময় ছায়ার মতো হয়ে
ভুল করেও ভুল করিনা তুমি আছো বলে।


বাবা মানে,
কষ্টের মাঝে সুরক্ষিত চাদর
বাবা মানে,
জীবন জুড়ে ভালোবাসার আদর।
দুঃখের দিনে তুমি বাবা ভরসার একটি হাত
সব কষ্ট ভুলিয়ে দাও তুমি চিরকাল।


বাবা মানে,
রুটিন করে খোঁজ খবর নেয়া
বাবা মানে,
ভরসার হাত মাথার উপর রাখা
রোজ তুমি খোঁজ খবর নাও কোথায় কেমন আছি
তুমি ছাড়া জীবন আমার ধু ধু মরুভূমি।


বাবা মানে,
আমার কাছে সুপার হিরো
বাবা মানে,
আমার কাছে জগতেরই আলো।
বাবা তোমার ঋণ কখনও শোধ হবেনা
তুমি আমার সারাজীবনের অনুপ্রেরণা।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

সমাপ্ত


আজ আর নয়।আশাকরি আমার আজকের কবিতাটি আপনাদের ভাল লেগেছে।ভাল না লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...yaw8c1nrQtNTaKdRstUk5rPvhr4LhB5aGHf686ZxW2knNmkA5XfosiGoHqyBg1xMYgRHTpt49Y9rWsLnkesZJkoHXpcVJBBveF5C4XfWpBtrYvxUBUsYezhM9P.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL.png

Sort:  
 last year 
 last year 

আপু আপনি বাবাকে নিয়ে সত্যি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি বাবা আমাদের জন্য বটবৃক্ষের ছায়া। আপনার কবিতা প্রত্যেকটা লাইন করে বাস্তব এবং প্রত্যেকটা লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আজকে বাবা দিবসে আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো আপু।আপনাকে ও অনেক ধন্যবাদ।

 last year 

আপু আপনি বাবাকে নিয়ে সত্যি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি বাবা আমাদের জন্য বটবৃক্ষের ছায়া। আপনার কবিতা প্রত্যেকটা লাইনে বাস্তব কথাগুলো তুলে ধরেছেন। প্রত্যেকটা লাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আজকে বাবা দিবসে আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

 last year 

বাবা হচ্ছে আমাদের মাথার উপর বট বৃক্ষের ছায়ার মত। আসলে মা-বাবার মত আপনার কেউ হয় না ‌। আমাদের উচিত মা-বাবাকে বৃদ্ধ বয়সে দেখে শুনে রাখা যেমন করে মা বাবা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেন। বাবা দিবস উপলক্ষে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। দোয়া করি যাতে পৃথিবীর সব বাবা সুস্থ থাকে ভালো থাকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য

 last year 

অনেক ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

বাবা দিবস উপলক্ষে আপনার লেখা কবিতাটি সত্যি চমৎকার হয়েছে আপু। আসলে বিশেষ এই দিনে বিশেষ একটি কবিতা পড়ে সত্যিই ভালো লাগলো। বাবা নামক শব্দটি অনেক ছোট হলেও সেই মানুষটির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। জীবনের পুরোটা জুড়েই যেন তার অবদান। অনেক ভালো লাগলো আপু কবিতাটি পড়ে।

 last year 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

বাবারা সন্তানের কাছে সব সময় স্পেশাল। আর বিশেষ করে প্রতিটি মেয়ের কাছে। বাবারা যেমন তার মেয়েকে ভালোবাসে তেমনি তার মেয়েরাও।বছরের এই জুন মাসের ১৮ তারিখে বাবা দিবস পালন।আসলে বাবাকে ভালোবাসার জন্য কোনো দিবস প্রয়োজন হয় না।
আপু আপনার কবিতা পড়ে আমার চোখে পানি চলে এসেছে। কেননা এই বটগাছের ছায়া টা যে আমার মাথার উপর নেই😭😭😭।খুব সুন্দর কবিতা লিখেছেন আপু বাবাকে নিয়ে। অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 last year 

মন্তব্য পড়ে ভালো আর খারাপ দুটো অনুভূতিই পেলাম।কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। তবে বাবার ছায়া আপনার মাথার উপর নেই জেনে খারাপ লাগলো আপু।

 last year 

বাবা দিবস উপলক্ষে আপনি অসাধারণ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার লেখা "বাবা মানে" কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে বাবা মানে সকল প্রকারের আবদারের অফুরন্ত ভান্ডারের মালিক। আমার বাবা মানেই সকল ধরনের দুঃখ কষ্ট ও সমস্যার সহজ সমাধান। অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অনেক ভালো লাগলো মন্তব্য পেয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বানান সামান্য ভুল হয়েছে আশাকরি ঠিক করবেন।

 last year 

প্রথমে আপনাকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বাবা দিবস উপলক্ষে খুব সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সকল বাঁধের প্রতি রইল শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা। ভালোবাসার শেষ আশ্রয়স্থল হল বাবা। কবিতার প্রতি ছন্দ খুব দুর্দান্ত হয়েছে। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। বানান ভুল আছে ঠিক করবেন আশাকরি।

 last year 

বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। বাবাকে নিয়ে যতই লিখি না কেন তুলনায় সেটা কম হবে। আমরা মাকে সব সময় বলতে পারি মা আমি তোমাকে ভালোবাসি কিন্তু বাবাকে বলতে অনেকটা দ্বিধা লাগে।ভালোবাসি বাবা অনেক ভালোবাসি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
SBD 3.04