DIY পোস্ট | | 🥒🍅 " সালাদ ডেকোরেশন " | | আমার বাংলা ব্লগ | |

in আমার বাংলা ব্লগlast year
আসসালামু-আলাইকুম

কেমন আছেন সবাই ?


আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ " এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।

সালাদ ডেকোরেশনঃ


IMG_20230602_145324.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

প্রয়োজনীয় উপকরনঃ

১। কাটিং বোর্ড
২। শসা
৩। ছুরি
৪।প্লেট
৫। টমেটো
৬। কাঁচা মরিচ

20230602_120806.jpg

20230602_120819.jpg

20230602_120815.jpg

কার্য প্রনালীঃ

প্রথম ধাপ


20230602_120934.jpg

20230602_121046.jpg

20230602_121152.jpg

প্রথমে শসার খোসাগুলো ফেলে শসাকে চাক চাক করে কেটে নিলাম।

দ্বিতীয় ধাপ


20230602_122106.jpg

এবার টমেটোকে মাঝ বরাবর কেটে চাক চাক করে কেটে নিলাম।

তৃতীয় ধাপ


20230602_124411.jpg

,এবার প্লেটের কিনারে টমেটোগুলোকে সাজিয়ে নিলাম।

চতুর্থ ধাপ


20230602_124532.jpg

20230602_124629.jpg

এরপর শসার চাক গুলো এক এক করে বিছিয়ে দিয়ে কাঁচামরিচ একটা একটা করে দিয়ে দিলাম।

পঞ্চম ধাপ


20230602_121253.jpg

20230602_124919.jpg

এবার একটি শসা টুকরো করে নিয়ে তার ভেতরের নরম অংশ বের করে নিয়েছি।এবার একটি টমেটোকে মাঝ বরাবর কেটে নিয়ে খুব পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম।

ষষ্ঠ ধাপ


20230602_125245.jpg

এরপর টমেটোর পাতলা পাতলা করে কেটে রাখা টুকরোগুলো গোলাপ ফুল করে নিয়ে শসার ওই কেটে রাখা অংশের মাঝে রেখে প্লেটের মাঝে বসিয়ে দিলাম।আর এরই মাঝে সালাদ ডেকোরেশন করা আমার শেষ হয়ে গেলো।

উপস্থাপনাঃ


CollageMaker_202362165419400.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

আজ আর নয়। আশাকরি সালাদ ডেকোরেশন আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

🎀ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।🎀


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR (1).gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 last year 

সালাদ ডেকোরেশন দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার আইডিয়া ছিলো। এধরনের কাজ গুলো দেখলে ভীষণ ভালো লাগে। প্রশংসনীয় কাজ করেছেন ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপনার সালাত ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে। আমি মনে করি এগুলো সৃজনশীল কাজ যা আপনাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাবে। এভাবেই এগিয়ে যেতে থাকুন দোয়া রইল।

 last year 

আপনার মতো একজন ভাই পাশে থাকলে সবকিছুতেই সাফল্য সম্ভব।মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া। শুভেচ্ছা অবিরাম।🤗

 last year 
 last year 

অনেক সময় আছে যে হাতে সময় নেই তখন ঝটপট এভাবে করে টমেটো শসা কেটে দিলে দেখতেও ভালো লাগে এবং খেতেও মন্দ লাগেনা । কুচি কুচি করে কেটে সালাদ করতে গেলে অনেক সময় লাগে । আপনার সালাদ পরিবেশনটা কিন্তু ভালোই হয়েছে।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

সালাদ ডেকোরেশন দারুন হয়েছে আপু।পোস্টের মাঝে ভিন্নতা আনার জন্য নতুন কিছু করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। আপু আপনি অনেক সুন্দর ভাবে সালাদ ডেকোরেশন করে উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

অতিথি আপ্যায়নে এভাবে ডেকোরেশন করলে বেশ সুন্দর লাগে।
মাঝখানে টমেটো দিয়ে তৈরিকৃত লাল গোলাপ ফুলটি দেওয়া আরও বেশি সুন্দর লাগছে। আমিও এভাবে সালাদের প্লেট সাজিয়ে পরিবেশন করি।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 last year 

আপনি অনেক সুন্দর করে সালাদ ডেকোরেশন করেছেন। আমার কাছে আপনার সালাদ ডেকোরেশন অনেক ভালো লাগলো। আমরা যে কোন অনুষ্ঠান বা ভালো কিছু করলে চালাদ খেয়ে থাকি। তবে আপনার সালাদ ডেকোরেশন যে কেউ চাইলে খুব সহজে করতে পারবে। অনেক সুন্দর করে সালাদ ডেকোরেশন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

সালাদ আমার খুব প্রিয় একটি খাবার। সব খাবারের সাথেই সালাদ খেতে খুবই ভাল লাগে। তাছাড়া শসা,টমেটো শরীরের জন্য অনেক উপকারী। আপনার সালাদ ডেকোরেশনটা দারুন হয়েছে। পরিবেশনটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু।

 last year 

বাহ! সুন্দর হয়েছে তো আপু। কোনো ইভেন্টে এভাবে সালাদ সাজিয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে দেখালেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56416.38
ETH 2379.95
USDT 1.00
SBD 2.35