এসো নিজে করি -- অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে লাভ শেপের একটি খামের অরিগামি তৈরি "

in আমার বাংলা ব্লগlast month
আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে আমার মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

photocollage_20245811291776.jpg

20240507_200721.jpg

20240507_195741.jpg

20240507_195720.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,আমি প্রতিনিয়ত রঙিন কাগজ দিয়ে নানা রকমের জিনিস তৈরি করে থাকি।রঙিন কাগজের জিনিসগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি তৈরি করতেও ভালো লাগে।তবে সমস্যা হয় একটা সেটা হলো আমি যা তৈরি করবো তার নানা রকমের ভাজ দিতে হয়।আর এই ভাজগুলো লেখার মাধ্যমে তুলে ধরা ভীষণ কষ্টের।তবে আমি চেষ্টা করবো লিখে আপনাদের মাঝে শেয়ার করতে।আশাকরি আপনারা কিছুটা ছবি দেখেও বুঝে নিতে পারবেন।বন্ধুরা,আজ আমি তৈরি করবো রঙিন কাগজ দিয়ে লাভ শেপের একটি খামের অরিগামি।এ ধরনের অরিগামি গুলো একটু বেশীই ভালো লাগে।কেননা,আমরা আমাদের প্রিয় মানুষদেরকে কিছু গিফট দিলে সাথে এই খামে চিরকুটে ও কিছু লিখে দিতে পারি।এতে করে গিফটের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পায়।চলুন এই খামের অরিগামিটি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে দেখে নেই--

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ

20240507_191745.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240507_192500.jpg

20240507_192452.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে লম্বালম্বিভাবে ধরে দুটো ভাজ করে নেবো।

ধাপ-২


20240507_192550.jpg

20240507_192658.jpg

এরপর মাঝ বরাবর ভাজ করে নিয়ে ছবির মতো করে ভাজ করে নেব।

ধাপ-৩


20240507_192704.jpg

20240507_192823.jpg

এবার ছবির মতো করে উল্টো দিকে ভাজ করে নেব।

ধাপ-৪


20240507_193524.jpg

20240507_193621.jpg

20240507_193530.jpg

এবার ছবির মতো করে উল্টো দিকে ছবির মতো করে ভাজ করে নিলাম।

ধাপ-৫


20240507_195318.jpg

20240507_195232.jpg

20240507_195513.jpg

ভাজ করা হয়ে গেলে আমি সামনের কাগজের অংশটুকুকে দুপাশে চিকন করে ভাজ করে নিলাম।

ধাপ-৬


20240507_195702.jpg

20240507_195838.jpg

এরপর নীচের ওই কাগজের অংশটুকু টেনে নিয়ে আটকে দিলাম।আর এভাবেই আমার রঙিন কাগজ দিয়ে লাভ শেপের খামের অরিগামি তৈরি হয়ে গেলো।

উপস্থাপনা


20240507_195720.jpg

20240507_200725.jpg

20240507_200358.jpg

20240507_195806.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা, বাংলাদেশ

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে লাভ শেপের খামের অরিগামিটি আপনাদের কাছে ভালো লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 last month 

রঙিন কাগজ দিয়ে লাভ শেপের খুব সুন্দর একটি খামের অরিগামি তৈরি করেছেন। আপনার মত আমারও রঙিন কাগজের জিনিস গুলো দেখতে যেমন ভাল লাগে তৈরি করতেও খুব ভালো লাগে। লাভ শেপের খামটি সত্যি খুব চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি বেশ চমৎকার একটি অরিগমি তৈরি করেছেন আর আপনি বলেছিলেন যে এটি যদি আমাদের ভালো লাগে তাহলেই আপনার আসল সার্থকতা এই কথাটা আমার সত্যি অনেক ভালো লেগেছে। সত্যি বলতে ব্লগিং করতে আমারও অনেক ভালো লাগে যার কারণে নিয়মিত আপনাদের মাঝে আমিও নতুন, নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। তবে আপনার পোস্টটা সত্যি আজকে অনেক ইউনিক হয়েছে।

 last month 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last month 
 last month 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি লাভ শেপের একটি খামের অরিগামি । খাম বিভিন্নভাবে তৈরি করা যায়। তবে আপনার শেয়ার করা খামটি দেখতে খুবই সুন্দর লাগছে। এটি আরো বেশি সুন্দর লাগছে উপরের লাভ দেখে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last month 

ধন্যবাদ আপনাকে।

 last month 

আসলে অরিগামি পোস্ট আমার ভীষণ ভালো লাগে।
এখানে সৃজনশীলতার একটা ব্যাপার রয়েছে।
আপনি বেশ দক্ষতার সাথে লাভ আকৃতির একটি খাম তৈরি করেছেন, যা দেখতে সত্যিই সুন্দর দেখাচ্ছে। এধরনের চমৎকার কাজগুলো জারি রাখুন।
ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

 last month 

ধন্যবাদ ভাইয়া আপনাকে। সব সময় এভাবেই পাশে থাকবেন আশাকরি।

 last month 

আপু আপনি ডাই ইভেন্টের জন্য খুব সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন। লাভ শেপের এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি যেকোন অরিগ্যামি দেখতে যেমন ভাল লাগে তেমনি বানাতেও খুব ভালো লাগে। লাল পেপার নেওয়াতে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last month 

রঙিন কাগজ দিয়ে আপনি যেটাই তৈরি করবেন সেটাই ভালো লাগবে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে লাভ শেপের একটি খামের অরিগামি তৈরি। আপনার তৈরি এই অরিগামিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তৈরি করার প্রতিটা ধাপ গুলো অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

 last month 

মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাইয়া। ভালো থাকবেন।

 last month 

খুব সুন্দর একটি অরিগামী পোস্ট করেছেন। আপনার অরিগাম পোস্টগুলো আমার কাছে বরাবরি অনেক ভালো লাগে আপু। রঙিন কাগজ দিয়ে লাভ শেপের একটি খাম আমার কাছে অনেক ভালো লাগছে। লাভ শেপের এই খামটি তৈরি করার প্রক্রিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে দেখে মনে হয়েছে অনেক সময় ও ধৈর্য নিয়ে আপনি এই অরিগামি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু।আমার পোস্টটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

রঙিন কাগজ দিয়ে লাভ শেপের একটি খামের তৈরী অরিগামিটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকার ভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রঙিন কাগজ দিয়ে লাভ শেপের খামের অরিগ্যামিটি বানিয়েছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last month 

অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.12
JST 0.029
BTC 66303.73
ETH 3592.29
USDT 1.00
SBD 2.61