* ধানমন্ডি লেকে ঘোরাঘুরি ও রাতের সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি * | | ০৯| ০১| ২৩ ইং | |
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
বাংলাদেশ,ঢাকা থেকে
🌷হ্যালো, আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহ্র অশেষ রহমতে অনেক বেশি ভাল আছি।
Canva দিয়ে বানানো
বন্ধুরা,আমি শিমুল আক্তার,আমার ইউজার আইডি @shimulakter আমি আপনাদের সাথে বাংলাদেশ,ঢাকা থেকে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।বাংলায় ব্লগিং করতে পেরে অনেক বেশি ভাল লাগা নিজের মধ্যে আমি অনুভব করি।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আজ আমি নতুন আর একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমার ব্লগের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন,হে ঠিক ধরেছেন আমি আজ ঘোরাঘুরি ও কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার লেখার সার্থকতা।
বন্ধুরা,বেশ কয়েকদিন ধরে বেশ শীত পরেছে ঢাকা সহ সারাদেশে। বাইরে বের হওয়ার মত অবস্থা আসলে ছিল না।কিন্তু আমাকে এই শীতের মাঝেও গত দুইদিন আগে বিকেলে একটা গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেতে হয়েছিল। প্রয়োজনীয় কাজটি সেরে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল,ফেরার পথে হেঁটেই আসছিলাম।যদিও আমি ফুল প্যাকেট হয়েই বের হয়েছিলাম,হিহিহি। কি করব বলেন এত ঠান্ডা।তাই হাত আর পা মোজাও বাদ দেইনি পরা।আমার ব্লগ যারা পড়েন,তারা জানেন আমি ভিড় ,হইচই খুব একটা পছন্দ করি না।তাই ধানমন্ডি থাকলে ও এই ধানমন্ডি লেকে আমার খুব একটা আসা হয় না।কিন্তু সেদিন শীতের বা ঠাণ্ডার কারনে সন্ধ্যায় লেকের পাশে লোকজন খুব একটা ছিল না।রেস্টুরেন্টের ভেতরে লোকজন ছিল মোটামুটি কিন্তু বাইরে কম ছিল।তাই ভাবলাম আজ কিছু সময় থাকি।আর রাতের লেকের সৌন্দর্যের কিছু ছবি তুলি।সেই জন্য রাতের কিছু ছবি সেদিন তুলেছিলাম,তাই আজ আপনাদের মাঝে শেয়ার করছি।আশাকরি আপনাদের ভাল লাগবে।
এই ধানমন্ডি লেকে দিনের চাইতে রাতে বেশি ভাল লাগে লাইটিং এর জন্য। লেকের পাশে বেশ কিছু সময় দাঁড়ালাম।প্রচণ্ড ঠাণ্ডা বাতাস ছিল সেদিন। নয়ত এম্নিতে খুব ভালোই লাগছিল।লোকজনের কোলাহল ছিল না।
কিছুসময় পর চা এর তেষ্টা পেলো।আপনারা অনেকেই জানেন চা আমার খুব প্রিয় একটি পানীয়। তাই পাশেই রেস্টুরেন্টের ভেতরে গেলাম।এই ঠাণ্ডায় চা না খেলে কি হয়,বলেন তো ? যাই হোক ভেতরে গিয়ে দেখি বেশ কিছু লোকজন আছে।কেউ কেউ গল্প করছে,কেউ বা চা,ফুচকা,চিকেন খাচ্ছে।আমিও চা এর অর্ডার করলাম,সাথে যদিও চিকেন প্যাটিস অর্ডার করেছিলাম।চা খেয়ে এই ঠাণ্ডায় খুব আরাম পেয়েছিলাম।
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস Samsung note10
ফটোগ্রাফারঃ@shimulakter
স্থানঃ ধানমন্ডি লেক,ঢাকা
চা,নাস্তা করে আমি রিকশা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।রাতের এই ধানমন্ডি লেকের সৌন্দর্য আপনাদের কেমন লাগলো ? আমার কিন্তু দারুন লেগেছে।
ধানমন্ডি লেকে ঘোরাঘুরির কিছু ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম,কেমন লেগেছে আপনাদের ধানমন্ডি লেকের রাতের এই সৌন্দর্য,আশাকরি ভাল লেগেছে আপনাদের।আজ এই পর্যন্তই।আবার কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমি শিমুল আক্তার।আমার ইউজার আইডি @shimulakter,আমি একজন বাঙালী।বাংলাদেশে জন্মগ্রহন করেছি বলে,অনেক বেশি গর্ববোধ করি।আমি একজন গৃহিনী।আমি পড়তে, লিখতে ও শুনতে ভালবাসি।নিজেকে সব জায়গাতে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।সব সময় চেষ্টা করি আলাদা কিছু উপস্থাপন করতে। গতানুগতিক কোন কিছুতে আমাকে টানে না।অন্যের মতামতের মূল্যায়ন করার চেষ্টা করি।মানুষকে ভালোবাসি।তাই সব সময় চেষ্টা করি অন্যের উপকার হয় ,এমন কিছু করতে।বাংলাকে ভালোবেসে " আমার বাংলা ব্লগ " এর সাথে আজীবন থাকতে চাই।
ধানমন্ডি লেকে যাওয়া হয়নি! শুনেছি জায়গাটা ঘুরার মতো! ভাবছি যাবো একদিন! শীতের রাতে আসলে ঘুরতেও ভালে লাগে না! যাক, বাহিরে বের হয়ে এককাপ চা খেলেও ভালো লাগে! সুন্দর মুহুর্ত কাটিয়েছেন লেকের পাড়ে!
অনেক ধন্যবাদ ভাইয়া।
জি আপু এবার একটু শীত বেশি পরেছে। গুরুত্বপূর্ণ কাজে বাসায় থেকে বের হয়েছেন ভালো করেছেন গুরুত্বপূর্ণ কাজ বলে কথা। রাতের সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন সব গুলো ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া।
সত্যি বলেছেন আপু সারাদেশে অনেক শীত পড়েছে।এতো শীতে বাইরে বের হওয়া সত্যিই অনেক কষ্টের, তবে কি আর করা প্রয়োজনে বের হতে হয়।আপনি দেখছি ধানমন্ডি লেকে দিয়ে ভালোই ঘুরাঘুরি করেছেন।সত্যি আপু আমার মনে হয় দিনের থেকে রাতেই বেশি সুন্দর লাগছে, যদিও আমি দেখিনি হাহা হা।আসলে আপু এমন শীতের সময় চা খেলে অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
শীতের কারনে বাহিরে বের হওয়া বেশ কস্টকর ।কিন্তু দরকার পরলে তো যেতেই হয়। আমি বেশ কয়েকবার ধানমন্ডি লেক বেড়াতে গেছি বেশ ভাল লাগে। রাতে আর ও বেশী ভাল লাগে। আপনি ধানমন্ডি লেকের রাতের সৌন্দর্য্য ফটোগ্রাফিতে বেশ সুন্দরভাবে তুলে এনাছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।
শীতের সময় বাইরে বের হওয়া কষ্টসাধ্য। কি আর করার কাজ থাকলে তো যেতেই হবে। এইবার একটু শীত বেশি পড়েছে। শীতের ভিতর কোথাও যেতে ভালো লাগেনা। যারা কর্মজীবনে ব্যস্ত তাদের তো কাজের জন্য বাহিরে যেতেই হয়। শীত ই কি আর গরমে কি কাজ তো কাজই।
ঠিক তাই, কাজ মানে না কোন শীত, গ্রীষ্ম হিহিহি। ধন্যবাদ ভাইয়া।
আসলেই আপু কদিন ধরে ভালোই শীত পড়তেছে ৷ আর এমন শীতে বাইরে বের হওয়া বেশ কষ্টের ৷ যাই হোক ধানমন্ডি লেকে ভালোই সময় কাটিয়েছেন সাথে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ৷ আসলেই রাতের ধানমন্ডি লেক বেশি ভালোই সুন্দর এমন লাইটিং এর জন্য ৷ যাই হোক অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।
ঠিকই বলেছেন আপু আমরাও খুব দরকার না হলে বাহিরে একদমই বের হচ্ছি না কারণ বাহিরে প্রচুর পরিমাণে শীত। আপনি খুব ভালো সময় কাটিয়েছেন লেকের পাড়ে দাঁড়িয়ে আর লোকজন কম ছিলো এজন্য সেখানে কিছু সময় একান্তে কাঁটাতে পেরেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মহূর্ত শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ও অনেক ধন্যবাদ আপু।
আমার ভার্সিটি লেকের কাছে থাকাতে প্রায় সময় সেখানে আমাদের আড্ডা হতো। কিন্তু আমি সবসময় দিনের বেলা গিয়েছি আর দিনের সৌন্দর্য অনেক উপভোগ করেছি। কিন্তু রাতের এই সুন্দর দৃশ্য কখনো দেখা হয়নি। আপনার পোস্টের মাধ্যমে এত সুন্দর লেকের পাড়ের রাতের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
কোন ভার্সিটিতে পড়েছেন আপু, জানাবেন তো। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ধানমন্ডি লেকে আগে কখনো যাওয়া হয়নি। তবে আজ আপনার পোষ্টের মাধ্যমে দেখে ফেললাম। দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক সুন্দর দেখতে। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে প্রথম ফটোগ্রাফিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।