আমার স্বরচিত অনুভূতির কবিতা -❤️ " জীবন ও আমরা "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত অনুভূতির কবিতাঃ
কানভা দিয়ে বানানো
আজ একটি কবিতা শেয়ার করতে চলে এলাম। আমি গুনে গুনে দেখলাম দীর্ঘ ১৫ দিন পর আমি আজকের এই কবিতাটি লিখতে পেরেছি।এতোটা দিন কেন লিখিনি তাইতো জানতে চাইছেন? সত্যি কথা এটাই আমি প্রতিনিয়ত কবিতা লেখার ট্রাই করে গেছি।কিন্তু একটি লাইন ও আমি লিখতে পারছিলাম না।এ কদিনে অনেক খাতার কাগজ আমার নষ্ট হয়েছে।এমনটা আসলে আমার আগে কখনও হয়নি। এখন কেন এমন হচ্ছে তা আপনারা সবাই জানেন।মনটা ভালো নেই।মন ভালো না থাকলে কোন সৃজনশীল কাজ আসেনা।বন্ধুরা,সময়টা খুব খারাপ যাচ্ছে।শরীরের সুস্থতা থাকলেও মানসিকভাবে ভালো থাকা হচ্ছে না।চারপাশের এতো এতো খাবাপ খবর মনকে স্থির থাকতে আসলে দিচ্ছে না।তারপরেও চেষ্টা করে যাচ্ছি মনকে সুস্থ রাখার।মানসিক শান্তি ভীষণ জরুরী।আল্লাহ ধৈর্য ধারন করার তৌফিক দিন সবাইকে,আমিন।
কবিতা লেখা সহজ কাজ নয় তা কিন্তু আমরা সবাই জানি।একটি কবিতা লিখতে হলে সেই কবিতাটির অনেক দিক বিচার বিবেচনা করে লিখতে হয়।কবিতার ছন্দ থাকতে হয়।তবেই না সেই কবিতাটি আবৃত্তি করতেও ভালো লাগে। আমি মনকে স্থির করার চেষ্টা করে আজকের এই কবিতাটি লেখার চেষ্টা করলাম।জানি না আপনাদের কাছে আমার আজকের লেখা কবিতাটি কেমন লাগবে।তবে আমি সামনের দিনগুলোতে সুন্দর সুন্দর বিষয় নিয়ে চমৎকার চমৎকার কবিতা লিখব আশা রাখি।
আমরা আর আমাদের জীবন আজ বড্ড বেশী অনিশ্চিত হয়ে গেছে।আমি আজ আমরা ও আমাদের জীবন নিয়ে কবিতাটি লেখার চেষ্টা করেছি।আমাদের সবার মনে রাখতে হবে আমরা যেমন মনুষ্যত্বহীন হয়ে বাঁচবো না।তেমনি আমাদের জীবন ও অনেক দামী।এই জীবনকে আমরা হেলা-ফেলা করে পরিচালিত করবো না।জীবন জীবনের মতো চলবে। আর আমরা ও আমাদের মনুষ্যত্ব কে কখনও বিসর্জন দেব না।এ ধরনের কিছু অনুভূতি নিয়ে আমার আজকের কবিতাটি লেখা।আমার আজকের অনুভূতির কবিতাটির নাম হলো -জীবন ও আমরা।আসুন আমরা কবিতাটি আবৃত্তি করে আসি---
কবিতা - জীবন ও আমরা
লেখা - শিমুল আক্তার
মনটা আজ এলোমেলো
আবেগ গুলো ছুটি নিলো
মনে থাকা অনুভূতিরা
কোথায় কেন জানি হারিয়ে গেলো।
ভুলতে চাইলে ও পারিনা ভুলতে
মন আমার শুধু ই যে ভেবে মরে
সহজ স্বাভাবিক জীবন আবার
আসবে ফিরে নতুন দিনে।
কোলাহলপূর্ণ হবে রাজপথ
স্বস্তি ফিরবে মানুষের মনে
মনুষ্যত্বহীন হয়ে মোরা
বাঁচতে চাই না হাজার বছর।
বিবেককে জাগ্রত রেখে
চলবো মোরা একই সাথে
সুখ-দুঃখ ভাগ করে নেবো
ভাই ভাই হয়ে একই সাথে।
জীবনের মূল্য অনেক বেশী
মনে রাখবো এ কথাটি
জীবনকে তাই সাজিয়ে নেবো
তুমি,আমি আর আমরা সকলে ই।
আজ আর নয়।আশাকরি আমার আজকের অনুভূতি নিয়ে লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সকল স্বার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
X-promotion
মনের অনুভূতি থেকে কবিতার তৈরি হয়। আর আপনি নিজের অনুভূতি থেকে দারুণ কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। চমৎকার ছিল আপনার কবিতা।
অসংখ্য ধন্যবাদ আপু।
আজকে আপনি মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।জীবন ও আমরা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আমাদের প্রত্যেক মানুষের জীবন অনেক মূল্যবান। তাই জীবনকে সুন্দর এবং সঠিক পথে নিয়ে যেতে হবে। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন খুব সুন্দর করে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
আপনার লেখা কবিতা টি পড়ে খুবই ভালো লাগলো আপু।মনের মাধুর্য্য দিয়ে প্রতিটা লাইন উপস্থাপন করেছেন।বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।
এক খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে। আজকের কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার ভাষাগুলো ছিল খুবই সুন্দর।
ধন্যবাদ ভাইয়া।
যাক শেষ পর্যন্ত ১৫ দিন পরে আপনি কবিতাটি আমাদের মাঝে শেয়ার করতে পেরেছেন এটা জেনে বেশ ভালো লাগলো। কবিতা পড়তে এবং লিখতে ও ভাই আমার ভালো লাগে আপনাকে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে মুগ্ধ হয়েছি এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ জানাই আপনাকে।
অবশেষে দীর্ঘদিন পর কবিতা লিখতে পেরেছেন জেনে সত্যি ভীষণ ভালো লাগলো।আসলে ইচ্ছে করলেই কবিতা লেখা যায় না ।কবিতা লেখার জন্য সুস্থ মন মানসিকতাও থাকতে হয়।সুস্থ মন মানসিকতা না থাকলে কবিতা লেখা যায় না। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দারুন একটি কবিতা লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।