আমার স্বরচিত অনুভূতির কবিতা -- 🖤🖤 " কষ্ট আমার "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত অনুভূতির কবিতা কষ্ট আমারঃ
বন্ধুরা,বেশ অনেকদিন ধরে খুব ব্যস্ততায় দিন কাটছে।অনেক বেশী ব্যস্ততা আমাকে গ্রাস করলেও আমি ভেঙ্গে পরি না।বরং নতুন উদ্যোগ নিয়ে কাজ করে যেতে পারি।তবে বেশ কিছুদিন ধরে মনের উপর চাপ নিয়ে ও কাজ করে যাচ্ছি।মনের উপর চাপটা খুব একটা নিতে পারিনা।ভেঙ্গে পরি আমি।শারীরিক পরিশ্রম করা যায় যদি মনের জোর থাকে।মনের জোর কমে গেলে আর কিছুই করা হয়ে উঠে না।
আজ কবিতা লিখছি মনের কষ্ট থেকে।মনটা বেশকিছু দিন ধরে ভালো যাচ্ছে না।আব্বুর অসুস্থতা মনটাকে বিষন্ন করে দিয়েছে।নিজের এক্টিভিটিজ বজায় রাখতে প্রতিনিয়ত পোস্ট শেয়ার করে যাচ্ছি।কবিতা লেখা সহজ বিষয় নয়।মনের অস্থিরতা থেকে কোন কাজই আসলে ঠিক মতো করা হয়ে উঠে না।আর কবিতা লেখা তো আরো বেশী কঠিন কাজ।তারপরেও আজ একটি কবিতা লেখার চেষ্টা করলাম।কবিতার নাম "কষ্ট আমার"।
মনে মানুষের হাজার ও কষ্ট থাকে।সেই কষ্ট কোনকিছু দিয়ে লাঘব করা যায় না।প্রিয় মানুষের অসুস্থতা সহ্য করা যায় না।আর সেই প্রিয় মানুষটি হয় যদি বাবা তবে তো আরো সেই কষ্ট সহ্য করা যায় না।আমার বাবা একদম সুস্থ হয়ে উঠবে তেমনটা নয়।আব্বুর কিডনির অবস্থা খুব ই খারাপ।আল্লাহর হাতেই জীবন মরন। মন থেকে চাইছি আরো কিছু বছর আমার বাবাকে আল্লাহ বাঁচিয়ে রাখুন।বাবা ডাকটা কাকে ডাকবো বাবা বলে।প্রতিদিন কে ফোন দিয়ে বলবে,"মামনি তুমি কেমন আছো"।
মনের সব কষ্টের অনুভূতি নিয়ে আজ কবিতাটি লিখেছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আজ বাবা বেশ কিছুদিন ধরে হাসপাতালে।হাসপাতাল থেকে ছেড়ে দিলে ও আবার আব্বু কে হাসপাতালে ভর্তি হতে হবে আমরা এটা জানি।আব্বু হাসপাতালে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে।অনেক রোগ বাসা বেঁধেছে শরীরে।তাই ছেলেবেলার সেই মায়াভরা মুখটি আর দেখা হয়না।বাবার আজ এমন কষ্টের দিনগুলোতে আমি চারিপাশে আঁধার দেখছি।বিষন্নতা আমাকে ঘিরে ধরেছে।সেই অনুভূতি নিয়ে আমি আমার আজকের কবিতাটি লিখেছি।আসুন,কবিতাটি আবৃত্তি করে আসি--
কবিতার নাম -কষ্ট আমার
লেখা-শিমুল আক্তার
চারিপাশে আজ নেমেছে আঁধার
আলোর দেখা পাওয়া মেলা ভার
দুচোখে শুধু তোমায় খুঁজি
ঝাপসা দুচোখ হয় যে আমার।
ভালোবাসার কত স্মৃতি
মনে পরে আজ একা বসে
মায়াভরা মুখটি তোমার
ছেলেবেলায় যাই হারিয়ে।
কত কথা মনে পরে
মন আমার আজ এলোমেলো
ভাবনারা দিচ্ছে যন্ত্রণা আমায়
কষ্ট গুলো মনের মাঝে।
কষ্ট পেয়ে আমি আজ ও
বসে আছি তোমার আশায়
তোমার মুখে চেয়ে থেকে
মায়া মাখা মুখ দেখবো তোমার।
নানা রোগে বাসা বেঁধেছে
স্বস্তি তোমায় দিচ্ছে না অসুখ
দোয়া করি সব সময় আমি
ভালো রাখবেন আল্লাহ রাব্বুল।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেনি | কবিতা |
---|---|
ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
X-promotion
মনের জোর না থাকলে সত্যি কিছু করা যায় না। ভালো থাকার জন্য মন ভালো থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপু আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে মানসিক শান্তি যেমন দরকারি। তেমনি কোন কাজ করতে গেলে মানসিকভাবে ভালো থাকাটা আরও বেশি দরকার। আপু আপনার বাবা যেন সব সময় ভালো থাকেন এই দোয়াই করি।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।