সিজন - ২ 💝 পাওয়ার আপ -- ৮০ স্টিম 💝 | | 10 % beneficiary for @shy-fox | | ২৩| ১১| ২২ ইং | |
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
হ্যালো বন্ধুরা ,
🌷আসসালামু আলাইকুম,আমি শিমুল আক্তার, আমার ইউজার আইডি @shimulakter,আমি বাংলাদেশ ঢাকা থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
Canva দিয়ে বানানো
পাওয়ার বৃদ্ধি করা মানে নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করা।আমি তৃতীয়বারের মত আজও পাওয়ার আপ করতে যাচ্ছি,আমি আজকের পোষ্টে ৮০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি। তাই প্রতিনিয়ত নিজের একাউন্টে সক্ষমতা বৃদ্ধি করতে আমি পাওয়ার আপ করে যাব। দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।আমি যেভাবে পাওয়ার আপ করেছি সেই প্রক্রিয়াগুলো নিম্নে খুব সুন্দরভাবে বর্ণনা করছি।
ধাপ - ১
প্রথমে আমি স্টিমিট একাউন্টে এ যাব,এরপর প্রোফাইল থেকে আমি আমার ওয়ালেটে যাব। এখানে আমার বর্তমান অবস্থা দেখতে পাবো।অর্থাৎ পাওয়ার আপের পূর্বে আমার স্টিম পাওয়ার যা ছিল তার স্ক্রিনশট।
ধাপ - ২
এবার পাওয়া আপের জন্য,প্রথমে স্টিম এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে এবং পাওয়ার আপ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ - ৩
এবার কত স্টিম পাওয়ার আপ করব সেই এমাউন্টটা বসাবো। আমি ৮০ স্টিম পাওয়ার আপ করছি তাই ৮০ বসিয়ে দিয়েছি।এবার পাওয়ার আপে ক্লিক করতে হবে তারপর ওকে অপশনে ক্লিক করতে হবে।
ধাপ - ৪
এবার এক্টিভ কী দিয়ে সাইন ইন করে দিতে হবে।ব্যাস আমার পাওয়ার আপ কমপ্লিট।
ধাপ -৫
পাওয়ার আপের পর স্ক্রিনশট।আমার বর্তমান স্টিম পাওয়ার।
আমি টেবিল আকারে পূর্বের এসপি(sp) এবং বর্তমান এসপি (sp) তুলে ধরছি,এতে করে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন।
বর্তমান | ওয়ালেট |
---|---|
পূর্বের এসপি | ২৭৯ .২৭২ |
পাওয়ার আপ | ৮০ স্টিম |
বর্তমান এসপি | ৩৫৯ . ২৭৩ |
আজকের মত এখানেই শেষ করছি।আশাকরি আমার পাওয়ার আপের পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আমি প্রতিনিয়ত চেষ্টা করব পাওয়ার আপ করে আমার একাউন্টের ক্ষমতা বৃ্দ্ধি করতে।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমি শিমুল আক্তার।আমার ইউজার আইডি @shimulakter,আমি একজন বাঙালী।বাংলাদেশে জন্মগ্রহন করেছি বলে,অনেক বেশি গর্ববোধ করি।আমি একজন গৃহিনী।আমি পড়তে, লিখতে ও শুনতে ভালবাসি।নিজেকে সব জায়গাতে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।সব সময় চেষ্টা করি আলাদা কিছু উপস্থাপন করতে। গতানুগতিক কোন কিছুতে আমাকে টানে না।অন্যের মতামতের মূল্যায়ন করার চেষ্টা করি।মানুষকে ভালোবাসি।তাই সব সময় চেষ্টা করি অন্যের উপকার হয় ,এমন কিছু করতে।বাংলাকে ভালোবেসে " আমার বাংলা ব্লগ " এর সাথে আজীবন থাকতে চাই।
একাউন্টঃ @shimulakter
পাওয়ার বৃদ্ধিঃ = 28.6738%
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
আপনার পাওয়ার আপের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো আপু। এভাবে পাওয়ার আপের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান। স্টিমিটে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ অত্যন্ত জরুরি। ধন্যবাদ আপনাকে আপু পাওয়ার আপের পোস্টটি শেয়ার করার জন্য।
আমার বাংলা ব্লগে দীর্ঘমেয়াদি কাজ করার উদ্যোগে আপনি নিজেকে একজন শক্ত ব্লগার হিসেবে তৈরি করে নিচ্ছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আপনার পাওয়ার আপ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপু।
ধন্যবাদ ভাইয়া। অনেক ভাল লাগলো মন্তব্য পেয়ে।
আপু আজ তো অনেক স্টিম পাওয়ার আপ করলেন ৷ সত্যি অনেক ভালো লাগলো ৷ আর এভাবেই এগিয়ে যান ৷
আর এই সপ্তাহে আপনি প্রথমে থাকবেন পাওয়ার আপে ৷
ধন্যবাদ আপু ৷
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকেও।
অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু আপনি তো আজ অনেক স্টিম পাওয়ার আপ করেছেন। পাওয়ার আপ পোস্ট দেখলে নিজের কাছে অনেক ভালো লাগে। এই পাওয়ার আপ এর মধ্যে দিয়ে নিজের সক্ষমতাকে বৃদ্ধি করা যায়। আজ আপনি আশি স্টিম পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক বড় একটি এমাউন্টও পাওয়ার আপ করলেন।পাওয়ার আপ এর মাধ্যমে ক্ষমতাকে আরো শক্তিশালী করেন। এভাবে আপনি এগিয়ে যাবেন, আপনার জন্য রইল শুভকামনা।
অনেক ভাল লাগলো ভাইয়া মন্তব্য পেয়ে। অনেক ধন্যবাদ আপনাকে।
এখানে আসার পর থেকে, এত বড় পাওয়ার আপ আমি কাউকে করতে দেখিনি। এই প্রথম তোমাকেই দেখলাম এত বড় পাওয়ার আপ করতে। এভাবেই এগিয়ে চলো আশা করি খুব তাড়াতাড়ি তুমি সফল হবে। আর দীর্ঘমেয়াদী কাজের জন্য প্রস্তুত হবে এখানে।