নাটক রিভিউ -- 💕 " তবুও ভালোবাসি "
আসসালামু আলাইকুম
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,শুভ সকাল সবাইকে । কেমন আছেন আপনারা??
"আমার বাংলা ব্লগ" এর ভারতীয় ও বাংলাদেশী ভাই ও বোনেরা,আমি@shimulakter,আমি বাংলাদেশে ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আমি একজন নিয়মিত ইউজার।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।আজ আমি নাটক রিভিউ শেয়ার করতে যাচ্ছি। বাংলা নাটক আমার খুব ভালো লাগে।আশাকরি আমার আজকের নাটকের রিভিউ পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
নাটকের গুরুত্বপূর্ণ তথ্যসমুহঃ
নাটক | তবুও ভালোবাসি |
---|---|
পরিচালক | বি ইউ শুভ |
অভিনয়ে | অপুর্ব, তানজিন তিশা এবং আরো অনেকে |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রচার | ৮ ই ফেব্রুয়ারী ২০২৪ |
সময় | ৪৩ মিনিট |
কাহিনী সারসংক্ষেপঃ
আজকে আবার নতুন একটি নাটকের রিভিউ করতে চলে এলাম।নাটকটির সার সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করছি।এই নাটকটির নাম তবুও ভালোবাসি।এই নাটকটির প্রধান দুইটি চরিত্রের মধ্যে আছেন অপুর্ব ও তানজিন তিশা।প্রথমেই দেখা যাবে এরা দুজন মোবাইলে চ্যাটিং করছেন।আসলে এদের দুজনের অনলাইনের মাধ্যমে পরিচয়।পরিচয় বলতে শুধু ওই চ্যাটিং পর্যন্তই।কখনো কেউ কাউকে দেখেনি।এমন কি কেউ কারো ভয়েস ও শোনেনি।এভাবেই চ্যাটিং এর মাধ্যমে দুজনের বন্ধুত্ব গড়ে উঠেছে।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
একদিন তিশা তার বাসা থেকে বের হয়ে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন।অপুর্ব তার বন্ধুর গাড়ি নষ্ট হওয়াতে মাথা নিচু করে দেখছিলেন।ঠিক সেই সময় বন্ধু ভেবে পানির বোতল তিশার দিকে এগিয়ে দিচ্ছিলেন।তিশা বোতল না ধরাতে অপুর্ব বন্ধু ভেবে মুখ তুলে তিশাকে দেখতে পায়।আর তিশার দিকে তাকিয়ে থাকে।তিশা তখন রিকশা পেয়ে চলে যায়।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
এরপর দেখা যাবে তিশার ভাইয়ের কাছে অপুর্বর বাবা আসেন।কারন অপুর্বর বাবা একজন ডেভেলপার।তিনি এসেছেন কারন তিশার ভাই তাদের বাড়িটি বিক্রি করে দিবেন।তাই অপুর্বর বাবা কথা বলতে এসেছেন।আর বাড়িটি দেখতে এসেছেন।বাড়িটি তার পছন্দ হয়েছে।তিশার ভাই অপুর্বর বাবাকে আরো জানান তিনি কেন বাড়িটি বিক্রি করতে চাইছেন।তিশার ভাই বাইরে থাকেন।তাদের বাবা নেই।মা অসুস্থ। আর তিশা কথা বলতে পারে না।এদেশে থাকলে তার বোনকে কেউ জেনে বুঝে বিয়ে করতে আসবে না।কিন্তু বিদেশে এমনটা হয় না।তাই সে বাড়িটি বিক্রি করে মা আর বোনকে তার কাছে নিয়ে যাবেন।একথা শুনে অপুর্বর বাবা বললেন,এটা খুব ভালো হবে।তানজিন তিশা আড়াল থেকে দুজনের কথাই শুনে ফেলে।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
রাতে যখন অপুর্ব তিশাকে এস এম এস দেয় তখন তিশার মন খারাপ অপুর্ব কে বলে।অপুর্ব মন খারাপের কারন জানতে চাইলে তিশা কিছুই বলে না।অপুর্ব তখন তিশাকে বলে আমরা বন্ধু একজন অন্য জনের কষ্ট শেয়ার করবো এমনটাই কথা ছিল।কিন্তু তিশা পরের দিন তার এক্সাম আছে বলে ফোনে চ্যাটিং করা শেষ করে ফোন রেখে দেয়।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
এদিকে অপুর্ব পরের দিন তার বন্ধুর গাড়ি নিয়ে আবার তিশার এলাকাতে যায়।তিশার সাথে দেখা হবে ভেবে।কিন্তু সেদিন আর দেখা হয় না।অন্য দিকে তিশার ভাই তার মা কে এসে জানায় বাড়িটি বিক্রি করে দিয়ে তাদের দুজনকে এখান থেকে নিয়ে যাবে।কিন্তু তিশার মা এতে রাজি নয়।তিশার মা বলেন,তিনে বাইরে গিয়ে থাকতে পারবেন না।তিনিজীবনের শেষ সময়টা দেশের মাটিতেই থাকতে চান।কিন্তু তিশার ভাই তাতে অমত করে।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
এরপর দেখা যাবে তিশা তার ও তার মায়ের এই বাড়িটি বিক্রি না করার কথাগুলো কাগজে লিখে অপুর্বর বাবার অফিসে আসেন।অপুর্বর বাবা তিশাকে জানায় এখন আর কিছু করা সম্ভব নয়।কারন তিনি তার পার্টনারদের সাথে মিটিং করা শেষ করে ফেলেছেন।এখন সবকিছু কর্নফার্ম হয়ে গেছে।এ সময় অপুর্ব তার বাবার অফিসে এসে সব কথা শুনে ফেলেন।অপুর্ব তার বাবাকে রিকুয়েষ্ট করেন।কিন্তু তিনি অপারগ তেমনটাই বলেন।এরপর অপুর্ব তার বাবার কাছ থেকে তিশাদের বাড়ির ঠিকানা নিয়ে নেয়।অপুর্ব বাবা তাকে বলে বাড়িটি দেখে আসতে।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
এরপর দেখা যাবে অপুর্ব তিশাকে এস এম এস করেন।তিশার মন খারাপ এমনটা ই বলেন।দেশ ছেড়ে যেতে হবে এমন কিছু ইংগিত তিনি অপুর্বকে দেন।অপুর্ব পরের দিন তিশাদের বাড়ি দেখতে যান।বাড়ি ঘুরে ঘুরে দেখে তিনি চলে আসেন।
স্ক্রিনশর্টঃ ইউ টিউব
এরপর অপুর্ব আবার তিশাদের বাড়ি দেখতে যান।বাড়ি আর তিশার পাখি দেখে অপুর্ব বুঝে ফেলেন এই তিশাই তার অনলাইন ফ্রেন্ড।এর পরে আরেকদিন অপুর্ব তিশাদের বাড়ি যায়।তিশা ছাদে ছিল। তিনি ও ছাদে গিয়ে তিশাকে এস এম এস করে বুঝিয়ে দেন তিনিই তার সেই অনলাইন ফ্রেন্ড। তিশা মনে মনে ভীষণ খুশী হন।অপুর্বর মা বেঁচে নেই।তাই তিনি বাসায় এসে তার বাবাকে বলেন একটি মেয়ে তার ভীষন পছন্দ হয়েছে।অপুর্বর বাবা শুনে তো ভীষণ খুশী।মেয়েটি কে জানতে চায়। অপুর্ব তিশার কথা বলাতে তার বাবা খুব আপসেট হয়ে যায়। ছেলেকে তিনি বুঝানোর চেষ্টা করেন। আবেগ দিয়ে বেশি দিন চলা যায় নাতার সিদ্ধান্ত যে ভুল তাও বলেন।কিন্তু অপুর্ব এ কথা শুনতে নারাজ।অপুর্ব বলেন তিশার মনের কথা তিনি বুঝতে পারেন।তাই কথা বলতে পারা আর না পারার মাঝে কিছু নেই।কিন্তু অপুর্বর বাবা অপুর্বর উপর খুব মন খারাপ করেন।
অপুর্ব কি বাবার অমতে তিশাকে বিয়ে করবে?? নাকি তাদের বিয়েটা আর হবে না।অপুর্ব কি তিশাদের বাড়ি ডেভেলপারদের কাছ থেকে ফিরিয়ে আনতে পারবে? নাকি বাড়িটি শেষ পর্যন্ত হাত ছাড়া হয়ে যাবে? এসব কিছু জানতে হলে নাটকটি আপনাদের দেখতে হবে।আশাকরি নাটকটি দেখলে সব প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।
আমার মতামত
নাটকটি দেখে আমি আমার কিছু মতামত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি।সত্যি কথা বলতে সত্যি ভালোবাসা সেটাই যেখানে মনটাকে বোঝা যায়। মন কে বুঝতে পারলেই মানুষটিকে পাওয়া হয়ে যায়। এই নাটকে অপুর্ব ও তিশা কেউ কাউকে কখনও দেখেননি।এমন কি দুজন দুজনের সাথে কথা ও বলেননি।শুধুমাত্র চ্যাটিং করেই দুজন দুজনকে বুঝতে পেরেছেন।তিশা বোবা অর্থাৎ কথা বলতে পারেন না। তা শুনেও অপুর্ব পিছু ফিরে যায়নি।তিনি নিজেই তিশাকে বিয়ে করে নেন।এরপর তার বাবা ভুল বুঝতে পেরে তিনি নিজেই তাদেরকে নিতে চলে আসেন।আর তিশার ভাই অপুর্ব কে বলেছিল তার বোনকে অপুর্ব এই বাড়ি দেখে বিয়ে করতে এসেছে।যখন সে বুঝতে পারলো এই বাড়ির প্রতি অপুর্বর কোন আগ্রহ ই নেই।তখন তিনিও নিজেকে শুধরে অপুর্ব ও তিশাকে মেনে নেন।তিশার ভাই বলেন,তার বোবা বোনকে যে কেউ স্বেচ্ছায় বিয়ে করবেন তা তিনি বুঝতে পারেননি।এরপর সবাই সবার জায়গা থেকে নিজেদের ভুল গুলো ঠিক করে নেন।আসলে সত্যি ভালোবাসা হলে কোনকিছুর জন্য ই তাকে ছেড়ে দেয়া যায় না।এটা খুব সুন্দরভাবে এই নাটকে তুলে ধরা হয়েছে। আশাকরি নাটকটি আপনাদের কাছে ভালো লাগবে।আমি নীচে নাটকটির লিংক দিয়ে দিচ্ছি।
রেটিং
পরিচালনা | ৯ |
---|---|
কাহিনী | ৯ |
অভিনয় | ৯ |
বন্ধুরা সম্পূর্ণ নাটকটি নিজের ভাষায় লিখেছি।আশা করি নাটকটি আপনাদের ভালোই লাগবে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আবার কথা হবে পরবর্তী ব্লগে।আজ এখানেই বিদায়।সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
শ্রেণী | নাটক রিভিউ |
---|---|
ক্যামেরা | SamsungA20 |
পোস্ট তৈরি | @shimulakter |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার। আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে।আর সবাইকে নতুন নতুন রেসিপি করে খাওয়াতে ভীষণ
ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
তবুও ভালোবাসি এই নাটকটা আমার অনেক বেশি ভালো লেগেছে। অপূর্ব এবং তানজিন তিশার এই জুটিটা আমার অনেক বেশি পছন্দের। তারা দুজনেই নিজেদের অভিনয় খুব ভালোভাবে করে থাকে। তাদের দুজনের নাটক কয়েকবার দেখা হয়েছিল আমার। তবে এই নাটকটার রিভিউ বেশি ভালো লেগেছে। আমি সময় পেলে চেষ্টা করব এই নাটকটা দেখে নেওয়ার জন্য। রিভিউ যেহেতু এত ভালো লেগেছে, আশা করছি দেখতেও খুব ভালো লাগবে।
অনেক ধন্যবাদ ভাইয়া। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ জানাই।
আপনি আজকে খুব চমৎকার একটি নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও বর্তমান সময় যেসব নাটকগুলো হয়ে থাকে এসব নাটকগুলো তেমন দেখা হয় না। আমি সবসময় পুরনো নাটক গুলো দেখতে বেশি ভালোবাসি। আপনার শেয়ার করা নাটকের রিভিউ করে বুঝতে পারলাম নাটকে মূল বিষয়বস্ত। সব মিলে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া।
সত্যি কথা বলতে আগো আমি অপূর্ব এর অনেক নাটক দেখেছি। অপূর্ব এর নাটক দেখতে আমার খুবই ভালো লাগে।। আপনি দেখছেন অপূর্ব আজকে একটি নাটক আমাদের মাঝে শেয়ার করেছেন যেটার নাম হচ্ছে তবুও ভালোবাসি। এই নাটকটি আমার এখনো দেখা হয়নি তবে এই নাটকের বিষয় সম্মতি জেনে দেখার ইচ্ছে জাগছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই।
Twitter link
তবুও ভালোবাসি নাটকটি দেখেছি। অপূর্বর নাটক আমি কখনো মিস্ করি না। নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অপূর্ব এবং তানজিন তিশার অভিনয় একটু বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন ধন্যবাদ আপনাকে আপু।
মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ এই নাটক এর রিভিউ আপনার কাছ থেকে দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এই নাটক এর রিভিউ শেয়ার করেছেন তা অনেক সুন্দর হয়েছে৷ একইসাথে এর মধ্যে যেসকল ঘটনাগুলো ঘটেছিল সবগুলো ঘটনাই আপনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করার জন্য৷
আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য।
আপু আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। অপূর্বর নাটক দেখতে আমি খুব পছন্দ করি। সময় পেলেই তার নাটক দেখা যায়। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। সময় পেলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।