DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে একটি কলম দানির অরিগামি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী


প্রিয় বন্ধুরা,


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।


রঙিন কাগজ দিয়ে একটি কলম দানির অরিগামিঃ


CollageMaker_202391222236463.jpg

CollageMaker_20239123306194.jpg

BeautyPlus_20230901220949032_save.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে যেমন ভালো লাগে। ঠিক তেমনি দেখতেও ভীষন ভালো লাগে। তাইতো প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু ডাই পোস্ট করার।আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি কলম দানি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।তবে চলুন শুরু করার আগে আমার কি উপকরন লেগেছে দেখে নেই।

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২.গ্লু
৩.কাঁচি
৪.এক টুকরো কার্ড বোর্ড

20230901_215103.jpg

কার্য প্রনালীঃ


ধাপ-১


20230901_215208.jpg

20230901_215310.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে লম্বালম্বি ও আড়াআড়ি ভাঁজ করে নেবো।এরপর দুই পাশ থেকে কাগজ টেনে মাঝ বরাবর ভাঁজ করে নেবো।

ধাপ-২


20230901_215353.jpg

20230901_215403.jpg

20230901_215424.jpg

এরপর ছবির মতো করে ভাঁজ করে নিলাম।

ধাপ-৩


20230901_215447.jpg

20230901_215522.jpg

20230901_215556.jpg

এই কাগজটিকেও একইভাবে ভাঁজ করে নিলাম।

ধাপ- ৪


20230901_215921.jpg

20230901_215945.jpg

BeautyPlus_20230901220103476_save.jpg

এরপর ছবির মতো করে একটার মধ্যে অন্যটিকে দিয়ে দিলাম।

ধাপ-৫


BeautyPlus_20230901220117127_save.jpg

BeautyPlus_20230901220153946_save.jpg

BeautyPlus_20230901220207391_save.jpg

ছবির মতো করে ভাঁজ করে নিলাম।

ধাপ-৬


BeautyPlus_20230901220301664_save.jpg

20230901_220354.jpg

20230901_220417.jpg

এরপর কার্ড বোর্ডে গ্লু দিয়ে কাগজ আটকে নিলাম।

ধাপ-৭


20230901_220704.jpg

20230901_221025.jpg

20230901_221002.jpg

BeautyPlus_20230901220949032_save.jpg

এরপর গ্লু দিয়ে ওটাকে আটকে নিয়ে কাগজের বাড়তি অংশগুলো কেটে ফেললাম।

উপস্থাপনা


photocollage_20239212418551.jpg


পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে কলম দানির অরিগামিটি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jSsrcWv1d4VHwc5BkP5QB4ojjxTiGdz5tSJNHHowTrkNokgh3YzksvXsEcBWrAkSuKEged5Pwym6XPyJkZHqxqCH.gif

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে একটি কলম দানির অরিগামি তৈরি করেছেন।দেখতে খুবই চমৎকার লাগছে। আর এটি ছাত্র জীবনের খুব প্রয়োজনীয় জিনিস।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনকর জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

কলম দানির অরিগামি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত বেশি সুন্দর লাগতেছে যে আপনাকে বলে বোঝাতে পারছি না। এধরনের নিখুঁত কাজ গুলো দেখলেই ভীষণ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আপনাকে ও জানাই ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালোলাগা কাজ করে সব সময়। রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি কলমদানি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর রঙিন কাগজের ডাই পোস্ট আপনার কাছ থেকে আশা করব। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে দারুন একটি কলমদানি প্রস্তুত করেছেন।
দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।
বিশেষ করে কাগজ ভাজ দেয়ার ব্যাপারটা দারুন ভাবে উপস্থাপন করেছেন।
কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটেছে।

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কলম দানি তৈরি করেছেন। সেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আপনার প্রতিটি পোস্ট আমার কাছে অসাধারণ লাগে। এটা তার ব্যতিক্রম নয়। কলম দানি তৈরির প্রতিটি বিষয় আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কলমদানি তৈরি করেছেন। কলম দানিটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি কলমদানি তৈরি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 11 months ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 
 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে কলম দানি তৈরি করে । আপনার তৈরি রঙিন কাগজের কলম দানি দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। আসলে এই সমস্ত পোস্টগুলো তৈরি করতে হলে অনেক সময় এবং অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ আপু প্রতিটা স্টেপ আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি কালারফুল কলমদানি তৈরি করেছেন আপু।আপনার তৈরি কলমদানিটি দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে।আপনার তৈরি কলমদান এটি আমাদের পড়া টেবিলের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে তুলবে।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে কলমদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি কলমদানি দেখতে পেলাম আপু। কলমদানি তৈরি করার জন্য অনেক সুন্দর রঙিন কাগজ নিয়েছেন। এরকম সুন্দর কলমদানি গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে। আপনি অনেক সহজ ভাবে কলমদানি তৈরি আমাদের মাঝে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে

 11 months ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48