আর্ট পোস্ট -- 💦 " একটি মেহেদি ডিজাইন আর্ট " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম


শুভ সন্ধ্যা সবাইকে।আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম।



মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আমি @shimulaktet,আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।সত্যি কথা বলতে কাজ সময়মতো না করা হলে আসলে ভালো থাকাটা ঠিক মতো হয়ে উঠে না।আজ একটি আর্ট পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ একটি আর্ট পোস্ট শেয়ার করছি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।

একটি মেহেদি ডিজাইন আর্টঃ


CollageMaker_2024130163830626.jpg

20240130_094753.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr (2).png

কোন কাজ আসলে যেমন সহজ নয়।আবার সবকাজ কিন্তু কঠিনও নয়।কঠিন কাজগুলো নিয়মিত চর্চা করলে সহজ হয়ে উঠে।তাই আমিও চেষ্টা করে যাচ্ছি নিজের সৃজনশীলতাকে ফুটিয়ে তোলার।সেই প্রচেষ্টায় আজ আমি একটি মেহেদি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে।তবে আমি আমার চেষ্টা চালিয়েই যাবো। আজ এই মেহেদি আর্ট পোস্টটি করতে আমার কি কি উপকরন লেগেছে চলুন আগে দেখে নেই।

প্রয়োজনীয় উপকরণঃ

১.সাদা কাগজ
২.কলম

20240130_090413.jpg

কার্য প্রণালীঃ

ধাপ -- ১


20240130_090601.jpg

20240130_090838.jpg

20240130_091720.jpg

প্রথমে একটি ফুল এঁকে নিলাম।এরপর কলমের শেড দিয়ে দিলাম ফুলের উপরে।

ধাপ -- ২


20240130_092945.jpg

20240130_093427.jpg

এরপর নীচে আরো দুটি ফুল এঁকে নিলাম।আর ফুলের দুপাশে লতা দিয়ে দিলাম।

ধাপ -- ৩


20240130_094048.jpg

এবার নীচে দুটো লতা এঁকে নিলাম।এরপর তার নীচে আরো একটি ফুল এঁকে নিলাম।

ধাপ -- ৪


20240130_094604.jpg

20240130_094738.jpg

এবার পাতা এঁকে নিলাম।আর ফুলের মধ্যে শেড দিয়ে দিলাম। এভাবেই আমার এই মেহেদি ডিজাইনটির আঁকা শেষ হলো।

ধাপ -- ৫


20240130_095106.jpg

20240130_095210.jpg

এবার আমি আমার নামটি লিখে নিলাম।

উপস্থাপনা


CollageMaker_2024130112442376.jpg

CollageMaker_202413010620998.jpg

CollageMaker_202413011262120.jpg

পোস্ট বিবরন


বিষয়আর্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ (1).png

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXhPv1UpB1UMW6PYxw3YuVwQH6PQmEKkjaKG4t2f8sNUPPD98hT2495CWbTxvN...fdfnSn7Nd828LpS4ek76WMdpf7QHTSRGfen1dmFnPpPcYQH5hb2HH1TPrd5CTtaXavr8FHsBiDVuccDjKf1CccK8y6R2NssGp5sx3zxD4FcVy1zjx9cwFrSfnd.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...L51ShPbXUyMiTXT3tDf3jd36e1oyureok5qocyzKHSidMgUpznogi1YgeDQn9kxwHxHcLCNVrCUPS92mfcVj4rqE78g9woM5dVv58iyG8FjAahC1hTRRJGeVmf (1).gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ1VkjUz8HgY93iu9LmdTomBnX3wHwivw1EntvGjs3kaesGG5gEQD45h4WqnW4...YCceN9hPx1HGSFzgd87BrYLWAMowRtRsrESPuLkeoC5hJeWGU8G6ppscSR47a2NvmgZtobfAUrmRUjmiYuLHg9ktTNxnfHtLvg1JqdLPhqQL3dBv8ExEN11EHL (2).png

Sort:  
 6 months ago 

বেশ সুন্দর মেহেদির ডিজাইন করেছেন। আপনার মেহেদির ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। হাতে মেহেদি দিতে আমারও খুব ভালো লাগে। তবে ব্যস্ততার কারণে মেহেদি দেয়া হয় না । বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান এবং বিয়েতে হাতে মেহেদী দেওয়া হয় । আপনার মেহেদির ডিজাইন হাতে দিলে বেশ মানাবে নিশ্চই। এত চমৎকার মেহেদির ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 6 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

 6 months ago 

আপনি খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ডিজাইনের ফুল এবং পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ঠিকই বলেছেন, আপু। কোন কাজই আসলে সহজ নয়। তবে নিয়মিত চর্চা করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 6 months ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনার তৈরী মেহেদি ডিজাইন আর্টটি চমৎকার হয়েছে আপু। মেহেদি ডিজাইন আর্টটি খুবই নিখুঁত হয়েছে দেখতে। ডিজাইনটি মেহেদীর মাধ্যমে হাতে দেওয়া হলে দেখতে খুবই সুন্দর লাগবে। এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 6 months ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে ও।

 6 months ago 

অনেক সুন্দর একটি মেহেদির ডিজাইন আর্ট করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 6 months ago 

সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 6 months ago 

কোন কাজই সহজ নয়, তবে আমাদেরকে সহজ করে নিতে হবে। আপনি আজকে খুব সুন্দর করে একটা মেহেদি ডিজাইন আর্ট করেছেন নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে। খুব সুন্দর করে একটা মেহেদির ডিজাইন অংকন করেছেন। এটা কিন্তু হাতের মধ্যে অংকন করলেও সুন্দর লাগবে। আমার কাছে আপনার অঙ্কন করা এই ডিজাইন টা দেখতে সত্যি খুবই ভালো লেগেছে। এরকম সুন্দর নিখুঁত কাজগুলো যত দেখি আমার কাছে ততই ভালো লাগে।

 6 months ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 6 months ago 

ঠিক বলেছেন আপু কঠিন কাজগুলো নিয়মিত চর্চা করলে সহজ হয়ে উঠে আর কাজকে কখনো কঠিন মনে করতে হয় না। যাই হোক আপনি খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। আপনার এই ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ডিজাইন মেহেদি দিয়ে হাতে পড়লে দেখতে বেশ সুন্দর দেখাবে। সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন আর্ট করেছেন। ধাপগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভীষণ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

মেহেদি ডিজাইন কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে। ঠিক তার মধ্যে আপনি ফুল জাতীয় মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার এই অসাধারণ আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত দারুন ভাবে অঙ্কন করতে দেখে।

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 6 months ago 
 6 months ago 

খুবই সুন্দর মেহেদী ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এ ডিজাইনগুলো দেখতে আমার কাছেও অনেক ভালো লাগে। এমন সিম্পল ডিজাইন যদি হাতে দেওয়া যায় তাহলে খুবই সুন্দর দেখায়।

 6 months ago 

ধন্যবাদ আপু।

 6 months ago 

মেহেদি ডিজাইন আর্ট অসাধারণ হয়েছে দেখে খুবি ভালো লেগেছে আমার। ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ হয়েছে। হাতে অংকন করলে আরও সুন্দর লাগবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60589.35
ETH 2628.62
USDT 1.00
SBD 2.53