ফটোগ্রাফি -- 💚💙 " বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম " 💚💙 | | ১৬ |০১ |২৩ ইং | |
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
বাংলাদেশ,ঢাকা থেকে
🌷হ্যালো, আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহ্র অশেষ রহমতে অনেক বেশি ভাল আছি।
Canva দিয়ে বানানো
বন্ধুরা,আমি শিমুল আক্তার,আমার ইউজার আইডি @shimulakter আমি আপনাদের সাথে বাংলাদেশ,ঢাকা থেকে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হতে।বাংলায় ব্লগিং করতে পেরে অনেক বেশি ভাল লাগা নিজের মধ্যে আমি অনুভব করি।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আজ আমি নতুন আর একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমার ব্লগের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন,হে ঠিক ধরেছেন আমি আজ ঘোরাঘুরি ও কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার লেখার সার্থকতা।
বন্ধুরা,আমার ব্লগ যারা পড়েন তারা জানেন গত পোস্টে লিখেছিলাম আমার ভাই অবশেষে আমার বাসায় এসেছে।বাসায় আসার পর গল্প,খাওয়া -দাওয়া হল,অনেক আনন্দ,হইচই হল।পরের দিন বললাম চল বিজয় সরণী "বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম "এ ঘুরে আসি। ১০- ১২ টা আর ৩-৫ টা। আমরা ঠিক করলাম ৩-৫ টা,এ সময়টাতে যাব।অনলাইনে একবার ৫ জনের জন্য টিকিট কাটতে হয়। দ্বিতীয় বার আবার ৫ জনের জন্য টিকিট কাটা যায়। টিকিট মূল্য জনপ্রতি ১০০ টাকা।৫ বছরের নিচে যাদের বয়স তাদের টিকিট লাগবে না।তাই আমরা ভিড় ঢেকাতে বাসা থেকেই টিকিট কনফার্ম করে নিলাম।আমি আর আমার ভাইয়ের পরিবারের সবাই গেলাম।আমার বাসা থেকে বেশি দূরে নয়।আমরা সবাই রেডি হয়ে দেড় টার পরেই বের হয়ে গেলাম।কারন আপনারা সবাই ঢাকার জ্যামের কথা জানেন।বেশি দূর না হলেও হাতে বেশ কিছু সময় নিয়ে বের হয়েছিলাম।আমি এক এক করে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আমি আর আমাদের বাচ্চারা কিন্তু খুব এনজয় করেছে।ওদের আনন্দ দেখে আমাদের ও খুব ভাল লেগেছিল।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung note10
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস - Samsung Galaxy M31
ফটোগ্রাফার - @shimulakter
স্থান - বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম
" বঙ্গবন্ধু মিলিটারি যাদুঘর " এর ফটোগ্রাফি আজ আপনাদের মাঝে শেয়ার করলাম,কেমন লেগেছে,আশাকরি খুব ভাল লেগেছে আপনাদের।সময় সুযোগ মত বাচ্চাদের নিয়ে অবশ্যই ঘুরে আসবেন।আজ এই পর্যন্তই।আবার কোন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমি শিমুল আক্তার।আমার ইউজার আইডি @shimulakter,আমি একজন বাঙালী।বাংলাদেশে জন্মগ্রহন করেছি বলে,অনেক বেশি গর্ববোধ করি।আমি একজন গৃহিনী।আমি পড়তে, লিখতে ও শুনতে ভালবাসি।নিজেকে সব জায়গাতে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি।সব সময় চেষ্টা করি আলাদা কিছু উপস্থাপন করতে। গতানুগতিক কোন কিছুতে আমাকে টানে না।অন্যের মতামতের মূল্যায়ন করার চেষ্টা করি।মানুষকে ভালোবাসি।তাই সব সময় চেষ্টা করি অন্যের উপকার হয় ,এমন কিছু করতে।বাংলাকে ভালোবেসে " আমার বাংলা ব্লগ " এর সাথে আজীবন থাকতে চাই।
বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে গিয়ে আপনি মুগ্ধকর কিছু ফটোগ্রাফি করেছেন আপু। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম এর নাম শুনেছি তবে আগে কখনো যাওয়া হয়নি। আপনার পোষ্টের মাধ্যমে আজ ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু
অনেক ধন্যবাদ আপু।আসবেন দেখতে, ভাল লাগবে আশাকরি।
আপনি আর আপনার পরিবার মিলে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম এ বেশ ভালো সময় কাটিয়েছেন মনে হচ্ছে। অনলাইনে টিকেট কেটে বেশ ভালো করেছেন তা না হলে ঐখানে টিকেট কাটতে হলে আরো সময় লাগতো।আপু প্রতিটি ছবি বেশ ভালো তোলেছেন।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
বাসা থেকে বের হওয়ার আগেই টিকিট কেটে নেওয়াতে আরো সুবিধা হয়েছে। মিউজিয়ামের ভেতরের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে এরকম জায়গা গুলোতে গেলে অনেক ভালো লাগে। আপু আপনি পরিবারের সবার সাথে ঘুরতে গিয়েছেন এবং অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতেই পারছি। আর পরিবারের সবার সাথে ঘূরাঘুরি করলে সময়টা আরো বেশি দারুন কাটে।
সত্যি আপু সময় দারুন কেটেছে।মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু'। সেই সাথে প্রত্যেক ফটোগ্রাফির নিচে আপনি বর্ণনা করেছেন সেই জন্য ছবিগুলো সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেলাম।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাইয়ের সাথে বেশ ভালো সময় কাটিয়েছেন, দেখে বুঝতে পারলাম।সেই সাথে আমাদেরও নতুন কিছু অভিজ্ঞতা দিলেন।ঢাকার দিক খুব কম যাওয়ায় এই জায়গাগুলো ঘোরা হয়নি সেভাবে।
ছবিগুলো সুন্দর ছিল,শুভ কামনা রইলো।
অনেক ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।
মাঝে মাঝে এভাবে ঘুরতে বেরিয়ে পরা ভাল । বাচ্চার ও বেশ পছন্দ করে। পরিবারের সাথে ঘুরতে বেড়ানোর আনন্দই অন্যরকম। আপনার তোলা ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। আপনার ছেলেও খুব মজা পেয়েছে মনে হচ্ছে। আমার যাব যাব করে যাওয়া হচ্ছে না। আপনার ফটোগ্রাফি দেখে যাওয়ার আগ্রহ অনেক বেড়ে গেল।অনেক অনেক শুভ কামনা আপনার জনয।
আপু যাবেন, গেলে ভালো ই লাগবে।ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপনি ও আপনার ভাইয়ের পরিবার মিলে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন।আসলে মাঝে মাঝে এভাবে ঘুরাঘুরি করলে অনেক ভালো লাগে। আর অনেক দিন পর ভাই বোনের ঘুরাঘুরি বেশ আনন্দের। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে ও অনেক ধন্যবাদ আপু।
আপু আপনি আপনার পরিবার মিলে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে বেশ সুন্দর সময় কাটিয়েছেন তা আপনাদের ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। আপনারা অনেক দর্শনীয় জিনিস দেখেছেন। আসলে মানুষ সবসময় এক স্থানে থেকে অনেকটা বিরক্ত অনুভব করে তাই মাঝে সাজে এভাবে ঘোরাফেরা দরকার আছে। আর এরকম জায়গা গুলোতে বেড়াতে গেলে নিজের কাছে অনেক ভালো লাগে। এবং এসব জায়গা গুলোতে অনেক শিক্ষনীয় জিনিস থাকে। যাহোক পরিবার-পরিজন নিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপু আপনাকে।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া।
আমিও কিছুদিন আগে আমার আপুর জন্মদিনে এই জায়গাটায় ঘুরতে গিয়েছিলাম, ছবিগুলো পোস্ট করা হয়নি এখনো , খুব সুন্দর জায়গাটা অনেক আগেও যাওয়া হয়েছে তবে এখন নতুন করে সাজিয়েছে।
অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার ভাই আশায় ভালো সময় পার করছেন দেখছি। আসলে ভাই বোনের ব্যাপার-স্যাপার ভালো সময় তো কাটবেই। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে খুব সুন্দর অতিবাহিত করেছেন আমারও ইচ্ছা এই জায়গাটিতে যাওয়ার।
আসবেন ভাইয়া, এলে ভালো ই লাগবে।অনেক ধন্যবাদ। মন্তব্য পেয়ে ভাল লাগলো।