প্রতিযোগিতা - ৩৮ || "শুভেচ্ছা কার্ড " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই ???


আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।"আমার বাংলা ব্লগ "এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

বন্ধুরা, দুই বছর পূর্তি উপলক্ষে দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা জেনারেল ইউজাররা সবাই যে যার মতো এই প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। সকলের প্রিয় @rme দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।আমি যদিও তেমন ডাই পোস্ট করতে পারি না।সামান্য চেষ্টা করে যাচ্ছি। আজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাতে নিজেকে ফাঁকা ফাঁকা লাগছিলো।তাই শেষ সময় হলেও একটি শুভেচ্ছা কার্ড নিয়ে হাজির হলাম।আশাকরি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

রঙিন কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ডঃ


photocollage_202368105013236.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg (1).png

যেকোনো অনুষ্ঠানের প্রধান আকর্ষন হচ্ছে একটি আকর্ষনীয় শুভেচ্ছা কার্ড।তাইতো আজ শুভেচ্ছা কার্ড নিয়ে হাজির হলাম।যদিও আকর্ষনীয় হয়নি।তারপরেও চেষ্টা করলাম।আর আপনাদের মাঝে শেয়ার করলাম।

প্রয়োজনীয় উপকরনঃ


১. রঙিন কাগজ।
২.সাইন পেন
৩.কাঁচি
৪.কলম
৫.আঠা
৬.পুথি

20230608_093818.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


BeautyPlus_20230608093937950_save.jpg

20230608_094253.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে দুই ভাঁজ করে নিলাম এরপর কালো কাগজের টুকরোটিকে তার উপর সমান করে কেটি নিলাম।

ধাপ-২


BeautyPlus_20230608094429194_save.jpg

20230608_094453.jpg

20230608_094630.jpg

20230608_094708.jpg

এবার কালো কাগজটির উপর কোনাকুনি করে এঁকে কেটে নেব।এরপর কার্ডের একপাশে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৩


20230608_094951.jpg

20230608_095148.jpg

BeautyPlus_20230608095217419_save.jpg

BeautyPlus_20230608095241400_save.jpg

20230608_095324.jpg

এবার লাল কাগজের টুকরোটিকে ছোট ছোট করে কেটে ফুল করে নিয়েছি।

ধাপ-৪


BeautyPlus_20230608095431080_save.jpg

BeautyPlus_20230608095443271_save.jpg

20230608_101031.jpg

এবার ফুলের একটি পাপড়ি কেটে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৫


20230608_101059.jpg

20230608_101325.jpg

20230608_101521.jpg

20230608_101806.jpg

একটা একটা ফুল আঠা দিয়ে তিনটা একসাথে লাগিয়ে নিলাম।এরপর মাঝে আঠা দিয়ে পুথি লাগিয়ে নিলাম।

ধাপ-৬


20230608_102608.jpg

20230608_103538.jpg

এরপর ভেতরে সাইন পেন দিয়ে এঁকে নিলাম।আর শুভেচ্ছা বার্তা লিখে দিলাম।

ধাপ-৭


20230608_102846.jpg

20230608_102952.jpg

20230608_104212.jpg

এরপর কাগজ কেটে লিখে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।এভাবেই আমার শুভেচ্ছা কার্ডটি তৈরি করা শেষ হলো।

উপস্থাপনাঃ


IMG_20230608_111601.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে বানানো শুভেচ্ছা কার্ডটি আপনাদের কাছে ভাল লেগেছে।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

🎀ব্লগটি পড়ার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

Sort:  
 last year 
 last year 

ওয়াও আপু দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনি খুবই সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। এত সুন্দর এই শুভেচ্ছা কার্ড তৈরি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কার্ডের ভেতরে লেখাটাও আপনি খুবই সুন্দর ভাবে লিখেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার তৈরি এত সুন্দর কার্ড দেখে। উপস্থাপনা ও খুব সুন্দর ভাবে করেছেন। দেখেই বুঝতে পারছি এটি তৈরি করতে সময় লেগেছিল।

 last year 

অংশগ্রহণ করার সামান্য চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপু। আপনি দারুন একটা শুভেচ্ছা কার্ড তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপনি। আপনার তৈরি শুভেচ্ছা কার্ডটি দেখতে অনেক সুন্দর লাগছে। খুবই চমৎকার প্রক্রিয়ার মাধ্যমে আপনি এই শুভেচ্ছা কার্ডটি তৈরি করেছেন। শুভেচ্ছা কার্ডের উপর রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ফুল গুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। চমৎকার একটি ডাই পোস্ট তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

৩৮ তম প্রতিযোগিতায় আজ আপনি অংশগ্রহণ করেছেন খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার মধ্য দিয়ে। আপনার এত সুন্দর শুভেচ্ছা কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। যেখানে কার্ডের উপর আপনি ফুল বসিয়েছেন রঙের কাগজ দিয়ে। সব মিলে অনেক সুন্দর হয়েছে।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61766.31
ETH 2428.16
USDT 1.00
SBD 2.64