DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে একটি টেবিলের অরিগামি "

in আমার বাংলা ব্লগ5 months ago
আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগবাসী।


প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

বন্ধুরা,আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট শেয়ার করছি।আমি প্রতিনিয়ত আমার পোস্টে ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি।আশাকরি আমার পোস্ট আপনাদের কাছে ভালো লাগে।আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি টেবিলের অরিগামিঃ


photocollage_2024330185010621.jpg

IMG_20240330_053446.jpg

20240329_222917.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwvCsM3DoT5vZNx6SWDkcjMp1AtFeZ1huVwxLmQabnGLawo8Q4k4mEKpqYdDkq...Tgq1hvQ9cANkeDxVXEk7f289qy4irqT93Y6pxXZ8BMKNGDfef4eddpS9yYDxFe77rqdr7DbeMPAVWBxCjxfUcfKXk1dCRro9G67haMkvEJeM6hn9SpgucZQqav.png

বন্ধুরা,রমজান মাস চলছে।আর তাই খুব বেশী ব্যস্ততার মাঝে সময়গুলো অতিবাহিত হচ্ছে।রমজান মাস তাই বাড়তি কিছু কাজ সবার ঘরেই থাকে কম বেশী।এই ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে না এলে আসলে অপূর্ণতা কাজ করে।সেই অপূর্ণতাকে সরিয়ে ফেলতে নতুন এক ব্লগ নিয়ে চলে এলাম।আজ একটি ডাই পোস্ট নিয়ে চলে এলাম।কাগজ দিয়ে আমরা প্রতিনিয়ত কতো কিছুই না শেয়ার করি।এতে করে আমাদের সৃজনশীলতার প্রকাশ ঘটে।তবে রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা যতোটা না কঠিন।তার চেয়ে বেশী কঠিন এই ডাই পোস্টটি তৈরির করার নানা প্রসেস গুলো লিখে শেয়ার করা।আজ আমি ডাই পোস্টে একটি টেবিলের অরিগামি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আমার শেয়ার করা এই অরিগামিটি আপনাদের কাছে ভালো লাগবে।চলুন দেখে নেই এটা বানাতে আমার কি কি উপকরন লেগেছে।

প্রয়োজনীয় উপকরনঃ

১. রঙিন কাগজ
২. গ্লু

20240329_221543.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20240329_221702.jpg

20240329_221822.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে লম্বালম্বিভাবে ও আড়াআড়ি ভাবে ভাজ করে নিলাম।এরপর দুপাশ থেকে দুই ভাজ করে নিলাম।

ধাপ-২


20240329_221906.jpg

20240329_222010.jpg

এরপর কাগজের ভাজ খুলে ছবির মতো করে ভাজ দিয়ে নেবো।

ধাপ-৩


20240329_222115.jpg

20240329_222406.jpg

20240329_223035.jpg

এরপর কাগজের ভাজটি খুলে নিয়ে ভাজ করা কাগজের জায়গাগুলোতে ভাজ ভাজ করে নিলাম।এবার টেবিলের পা গুলো সোজা রাখতে গ্লু দিয়ে চাপ দিয়ে দিলাম।

উপস্থাপনা


IMG_20240330_053147.jpg

photocollage_20243305290678.jpg

20240329_223322.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে টেবিলের অরিগামিটি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  
 5 months ago 

কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আসলে হাতে সময় থাকলে এবং নিজের দক্ষতা থাকলে কাগজ দিয়ে বেশ চমৎকার যে কোন জিনিস তৈরি করা যায়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে একটি টেবিলের অরিগামি তৈরি করেছেন। টেবিলের অরিগামি দেখতে খুব সুন্দর লাগছে। অরিগামি তৈরি প্রক্রিয়া আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 5 months ago 

মতামত পেয়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 5 months ago 

রঙিন কাগজ ভাঁজ দিয়ে অনেক সুন্দর ভাবে একটি টেবিল তৈরি করেছেন আপু। ভাঁজ গুলো খুবই সূক্ষ্ম ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। টেবিলের ওপর স্ট্রবেরি ও অন্য একটি ফুল রেখে সুন্দরভাবে ফটোগ্রাফি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ‌।

 5 months ago 

অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

প্রতি সপ্তাহে পোষ্টের ভেরিয়েশন রক্ষার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট করেন জেনে বেশ ভালো লাগলো আপু। আজকে রঙিন কাগজ দিয়ে টেবিলের সুন্দর অরিগামি তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। যদিও এ সকল অরিগামীগুলো তৈরি করতে বেশ সময়ের প্রয়োজন হয় তারপরও অরিগামিগুলো তৈরি করার পরে দেখতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 5 months ago 

মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Posted using SteemPro Mobile

 5 months ago 
 5 months ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি টেবিলের আরিগামি তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন সত্যিকারের কোন মিনি টেবিল। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আপু রঙিন কাগজের তৈরি এই টেবিল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

ধন্যবাদ আপু মতামত প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি টেবিল তৈরি করেছেন। আসলে রঙিন কাগজের ডাই পোস্ট গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগে। রমজান মাসে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সবার পার করতে হয়। তারপরে আপনি এই ব্যস্ততার মধ্যে খুবই সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করলেন। ধৈর্য ও সময় নিয়ে এটি খুবই সুন্দরভাবে তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করলেন দেখে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 5 months ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

রঙিন কাগজ দিয়ে টেবিল তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আর আজকে আপনি নানা ব্যস্ততার মধ্যে দিয়েও এ রঙিন কাগজের সুন্দর টেবিল তৈরি করে আমাদের সাথে শেয়ার করলেন। দেখে ভালো লাগলো।

 5 months ago 

ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 5 months ago 

রমজান মাসে ব্যস্ততা সবারই কম বেশী থাকে আপু। ব্যস্ততার মাঝেও যে রঙিন কাগজ ভাঁজ করে এতো চমৎকার একটা টেবিল তৈরী করে আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে খুবই ভালো লাগলো আপু। খুব সুন্দর করে গুছিয়ে টেবিলের অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 5 months ago 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগবে আপু।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটা টেবিলের অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার মত আমারও রঙিন কাগজের বিভিন্ন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকেও।

Posted using SteemPro Mobile

 5 months ago 

রমজানে আসলেই আপু একটু ব্যস্ততা থাকে আমাদের। তবে কিছু শেয়ার করতে না পারলে একটা অপূর্ণতা থেকে যায়। যাক, আপনার রঙিন কাগজের টেবিলটি সুন্দর হয়েছে। ভাজে ভাজে সুন্দর করে দেখালেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ও।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58471.44
ETH 2587.53
USDT 1.00
SBD 2.44