DIY // অরিগামি পোস্ট -- ❤🧡 " রঙিন কাগজ দিয়ে একটি বুক মার্কের অরিগামি " || আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই ??


হ্যালো বন্ধুরা,

"আমার বাংলা ব্লগ "এর আমি একজন অ্যাক্টিভ ও নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার অবিরাম চেষ্টা করে যাই।অনেক ব্যস্ত সময় পার করলেও আপনাদের সাথে থাকার চেষ্টা সব সময় ই করে যাচ্ছি। আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।

বন্ধুরা,প্রতিদিনের মত আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে। ভালো লেগে থাকলেই আমার সার্থকতা।

রঙিন কাগজ দিয়ে একটি বুক মার্কের অরিগামিঃ


CollageMaker_2023717205411372.jpg

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

বন্ধুরা,নতুন কিছু বানাতে,নতুন কিছু করতে আমার খুব ভালো লাগে।সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু করার।একঘেয়েমি কোন কিছুই আমার ভালো লাগে না।তা যে কোন কিছুতেই।অনেক কাজের মাঝে একটু সময় খুঁজি নতুন কিছু করার।তারই ধারাবাহিকতায় আজ রঙিন কাগজের একটি বুক মার্কের অরিগামি পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার করা এই বুক মার্কটি আপনাদের কাছে ভালো লাগবে।তবে চলুন দেখে নেই আমি কাগজের সাহায্যে কিভাবে এই বুক মার্কটি তৈরি করলাম।

প্রয়োজনীয় উপকরনঃ



১। রঙিন কাগজ
২। আঠা

20230717_202618.jpg

20230717_195956.jpg

কার্য প্রনালীঃ


ধাপ-১


20230717_200123.jpg

20230717_200219.jpg

20230717_200324.jpg

প্রথমে কাগজের টুকরোটিকে লম্বালম্বি,আড়াআড়ি ও কোনাকুনি ভাঁজ করে নেবো।

ধাপ-২


BeautyPlus_20230717200534695_save.jpg

BeautyPlus_20230717200643149_save.jpg

20230717_200851.jpg

20230717_201004.jpg

20230717_201409.jpg

এরপর কোনা থেকে কাগজ ভাঁজ করে নিয়ে আবার খুলে উল্টা ভাবে ভাঁজ করে নেবো।

ধাপ-৩


BeautyPlus_20230717201529857_save.jpg

20230717_201832.jpg

অন্য কোনাকুনি অংশে ও একইভাবে ভাঁজ করে নেবো।

ধাপ-৪


20230717_202206.jpg

20230717_202256.jpg

এবার উল্টো দিকের এক কোনা ছবির মতো ভাঁজ করে নেবো।এরপর মাঝ বরাবর আর ও একটি ভাঁজ করে নেবো।

ধাপ-৫


BeautyPlus_20230717202416805_save.jpg

BeautyPlus_20230717202807277_save.jpg

20230717_203144.jpg

BeautyPlus_20230717203232920_save.jpg

এরপর দুপাশ থেকে টেনে সমানভাবে ভাঁজ করে নেবো।এরপর ভেতরের অংশে আঠা দিয়ে আটকে দেবো।এভাবেই আমার রঙিন কাগজের বুক মার্কটি বানানো শেষ হলো।


উপস্থাপনাঃ


20230717_203302.jpg


20230717_204352.jpg


20230717_203800.jpg

20230717_203732.jpg


পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

আজ আর নয়। আশাকরি আমার বানানো রঙিন কাগজ দিয়ে একটি বুক মার্কের অরিগামি আপনাদের কাছে ভাল লেগেছে।যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আবার নতুন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হব।এখানেই ইতি টানছি, নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter


আমার পরিচয়

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJx...io3gcKNTzagYaFzuD8jQGywN5A6CPKQy74UFEYQCkHRqee7dDbtFL67wisZTskwpbryYe9bEee5QKxXPkZSuQ7mCcPfrTtaQuiQBA1ZdUAwAdpvnGY3tn2J6vR.gif

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EqwuEZ4jUmpSvRSj9XvMMcst84NMJPowmyrATdc1X1UWYa9kYMuyQ1rnesijk...oZdjaxydW1bxyp1EihuP8HaYQAtK1ce53cQadZ4iZCxnJpd9epTsi9UDBnJuT99HDCHvaspGq77oUsCvDu7XUr63zbMHPiRy965mRD1S8MPkPkiTBY8nkoXNht.png

3GcRe1vqX2dJk1W2xoFiu1CmPKLbXg5xF9NQ7aeyMdZG9WQ9FoKXR6nY3eBXCyiFUDJvfgKpLEANiBKgd7Bwzjx9dLbdyUgWA6hMA3ras9...mvabhXst56JJLqJrLgEkFMJYL2J1JjkehZ8JdUmrkYeqnLKEkC7h5MKoXUDJeoguKyAx72Ktc9j7XvAJLo3LCEogU2ZQ8wTyLQ76aXSY1SdKekLiuM5iKZAWwp.png

Sort:  

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু দেখেছি আমি কিন্তু আজ বুঝতে পারলাম কিভাবে রঙিন কাগজ দিয়ে একটি বুক মার্কের করতে হয়। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। প্রতিটা ধাপে ধাপে আপনি বুঝিয়ে দিয়েছেন কিভাবে রঙিন কাগজ দিয়ে একটি বুক মার্কের করতে হয়।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটা বুক মার্কেট অরিগামি তৈরি করেছেন তো। আপনার তৈরি করা বুকমার্কের এই অরিগামি দেখে আমি তো মুগ্ধ। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে অনেক বেশি ধৈর্য, দক্ষতা এবং সময়ের প্রয়োজন হয়। বুকমার্ক গুলো তৈরি করলে অনেক বেশি সুবিধা হয়। যারা প্রতিনিয়ত বই পড়ে তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এটা তৈরি করতে পারবে। অনেক সুন্দর হয়েছে উপস্থাপনা।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর বুক তৈরি করেছেন। এই বুকমার্ক তৈরি করার ধাপগুলো দেখে আমিও শিখতে পারলাম। পরবর্তীতে তৈরি করবো।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

যারা প্রতিনিয়ত বই পড়তে পছন্দ করে এবং বই পড়ে থাকে, তারা যদি এই বুকমার্ক গুলো ব্যবহার করে তাহলে পড়তে অনেক সুবিধা হয়। আপনি বুকমার্ক টা তৈরি করেছেন, আবার উপরের অংশে পাতার মত করে হওয়ার কারণে খুব ভালো লেগেছে দেখতে। বুকমার্ক তৈরি আপনার কাছ থেকে খুব সহজেই শিখে নিতে পারলাম।

 last year 

অনেক ভালো লাগলো মন্তব্য পেয়ে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে একটি বুক মার্কের অরিগামিটি অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজ ও আঠা দিয়ে খুবই নিখুঁতভাবে বুকমার্কটি তৈরি করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 
 last year 

আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে এবং দেখতে দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে । আপনার আজকের রঙিন কাগজ দিয়ে তৈরি করা বুক মার্ক টি বেশ ভালো লেগেছে ।আসলে এ ধরনের বুকমার্ক বানাতে বেশ ভালোই লাগে এবং বেশ কাজে দেয়। কাগজের কালারটি বেশ ভালো ছিল। প্রতিটি ধাপের উপস্থাপন বেশ চমৎকার ।ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

রঙিন কাগজ দিয়ে ভিন্ন ভিন্ন কিছু তৈরি দেখতে ভালো লাগে। যেটা অনেকদিন হলো তৈরি করা হয় না আপনার তৈরি দেখে অনেক ভালো লাগলো ।বুকমার্কের অরিগামি তৈরি দারুণ ছিল অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।

 last year 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ ব্যবহার করে সিম্পল এর উপর গর্জিয়াস একটি বুকমার্ক প্রস্তুত করেছেন।
খুবই সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে কাগজের ভাঁজ গুলো দারুন ভাবে উপস্থাপন করেছেন যে কেউ চাইলে আপনার মত করে প্রস্তুত করতে পারবে।

 last year 

মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56325.56
ETH 2374.82
USDT 1.00
SBD 2.33