" শেখার কোন শেষ নেই " | | 10 % beneficiary for @shy-fox | | ৫/ ১১/ ২২ ইং | |

in আমার বাংলা ব্লগ2 years ago

“আমার বাংলা ব্লগ "


আজ - ২০ ই, কার্তিক |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |


আসসালামু আলাইকুম,আদাব ভারতীয় ও বংলাদেশী সকল ভাই ও বোনেরা কেমন আছেন সবাই ? আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ ভালোই আছি।বন্ধুরা,এখনকার সময়ে ভালো থাকাটা খুব জরুরী।চারিদিকে অসুস্থতার কথা শুনে সত্যি ই খুব খারাপ আর অনুভূতিতে কষ্ট দেয়।আমাদের দেশের ওয়েদার কেমন যেন উল্টা- পাল্টা হয়ে যাচ্ছে।এখন শীত শীত অনুভব করার কথা ।অথচ শহরে এখনও গরম।গ্রামে হয়ত সামান্য কিছু পরেছে।আর এই ধারাবাহিকতায় ঘরে ঘরে অসুস্থতা।এজন্য বন্ধুরা,আমাদের উচিত হবে প্রতিদিন খাবারে ভিটামিন যুক্ত খাবারকে রাখা।ভিটামিন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Add a heading (16).jpg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

অনেক কথা বলে ফেললাম।আপনারা আবার ভেবে বসবেন না যেন,আমি আপনাদের স্বাস্থ্য বিষয়ে কিছু লিখছি। টাইটেল দেখেই বুঝেছেন,আমি আজ কোন বিষয় নিয়ে কিছু লিখতে এসেছি।আসলে আমরা যদি সুস্থ থাকতে না পারি,তবে কিভাবে কিছু শিখতে পারব।সুস্থতা তাই সবার আগে দরকার।সবাই খুব ভাল থাকবেন আশাকরি।

আজ আবার প্রতিদিনের মত ভিন্ন কিছু বিষয় নিয়ে লিখতে চলে এলাম।আমি প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হই।একই রকম কিছু বিষয় নিয়ে পোস্ট লিখতে সত্যি ই ভালো লাগে না।যাই হোক এবার আসি মূল বিষয়ে।আমার আজকের বিষয় হচ্ছে - শেখার কোন শেষ নেই।বন্ধুরা,আমরা প্রতিদিন ই কোন না কোন কাজে নিযুক্ত আছি।সব কাজ সবাই ঠিক ঠাক মত পারবে বা করবে এমনটা কথা নেই। কিছু ভুল,কিছু না পারা হতেই পারে।কারন কেউ সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ নয়। কিছু না কিছু অপূর্ণতা জীবনে থাকতেই পারে।তাই বলে হতাশ বা ছোট হওয়ার কিছু নেই।ইচ্ছা থাকলে কোন না কোন ভাবে আমরা সবকিছুই শিখতে পারব।কিছু শেখার না আছে বয়স,না আছে শেষ।আমার আজকের ব্লগ এই শেখা নিয়েই।আশাকরি আপনারা ঠিক বুঝে গেছেন।

আমরা প্রতিনিয়ত কোন না কোনভাবে শিখি।কেউ নিজের চেষ্টাতে শেখে,কেউ বা অন্যের সাহায্য নিয়ে শিখে।কেউ যদি কিছু না পেরে চুপচাপ বসে থাকে,তবে তার জানা অসম্পূর্ণই থেকে যাবে।আমরা যদি ভাবিএই জীবনে সবকিছুই আমার শেখা শেষ,তবে তা ভুল হবে।কেননা মানুষের জীবনে শেষ বলে কিছু নেই।যেকোন অবস্থায়,যেকোন পরিবেশে যে কোন সময় খারাপ কোন পরিস্থিতিতে মানুষ পরতে পারে।তাই তার জানার বা শেখার আগ্রহ থাকলে,সে খুব সহজেই অন্য কারো কাছ থেকে নিজের অবস্থানের পরিবর্তন করতে পারে অন্য কারো কাছ থেকে শিক্ষা নিয়ে।তাই আমি এটাই বলতে চাই,মানুষের জীবন যেমন একভাবে যায় না তেমনি শেখা ছাড়া সেই জীবনের পরিবর্তন ও আসে না।আমরা অনেকেই কিছু না পারলে ও বড় থাকার জন্য সব পারি,সব বুঝি বলে থাকি।এটা করে কার ক্ষতি হলো বলেন তো ? হ্যাঁ ,ঠিক ধরেছেন ক্ষতিটা তার ই হল।জয়ী সেই হবে,যে সবকিছু ঝেড়ে ফেলে শিখে নেয়।কারন শেখার কোন শেষ নেই।তাই ছোট হওয়ার ও কিছু নেই।

কেউ হয়ত লেখাপড়া শেষ করে ভালো জব করছে,বা বাইরে থেকে লেখাপড়া শেষ করে দেশে এসেছে,তাই বলে কি তার সবকিছু জানা বা শেখা শেষ ? না বন্ধুরা,শেষ নয়।আমি মনে করি জীবন সংগ্রামে মানুষ কোন পরিস্থিতে পরে বলা যায় না।পুথিগত শিক্ষায় হয়ত উনি শিক্ষিত।কিন্তু জীবনে এমন অনেক পরিস্থিতি আসে,যা কিনা শুধু বইএর জ্ঞান দিয়ে তার সমাধান আসে না।এমনও হতে পারে, ছোট বাচ্চা একটি ছেলের কাছ থেকেও কিছু শিখতে হতে পারে।তাই আমি বলব জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শেখার আছে অনেক কিছু।শিখতে চাইলে,শেখার কোন শেষ নেই।

তাই পরিশেষে এটাই বলতে চাই, সঙ্কোচ, ভয় ,লজ্জ্বা ঝেড়ে ফেলে দিয়ে সত্যিকারের শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।শিখতে যেমন বয়স নেই,তেমনি শেখার কোন শেষ নেই।

আজ এ পর্যন্তই। আমার আজকের ব্লগটিতে এই বিষয়টি কতটুকু আমি তুলে ধরতে পেরেছি,তা আপনারাই ভাল বলতে পারবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব খুব শীঘ্রই ।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।

অনুচ্ছেদটি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে

ধন্যবাদ সবাইকে

@shimulakter

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbL3BQK2d4MRSkYfFSuSoHcXZKFSMwYJg4LaqA4SpKLErmCJZE2sTHYonJoSYU6y4vTX8gMiBEc9sPuRAK216H2zGnh3z3F5hpXySKb54PDakq1s13hvsqJiGy9EStont4qHf4JTHd86935ekAabg8z2WTNgKm86S7TYiCtEhKw.png

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু এখনকার ওয়েদার টা একটু অন্যরকম। দিনে গরম পরে এবং রাতের বেলা ঠান্ডা। এর কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে। সুস্থ থাকাটাই সবচেয়ে বড় জরুরী এখনকার সময়ে। আর আপনি ঠিকই বলেছেন শেখার কোনো বয়স নেই। আমাদের লজ্জা, ভয়, সংকোচ দূর করে কোন কিছু নতুন দেখলে সেটি শেখার চেষ্টা করা উচিত। খুব সুন্দর করে লিখেছেন আপু। ভালো লাগলো পড়ে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। মন্তব্য পেয়ে খুব ভাল লাগলো।ভাল থাকবেন।

 2 years ago 

ঠিক বলেছেন আপু দোলনা হতে কবর পর্যন্ত আমাদের শিক্ষার সময়।সত্যিই আপু জীবনে কোন মানুষই স্বয়ংসম্পূর্ণ নয়। মানুষের জীবন যেমন একভাবে যায় না তেমনি শিক্ষা ছাড়া পরিবর্তন আসে না।সত্যিই আপু নতুন কিছু শিখতে হলে ভয় সংকোচ দূর করেই শিখতে হবে । দারুণ লিখেছেন। ধন্যবাদ

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে। অনেক অনেক ভাল থাকবেন।

 2 years ago 

স্বাস্থ্যই সুখের মূল তাই সবার আগে নিজ স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে ৷ আপনি আজকে খুব চমৎকার টপিক তুলে ধরেছেন ৷ অবশ্যই শেখার কোনো শেষ নেই ৷ মানুষ মাত্রই ভুল হবে তাই বলে হাল ছেড়ে দেওয়া ঠিক না ৷ আমাদের সবার একটাই মনে রাখতে হবে ৷ শেখার কোনো শেষ নেই তাই জীবন যতদিন শিখতে হবে ৷
ধন্যবাদ আপু খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করেছেন ৷

 2 years ago 

আসলেই আপু মানুষের জীবনে শেখার শেষ নেই। মানুষ প্রতিটা ক্ষেএ প্রতিটা মূহুর্তে শেখে এমনকি মৃত্যুর আগ মূহুর্তেও মানুষ শিখে। এই শেখার মাধ্যমেই কেটে যায় মানুষের সারাজীবন। আর ঐ আবওহাওয়ার কথা না বললেই না। গ্রামের দিকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়তে শুরু করেছে।।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অভিনন্দন আপনাকে।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু। শেখার কোন শেষ নেই এবং এর জন্য কোন বয়সও নেই। যদি কেও ধরে নেয় যে সে অনেক শিখে ফেলেছে অনেক জানে তাহলে সে নিতান্তই আহাম্মক ছাড়া আর কিছু না। ধন্যবাদ সুন্দর একটা বিষয় গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

মন্তব্য পেয়ে সত্যি খুব ভাল লাগলো ।অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে সুস্থতা সৃষ্টিকর্তার দেওয়া এক বড় নিয়ামত।। সুস্থ থাকতে হলে অবশ্যই নিজেকে সতর্ক থাকতে হবে বর্তমানে আবহাওয়া পরিবর্তনের সময় অনেক রোগ বালাই দেখা দিচ্ছে।।

চেষ্টা সফলতা আর শেখার কোন বয়স নেই শেখায় কোন লজ্জা করা যাবে না যে কোন বিষয় না জানলে অন্যের কাছ থেকে জেনে নিতে হবে নিজেকে স্বাবলম্বী করে তুলতে হলে।।

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন খুঁটিনাটি পড়ে খুব ভালো লাগলো।।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অভিনন্দন আপনাকে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনার পোস্টের টাইটেল দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছে। আপনি একদম ঠিক কথাই বলেছেন আপু শেখার কোন শেষ নেই। ঠিক বলেছেন আপু আপনি যদি কারোর কোন জিনিস না জানা থাকে যদি সে চুপচাপ বসে থাকে তাহলে তো সে কখনোই কিছু শিখতে পারবে না। ঠিক বলেছেন আপু আপনি মানুষের জীবনে শেখা ছাড়া কোন পরিবর্তন আসে না। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এখন আবহাওয়া টাই এমন। কিছুক্ষণ ঠান্ডা পড়ছে তো কিছুক্ষণ গরম। তবে বেশিরভাগ সময় রাতে ঠান্ডা পড়ছে এবং দিনে কিন্তু অনেক গরম পরছে। যাই হোক আপু আপনি খুব সুন্দর একটি পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আসলেই শিখার কোন শেষ নেই। দোলনা থেকে কাবার পর্যন্ত মানুষ শিখতে থাকে। সেখানে বয়সের কোন সীমাবদ্ধতা নেই। আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।ধন্যবাদ।

আর বলবেন না আপু এই সিজনে আমার সব সময় ঠান্ডা আর সর্দি লেগেই থাকে যেন। ঠান্ডা গরমে অসুখটা আরো বেশি লেগে যায়। খুব চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করেছেন। এতোটুকু বলতে পারি আমি অন্তত ভালো কিছু শেখার ক্ষেত্রে কখনো লজ্জাবোধ করি না। সে আমার ছোট বা বড় যেই হোক না কেন। জ্ঞান যে কত বড় একটা সম্পদ এই মূল্যটা যদি কেউ একবার বুঝতে পারে তবে সেও কখনো শিখতে দ্বিধাবোধ করবে না। ভালো ছিল লেখা গুলো আপু।

 2 years ago 

এই ওয়েদারে আমি কেমন ভুগলাম তুমি তো সবটা জানোই দিদি। আর শেখার বয়স? আমি তো নিজের পরিচিত তে লিখেই রেখেছি যে আমি একজন শিক্ষানবিশ। জীবনের শেষ দিন পর্যন্ত শিখে যাব। তবে এটা ঠিকই যে কেউ দেখে শেখে তো কেউ ঠেকে।আমরা জীবন থেকেঔ তো কম শিক্ষা পাই না। তাই না? খুব সুন্দর উপদেশ মূলক পোস্ট।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65