আর্ট পোস্ট -- 💦 " একটি কিউট বিড়ালের পেন্সিল আর্ট " || আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
প্রতিদিনের মতো আমি শিমুল আক্তার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। প্রতিদিন আমি চেষ্টা করে যাচ্ছি পোস্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতাকে প্রকাশ করতে।তাই আজ আপনাদের মাঝে আমি একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আজ একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম। আশাকরি আমার আর্ট আপনাদের কাছে ভালো লাগবে।
একটি কিউট বিড়ালের পেন্সিল আর্টঃ
আমি আজ শেয়ার করতে চলে এলাম একটি আর্ট পোস্ট। আজ একটি কিউট বিড়ালের পেন্সিল আর্ট শেয়ার করছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।এই আর্টটি করতে আমার কি কি উপকরন লেগেছে তা নিচে তুলে ধরছিঃ
প্রয়োজনীয় উপকরণঃ
১.সাদা কাগজ
২.পেন্সিল
৩.রাবার
কার্য প্রণালীঃ
ধাপ -- ১
প্রথমে বিড়ালের মাথার উপরের অংশ ও কান এঁকে নিলাম।
ধাপ -- ২
এরপর বিড়ালের মাথা এঁকে নিলাম।
ধাপ -- ৩
এরপর বিড়ালের নীচের অংশ ও পা এঁকে নেবো।এরপর লেজ এঁকেও নিলাম।
ধাপ -- ৪
এরপর লেজে পেন্সিলের শেড দিয়ে চোখ এঁকে নিলাম।এরপর চোখে ও শেড দিয়ে দিলাম।
ধাপ -- ৫
এরপর শরীরের দুপাশে এঁকে শেড দিয়ে নিলাম।এরপর গালের দুপাশে লোম এঁকে নিলাম।
ধাপ -- ৬
এরপর মাথার দিকে এঁকে শেড দিয়ে দিলাম।এরপর নাক ও জিভ এঁকে নিলাম।
ধাপ -- ৭
এরপর নিজের নামটি লিখে আঁকা শেষ করলাম।
উপস্থাপনা
পোস্ট বিবরন
বিষয় | আর্ট |
---|---|
ডিভাইস | SamsungA20 |
ফটোগ্রাফার | @shimulakter |
ভৌগলিক অবস্থান | ঢাকা, বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আপু কিউট বিড়ালের খুব সুন্দর পেন্সিল আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। পেন্সিল আর্ট সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
একটি কিউট বিড়ালের খুব সুন্দর একটি পেন্সিল আর্ট করেছেন। পেন্সিল আর্ট গুলো দেখতে আমার সব সময় খুব ভালো লাগে। খুব সুন্দরভাবে পুরো আর্টটি সম্পূর্ণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Twitter link
সুন্দর একটি বিড়ালের চিত্র অঙ্কন করেছেন পেন্সিল দিয়ে। আপনার এই পেন্সিল আর্ট আমার কাছে বেশ চমৎকার লেগেছে। নিজের সুন্দর প্রতিভা ফুটে উঠেছে এই পোষ্টের মাঝে। যে কাজ সকলের পক্ষে সম্ভব নয় দক্ষতা ছাড়া।
অনেক ভালো লাগলো মন্তব্যটি পড়ে। ধন্যবাদ ভাইয়া।
খুবই সুন্দর বিড়ালের চিত্র অঙ্কন করেছেন। এই চিত্র অঙ্কনটি দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া।
বাহ আপনি তো পেন্সিল দিয়ে খুব সুন্দর করে বিড়ালের আর্ট করেছেন। আপনার বিড়ালের আর্ট সত্যিই অসাধারণ হয়েছে। সত্যি বলতে পেন্সিলের আর্ট গুলো খুব নিখুঁত হয় দেখতে বেশ ভালোই লাগে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বিড়ালের আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে পেন্সিল দিয়ে বিড়াল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপু।
আমি বাহ্ অনেক কিউট লাগছে তো এই বিড়ালটাকে। খুবই সুন্দর ভাবে পেন্সিল ব্যবহার করে আপনি এই বিড়ালটির আর্ট করেছেন। বিড়ালটা দেখছি জিভ বের করে রেখেছে , যার কারণে একটু বেশি সুন্দর লাগছে। বিড়াল অংকন করার ধাপগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে তুলে ধরেছেন দেখে ভালো লেগেছে। আপনার এরকম আর্ট পরবর্তীতে ও দেখতে পাবো আশা করছি ।
সুন্দর একটি মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
আপনার অংকন করা বিড়ালটি দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। বিড়ালের চিত্র অংকনের পদ্ধতি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার অংকন করা বিড়ালের কান দুটি দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনি তো বেশ চমৎকারভাবে পেন্সিল দিয়ে একটি কিউট বিড়ালের আর্ট করেছেন। তবে আপনার পেন্সিল দিয়ে বিড়ালের আর্ট অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার বিড়ালের আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে বিড়ালের আর্ট ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বিড়ালের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি পোষ্টের ভিন্নতা এনে নিজের সৃজনশীলতা কে প্রকাশ করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। আজকে আপনি একটি কিউট বিড়ালের পেন্সিল আর্ট করেছেন।অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য ও শুভেচ্ছা রইল। অনেক ভালো লাগলো আমার এটি।