নিজে করি ||🏵রঙিন কাগজের তৈরি ফুল🌼||♨️||🦊১০% লাজুক খ্যাক এর জন্য

♨️মানুষকে দেখে নয়,নিজে নতুন কিছু করুন♨️

❤️❤️শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার নিজের তৈরি রঙিন কাগজের ফুল । কিছুদিন আগে আমি একটি ফুলের গাছ বানিয়েছিলাম। তবে এখন কাগজ দিয়ে ফুল বানানো আমার কাছে ভলোই লাগতেছে। তাই আজকেও হাজির হলাম কাগজের ফুল নিয়ে আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক।
20220221_200341.jpg

উপকরণ গুলো

20220221_195923.jpg
  • রঙিন কাগজ
  • রুল
  • কাচি
  • আঠা
  • স্কেল
  • কাঁচি
💞তো চলুন শুরু করি💞
🏵️বানানোর কাজ চলছে🏵️
প্রথমে দুটি রঙিন কাগজ নিয়ে বর্গাকার ভাবে সে গুলোকে ভাজ করে নেব।
20220221_201353.jpg20220221_201329.jpg20220221_201422.jpg

🏵️বানানোর কাজ চলছে🏵️
এরপর দুটি কাগজকে আরেকবার করে ভাঁজ করে নিব এবং ভালোভাবে ভাঁজ করে নিয়ে রুল দিয়ে দাগ দিয়ে নিব
20220221_201503.jpg20220221_201628.jpg
20220221_201451.jpg
20220221_201540.jpg20220221_201642.jpg

🏵️বানানোর কাজ চলছে🏵️
ভাঁজ করে দাগ দিয়ে নেওয়ার পর কাচি দিয়ে সুন্দর করে ভালোভাবে কেটে নিব।
20220221_201550.jpg20220221_201601.jpg

🏵️বানানোর কাজ চলছে🏵️
ভালোভাবে কেটে নেওয়ার পর কাটা অংশের দুই পাশ দিয়ে আরও তিনবার করে কেটে নেব। খেয়াল রাখব যেন সম্পূর্ণটা কেটে না যায় এবং দুটি কাগজেই একই ভাবে কেটে নিব।
20220221_201717.jpg20220221_201731.jpg20220221_201803.jpg
20220221_201815.jpg20220221_202115.jpg

🏵️বানানোর কাজ চলছে🏵️
এরপর নিচের ছবিতে দেখানো মত একটি করে পাপড়ি ভালো করে মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিব। ধীরে ধীরে সবগুলো পাপড়ি জায়গা মতো লাগিয়ে দিব এবং আঠা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
20220221_202011.jpg20220221_202036.jpg
20220221_202049.jpg

🏵️বানানোর কাজ চলছে🏵️
এরপর প্রথমের ফুলটি বানানো হয়ে গেলে দ্বিতীয় কাগজে ফুলটি আঠার মাধ্যমে আটকে দিব এবং দ্বিতীয় কাগজের একটি করে পাপড়ি প্রথম কাগজটিতে ভালোভাবে আঠা দিয়ে ধীরে ধীরে লাগিয়ে দিব।
20220221_202406.jpg20220221_202342.jpg20220221_202354.jpg
20220221_202234.jpg20220221_202250.jpg

🏵️বানানোর কাজ চলছে🏵️
এরপর একটি রঙিন পেজ নিয়ে রঙিন ফুলটিকে আঠার মাধ্যমে লাগিয়ে দিব এবং আটার মাধ্যমে দেয়ালে লাগিয়ে দিব
20220221_202457.jpg20220221_202433.jpg
20220221_202316.jpg
📱বানানোর পর আমার সাথে সেলফি📱
20220221_202418.jpg

সত্যি বলতে কেমন হয়েছে জানি না। তবে আজকে চেষ্টা করলাম যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।



image.png

মোবাইলের নামমডেল
Samsungm21
ক্যামেরা📷 48
ফটোগ্রাফার@shihab24
What3 words addresshttps://w3w.co



LTd5Aeyyc.png

♨️আমার পরিচয়♨️

20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।
Sort:  
 2 years ago 
ভাই রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে ফুল তৈরি করেছেন আপনি। ফুল গুলো দেখতে অসাধারণ লাগছে। যখন স্কুলে পড়তাম তখন ক্লাস পার্টি কিংবা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গুলোতে এই ধরনের কাগজের অরিগ্যামি এবং ফ্লাওয়ার তৈরি করে সেগুলো দিয়ে ডেকোরেশন করতে খুব ভালো লাগতো। আপনার ফুলগুলো দেখে আজকে সেই কথাগুলো মনে পড়ে গেল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনার তৈরি করা রঙিন কাগজের ফুল টা দেখতে সত্যিই চমৎকার লাগছে । এসব ফুলগুলো তৈরি করতে সত্য অনেক পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন যা হয়তো আমি অনেক ভালো করে জানি।‌ কেননা আমি মাঝেমধ্যে এমন ডাই পোস্ট করে থাকি এগুলো সত্যি অনেক পরিশ্রমের কাজ।‌ যাই হোক এই পোস্টটি আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

ভাই আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ ভাবে কাগজের ফুল তৈরি করেছেন যা দেখতে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে আপনার তৈরীকৃত ফুলের কালার টি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি আপনার ফুল তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে রঙিন কাগজের তৈরি ফুল বানিয়েছেন। দেখতে অনেক সুন্দর লাগতেছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আসলে এ ধরনের ফুলগুলো বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে করতাম। বিভিন্ন সময়ে সাজানোর দায়িত্ব পেতাম ঠিক তখন এই কাজগুলো করতাম। যাক ভালো ছিল তোমার ফুল তৈরি।
সামনে আরো ভালো কিছু কাজ আশাকরি তোমার কাছে।
শুভ কামনা রইল তোমার জন্য ♥️

জি স্যার।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি রঙিন ফুল তৈরি করে আমাদের সকলের মাঝে অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন ভাইয়া। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের ফুল টি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে সত্যিই আমি মুগ্ধ আপনার এই রকম একটি রঙিন কাগজের ফুল দেখে। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে আপনি এই ফুল তৈরি করেছেন। এত সুন্দর একটি রঙিন ফুল আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন ভাইয়া। আপনার এই ফুল তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুল তৈরি করার প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি ফুল তৈরি প্রক্রিয়া আমাদের কথা শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

সুন্দর বানিয়েছেন । মেধার সঠিক প্রয়োগ করার চেষ্টা করেছেন। শুভেচ্ছা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য। ❤️❤️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44