🧆 সুস্বাদু কলার মোচা রেসিপি🍝||10% প্রিয় লাজুক  খ্যাক এর জন্য

প্রিয় ব্লগার বাঁশি গান



আসসালামু আলাইকুম ও আদাব




আশা করি সকলেই ভাল আছেন। আজকে নতুন কিছু নিয়ে হাজির হয়েছি। এই কলার মোচা খাঁটি গ্রাম্য খাবার।গ্রামের মানুষেরা এই খাবারটি খেতে খুবই পছন্দ করে। তাই আপনাদের সাথে আজকে আমি এই কলার মোচার সুন্দর এবং সুস্বাদু রেসিপি শেয়ার করব।

20220113_133242.jpg



উপাদানের নামপরিমাণ
কলার মোচা১ টি
রসুন২ টি
পেয়াজ২ টি
আদা বাটা১ টেবিল চামচ
নুন২ টেবিল চামচ
জিরা গুড়া২ টেবিল চামচ
সয়াবিন তেল১ কাপ
কাচা মরিচ৫ পিস
আলু৫ টি
হলুদটি টেবিল চামচ

20220113_123859.jpg



উপকরন নেওয়ার পর কিভাবে আমি রান্নাটি সম্পন্ন করলাম তার বর্ণনা ধাপে ধাপে নিচে বলছিঃ

🍽️ রান্না চলছে 🍽️




ধাপ-১ঃ

প্রথমে কলার মোচা টিকে ভালোভাবে কেটে নিব

📷ফটো-১📷ফটো-২

20220113_130109.jpg

20220113_130113.jpg



ধাপ-২ঃ

এরপর আলু কুচি কুচি করে কেটে নিব

📷ফটো-১📷ফটো-২

20220113_131001.jpg

20220113_131008.jpg




ধাপ-৩ঃ

তারপর রসুন এবং মরিচ ভালোভাবে কেটে নিবে
ফটো-১ফটো-২

20220113_131104.jpg

20220113_131049.jpg



ধাপ-৪ঃ

এরপর কলার মোচা গুলো ভালভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব

📷ফটো-১📷ফটো-২

20220113_131221.jpg

20220113_131221.jpg



ধাপ-৫ঃ

এরপর আলু গুলো দিয়ে দিব

📷ফটো-১📷ফটো-২

20220113_131235.jpg

20220113_131241.jpg



ধাপ-৬ঃ

এরপর মরিচ ও রসুন গুলো দিয়ে দিব

📷ফটো-১📷ফটো-২

20220113_131304.jpg

20220113_131304.jpg



ধাপ-৭ঃ

এরপর পেঁয়াজকুচি গুলো দিয়ে দিব

📷ফটো-১📷ফটো-২

20220113_131323.jpg

20220113_131316.jpg



ধাপ-৮ঃ

এখন জিরা বাটা আদা বাটা গুলো দিয়ে দিব

📷ফটো-১📷ফটো-২

20220113_131359.jpg

20220113_131421.jpg



ধাপ-৯ঃ

সবগুলো উপাদান পরিমাণমতো দেওয়া হয়ে গেলে পরিমাণমতো তেল এবং হলুদ দিয়ে দিব

📷ফটো-১📷ফটো-২

20220113_131436.jpg

20220113_131508.jpg



ধাপ-১০ঃ

এরপর ভালোভাবে মিক্সড করে নিয়ে চুল রান্নার জন্য দিব।এরপর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব

📷ফটো-১📷ফটো-২

20220113_131536.jpg

20220113_131705.jpg



ধাপ-১১ঃ

এরপর প্রেসার কুকারের ঢাকনা খুলে ভালোভাবে হয়ে গেলে পরিবেশনের জন্য নামিয়ে নিব

📷ফটো-১📷ফটো-২

20220113_131632.jpg

20220113_133007.jpg




🍽️🍵পরিবেশন🍵🍽️

📷ফটো-১📷ফটো-২

20220113_133231.jpg

20220113_133418.jpg



20220113_133410.jpg

20220113_133359.jpg



ডিভাইস সংক্রান্ত

মোবাইলের নামমডেল
Samsungm21
📷 ক্যামেরা48 mp


20211224_151319-01 (1).jpeg

আমার পরিচয়
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

Sort:  

কলার মোচা এমনিতেই অনেক সুস্বাদু। মাঝে মাঝে বাসায় খাওয়া হয়। ভাজি খেতে অনেক ভালো লাগে। তবে আপনার রেসিপি আসাধারণ হয়েছে।শুভ কামনা আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58211.91
ETH 2476.26
USDT 1.00
SBD 2.38