🎂মজাদার কেক রেসিপি 🎂||♨️||🦊১০% লাজুক শেয়াল এর জন্য

♨️মানুষকে দেখে নয়,নিজে নতুন কিছু করুন♨️

শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজ বেশ কয়েকদিন পর আপনাদের সামনে রেসিপি নিয়ে হাজির হয়েছি।
20220310_091745.jpg

উপকরণ গুলো

উপকরণপরিমান
ময়দা২৫০ গ্রাম
দুধপরিমাণ মতো
ডিম4 টি
চিনি১৭০ গ্রাম
লবনহালকা একটু
বেকিং পাউডার১ চা চামচ
সয়াবিন তেলপরিমান মতো
20220310_091842.jpg

Daco_123427.png

💞তো চলুন শুরু করি💞

image.png

🍽️রান্নার কাজ চলছে🔪
প্রথমে চারটি ডিম নিব এবং সবগুলো ডিম ভেঙ্গে একটি বাটিতে নিয়ে ভালোভাবে মিক্স করে নিব
🎂🎂🎂20220307_125724.jpg🎂🎂🎂
20220307_125958.jpg🎂🎂🎂20220307_130005.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর সেই মিক্স করা দিনগুলোতে কিছু পরিমাণ তেল দিয়ে দিব
🎂🎂🎂20220307_130224.jpg🎂🎂🎂
20220307_130226.jpg🎂🎂🎂20220307_130034.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর সেখানে চিনি দিয়ে দিবে এবং ভালভাবে মিক্স করতে থাকবো
20220307_130341.jpg🎂🎂🎂20220307_130339.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর সেখানে অল্প একটু লবণ এবং এক চামচ বেকিং পাউডার দিয়ে দিবে
🎂🎂🎂20220307_130453.jpg🎂🎂🎂
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর সেখানে ২৫০ গ্রাম ময়দা দিয়ে দিব এবং ভালোভাবে মিক্স করতে থাকবো
20220307_131259.jpg🎂🎂🎂20220307_130819.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর ধীরে ধীরে দুধ দেব এবং মিক্স করতে থাকবো।
🎂🎂🎂20220307_131023.jpg🎂🎂🎂
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর একটি কড়াইয়ে বালু গরম করে নেব এরপর একটি বাটিতে হালকা একটু তেল মাখিয়ে এবং কাগজ দিয়ে দিব।
20220307_131533.jpg🎂🎂🎂20220307_131530.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর সবগুলো মিক্স গুলো সেখানে দিয়ে এবং কড়াই এর মধ্যে বসিয়ে দিয়ে 50 মিনিটের মত অপেক্ষা করবো এবং চুলা থাকবে সামান্য পরিমাণ আগুনের তাপে।
🎂🎂🎂20220307_132619.jpg🎂🎂🎂
20220307_132627.jpg🎂🎂🎂20220307_132110.jpg

image.png

🍽️পরিবেশন🍽️

20220307_143539.jpg
20220307_143601.jpg
20220307_143348.jpg
20220307_143743.jpg
20220307_143738.jpg20220307_143548.jpg20220307_143544.jpg

সত্যি বলতে অনেক ভাল লেগেছে খেতে।আশা করি আপনারাও এটি বাড়িতে চেস্টা করবেন বানিয়ে খাওয়ার জন্য ।তবে যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।



image.png

মোবাইলের নামমডেল
Samsungm21
ক্যামেরা📷 48
ফটোগ্রাফার@shihab24
What3 words addresshttps://w3w.co



♨️আমার পরিচয়♨️

20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।
Sort:  
 2 years ago 

আপনি চুলায় একদম পারফেক্ট কেক তৈরি করেছেন। কেক টি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমিও কিছুদিন আগে কেক রেসিপি শেয়ার করেছিলাম। কেক বানানোর ক্ষেত্রে সব উপকরণ একদম পরিমাণমতো দিতে হয়, একটু কম বেশি হলেই কেক পারফেক্ট হয় না। আপনি সবগুলো উপকরণ পারফেক্ট ভাবে ব্যবহার করে একদম পারফেক্ট কেক তৈরি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

কেক সাধারণত বাইরে থেকে কিনে খাওয়া হয়। তবে বাসায় তৈরি কেক খেতে বেশ সুস্বাদু এবং মজাদার হয়। আপনি অনেক সুন্দর হবে কি কি রেসিপি রান্না করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাহ ভাই নিজে হাতে বেশ দারুন কেক তৈরি করেছেন তো আপনি। খুবই সুন্দর হয়েছে কিন্তু আপনার তৈরীকৃত। তৈরীর বর্ণনা এবং প্রত্যেকটি উপস্থাপনা সত্যিই অসাধারণ ছিল। এভাবেই এগিয়ে চলুন শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাসায় মাঝে মাঝেই আমার ছোট বোন কেক তৈরি করেন কিন্তু আমি কখনো ট্রাই করে দেখি নি। আপনার পোস্টে একদিন দেখে আমি নিজেই বাসায় তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ্ বেশ লোভনীয় লাগছে । ভালোই বানিয়েছেন কেকটা । সুন্দর ছিল আপনার উপস্থাপনা ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আমার বাড়িতেও প্রায় সময়ই এভাবে কেক তৈরি করে খাওয়া হয়। কারন আমার ঘরে ছোট ছোট দুটি ছেলে মেয়ে আছে। তাদের শখ পূরণ করতে গিয়ে আমার ঘরের গৃহিণী প্রায় সময়ই এভাবে কেক তৈরি করে খাওয়ায়। তাই আপনার তৈরি রেসিপি দেখে বেশ ভালভাবেই বুঝতে পারছি, একটি খেতে ভীষণ সুস্বাদু ও মজাদার হয়েছিল। এবং আপনার কেকের কালারটি নজর কাড়ার মতো হয়েছে। এত সুন্দর একটি কেক রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং এই কেক কিভাবে তৈরি করা হয় তার রন্ধনপ্রণালীর প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

 2 years ago 

ওয়াও ভাইয়া সুন্দর করে আপনি কেক তৈরী রেসিপি শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

বাহ দারুন তো , আপনি অনেক সুন্দর ভাবে কেক তৈরি রেসিপি আমাদের সাথে শেয়ার করলেন যা দেখে আমি মুগ্ধ্য। আপনার তৈরি কেক দেখে আমার অনেক লোভ লাগছে। সত্যি আমরা ঘরে বসে সুন্দর ভাবে কেক তৈরি করে খেতে পারি। অসাধারন রেসিপি। শুভকামনা রইল

 2 years ago 

ওয়াও! দারুন সুন্দর কেক বানিয়েছেন তো আপনি। একেবারে ফাস্ট ক্লাস। আমিও একবার কেক বানাবার চেষ্টা করেছিলাম কিন্তু কেন যেন কালো হয়ে গিয়েছিল। সুন্দরে এই রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে কেক তৈরি করেছেন। আপনার তৈরি কেক রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে কেক তৈরী রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 53406.14
ETH 2398.08
USDT 1.00
SBD 2.15