🍌মচমচে কলার ভাজা রেসেপি 🍌||🦊 ১০% লাজুক শেয়াল এর জন্য

♨️মানুষকে দেখে নয়,নিজে নতুন কিছু করুন♨️

শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজ বেশ কয়েকদিন পর আপনাদের সামনে রেসিপি নিয়ে হাজির হয়েছি। কলার ভাজা রেসেপি আমার ভিশন ভালো লাগে। চমৎকার এই রেসিপি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন কথা নাহ বাড়িয়ে শুরু করা যাক।
1647778398189.png

edit by photo frame app

উপকরণ গুলো

উপকরণপরিমান
কাঁচা কলা৪-৫ টি
লবনপরিমাণ মতো
মরিচ গুঁড়ো১ চা চামচ
হলুদ১/২ চা চামচ
সয়াবিন তেলপরিমান মতো

Daco_123427.png

💞তো চলুন শুরু করি💞

55-551455_cartoon-banana-clip-art-cartoon-banana-clipart-hd.png

উৎস

🍽️রান্নার কাজ চলছে🔪
প্রথমে কাঁচা কলা গুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব
20220317_131628.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর সে গুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যেন কোন প্রকার ময়লা না থাকে
20220317_131632.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর সেখানে স্বাদমতো লবণ দিয়ে দিব এবং এরপর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব
20220317_131647.jpg20220317_131641.jpg
20220317_131715.jpg20220317_131710.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর সবগুলোকে ভালভাবে মিক্স করে নিব
20220317_132141.jpg20220317_132139.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে দিব এবং তেলুগুলো ভালোভাবে গরম করে নেব
20220317_132941.jpg20220317_132935.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর তেলের মধ্যে কাঁচা কলা গুলো একটু একটু করে ছেড়ে দিব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মত ভেজে নিয়ে উঠিয়ে নিব
20220317_133018.jpg20220317_133016.jpg
20220317_133012.jpg
20220317_133000.jpg20220317_132958.jpg

11-119474_banana-minions-and-game-of-thrones-image-game.png

উৎস

🍽️পরিবেশন🍽️

20220317_133830.jpg
20220317_133823.jpg
20220317_133821.jpg

সত্যি বলতে অনেক ভাল লেগেছে খেতে।আশা করি আপনারাও এটি বাড়িতে চেস্টা করবেন বানিয়ে খাওয়ার জন্য ।তবে যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।



Daco_123427.png



image.png

📱 ডিভাইস সংক্রান্ত 📱
মোবাইলের নাম
মডেল
Samsung m21
ক্যামেরা 📷 48
ফটোগ্রাফার@shihab24
What3 words addresshttps://w3w.co/garden



♨️আমার পরিচয়♨️

20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।
Sort:  
 3 years ago 

আপনি অনেক মজাদার এবং লোভনীয় একটি মচমচে কলা ভাজা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও এরকমভাবে কখনো মচমচে কলা ভাজা রেসিপি খাওয়া হয়নি তবে আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

কলা দিয়ে এতো সুন্দর রসিপি আমি আগে দেখিনী। মাঝে মাঝে বাসে হকাররা এই টাইপের চিপ্স বিক্রি করে। তবে সেগুলো আলু দিয়ে তৈরি তবে আপনার রেসিপি দেখে খুবই ভালো লাগলো। এটা অনেক ইউনিক পোস্ট ছিলো।

 3 years ago 

কলার চিপস আমি অনেকদিন আগে খেয়েছিলাম, আমার কাছে বেশ ভালই লেগেছিল। তারপরে আর একবারও এই চিপস খাওয়া হয়নি তবে এখন আপনার তৈরি করা চিপস গুলো দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে ভাইয়া। খুবই লোভনীয় একটা ভাব এসেছে আপনার তৈরি করা কলার চিপস গুলোতে। আপনার রেসিপির উপস্থাপনা আমার কাছে খুবই ভালো লেগেছে ,খুবই গোছালো এবং পরিচ্ছন্ন ভাবে আপনি আমাদের মাঝে রেসিপিটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

মচমচে কলার চিপস, খেতে আমার খুব ভালো লাগে।এভাবে কলা পাতলা পাতলা করে কেটে, ভেজে তারপর আবার মসলা দেওয়া হয়।খেতে দারুন লাগে।আপনার কলার চিপস ছবি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আমি প্রথমে দেখে ভেবেছিলাম এগুলো বেগুন ভাজি করেছেন। কিন্তু পরে দেখলাম কলার ভাজি করেছেন। এইরকম ভাবে কখনোই করা হয়নি। কিন্তু আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে সুস্বাদু হয়েছে খেতে। আপনি খুব সুন্দর উপস্থাপন করেছেন। আমাদের মাঝে এত অসাধারন একটি রেসিপি নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আমি অনেক কয়েক বার কাঁচা কলা ভাজি খেয়েছি। আমার খুবেই ভালো লেগেছিল। সকাল বেলা গরম ভাতে সাথে এ রকম কলার ভাজি খাইতে বেশ ভালোই লাগে। ভাইয়া আপনি অনেক সুন্দর করে ভাজিটি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে খাইতে। সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

কলার ভর্তা, কলার ভাজি খেতে দারুন লাগে আমার ।আর আপনি তো দেখি মচমচে করে কলার ভাজি করেছেন ।এটি খেতে নিশ্চয় অনেক মজা হবে ।এত সুন্দর একটি মজাদার কলার ভাজি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

খুবই সুস্বাদু একটি রেসিপি মনে হচ্ছে। রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে খুবই মজার হবে। তবে এভাবে কখনোই কলা ভাজি করে খাওয়া হয়নি। সবসময় রান্না করে খাওয়া হয়েছে। তবে আপনার এই মচমচে কলা ভাজির রেসিপিটি খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার কাছ থেকে আরেকটি ইউনিক রেসিপি পেয়েছি। আসলে কলার এভাবে ভাজি করার রেসিপি আর কখনো দেখিনি। তবে হ্যাঁ আমি কলার চিপস দেখেছি,যখন আমি ওমান ছিলাম তখন সুপার মার্কেটে দেখতে পেতাম, প্যাকেটে করে কলার চিপস বিক্রি করতো। তবে আপনি যেভাবে আপনি রেসিপিটি শেয়ার করেছেন এভাবে কখনো দেখি নাই বা খাইনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ইউনিক রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

কাঁচা কলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। কিন্তু অনেকেই কাঁচা কলা টা পছন্দ করে না, তবে এভাবে ভেজে খেলে তা কিন্তু অনেক মজাদার লাগবে।
আপনি খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে। ধন্যবাদ আপনাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62834.21
ETH 2464.40
USDT 1.00
SBD 2.64