🌴গ্রামীণ পরিবেশ পর্ব-২🌴|| 🍁প্রকৃতির ছোঁয়া🍁 ||১০% লাজুক খ্যাক এর  জন্য

আসসালামু আলাইকুম



প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।



আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও মোটামুটি ভালোই আছি কিন্তু পারিবারিক কিছু প্রবলেমের কারণে গ্রামে বাড়িতে আসা। অনেকদিন পর গ্রামে এসে চারদিকের পরিবেশটা অনেক ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি এবং সত্যিই গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর শহরের ধুলোবালি জমা বাতাস গুলোর তুলনায়।

20220121_114327.jpg

image.png




🍁পুকুরপাড়ের পর থেকেই শুরু হয় আমাদের জমি জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়েছে অনেক সুন্দর লাগে যখন দেখি মাঠ ভরা সবুজ ফসল🍁

image.png

ফটো-১ফটো-২

20220121_114301.jpg

20220121_114327.jpg

Location:https://w3w.co



image.png




🌾এগুলো হলো ধানের গাছ। যেগুলো ছোট ছোট এবং এইখান থেকেই গাছগুলোকে মূল জমিতে গাড়ানোর জন্য উত্তোলন করা হবে।🌾

image.png

ফটো-১ফটো-২

20220121_114257.jpg

20220121_114247.jpg

Location:https://w3w.co



image.png




🌱এগুলো হলো আলুর গাছ। যতদূর চোখ যায় শুধু আলুর ক্ষেত আর ক্ষেত। সত্যিই অসাধারণ একটা চিত্র। 🌱


image.png

20220121_115244.jpg

image.png

20220121_115150.jpg

image.png

20220121_115144.jpg

image.png

20220121_115143.jpg

image.png

20220121_115102.jpg
image.png

20220121_115032.jpg

image.png

20220121_115027.jpg

Location:https://w3w.co

image.png




🍃এটি হলো ভুট্টা বাগান। বাগানটি বেশ বড় এবং এখনও গাছগুলোতে ভুট্টা ধরে নাই। গাছগুলো তুলনামূলক এখনো ছোটই আছে। বাগানটি অবশ্য আমাদের নাহ।🍃


20220121_115516.jpg

image.png

20220121_115514.jpg

image.png

20220121_115507.jpg

Location:https://w3w.co

image.png




🌿এরপর এগুলো হলো সরষে ফুলের ক্ষেত। এগুলো আমার বড়আব্বুর সরিষা ক্ষেত। তিনি অবশ্য একজন কৃষক। প্রতিদিন প্রচুর পরিশ্রম করেন তার জমির ফসল নিয়ে। সরষেখেত দেখলেই চোখ হলুদে ভরপুর হয়ে যায়।🌿

20220121_120336.jpg

image.png

20220121_120333.jpg

image.png

20220121_120318.jpg

image.png

20220121_120141.jpg

image.png

20220121_115905.jpg

image.png

20220121_115823.jpg

image.png

20220121_115757.jpg

Location:https://w3w.co

image.png




🏠এরপর যখন বাড়ি আসি তখন দেখি, আমার বাড়ির পাশেই অনেকগুলো ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলতে ছিল। দেখে সত্যিই খুব খারাপ লাগছিল কারণ ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছিল এবং ছোটবেলার সেই বন্ধুদেরকে নিয়ে ফুটবল খেলার অনেক মুহূর্ত চোখে ভেসে উঠছিল

20220121_122319.jpg

image.png

20220121_122312.jpg

image.png

20220121_122310.jpg

Location:https://w3w.co

image.png




মোবাইলের নামমডেল
Samsungm21
ক্যামেরা48 mp
ফটোগ্রাফার@shihab24
What3 words addresshttps://w3w.co

image.png




image.png

20211224_151319-01 (1).jpeg

আমার পরিচয়
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

◦•●🤎✿ ধন্যবাদ ✿🤎●•◦

Sort:  

ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে। প্রতিটা ছবি দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে গ্রামের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনি অনেকগুলো ছবি দিয়ে গ্রামের দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটি ছবি অসাধারণ হয়েছে। ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে আপনি ভালো ফটোগ্রাফি করতে পারেন। তবে সরিষা ক্ষেতের ছবি গুলো অসাধারণ ছিল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

গ্রামের দৃশ্য গুলো আপনি অনেক সুন্দর করে তুলেছেন।যা দেখতে সুন্দর লাগছে।বিশেষ করে সরিষা ফুলের ছবি আর ক্ষেতের ছবিটা অনেক সুন্দর হয়েছে।আসলে গ্রামের ছবিগুলো ই এমন এ অসাধারণ হয়। যেগুলো দেখতে অনেক ভালো লাগে।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

খুব সুন্দর একটা কমেন্ট করেছেন ভাইয়া। ধন্যবাদ।

আপনার গ্রামীন পরিবেশের ফটোগ্রাফি গুলো জাস্ট ওয়াও লাগছে। গ্রামের প্রকৃতির ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগে। প্রকৃতির মাঝে আলাদা একটি শান্তিবিরাজ করে। প্রতিটি প্রকৃতির ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 
  • গ্রাম বাংলার এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় ফসলের মাঠের ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে গেল। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

আপনার কমেন্ট পড়ে সত্যিই খুব ভাল লাগল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

গ্রাম মানে একটি স্বস্তির জায়গা। শহরের কোলাহল ছেড়ে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে গ্রামে প্রবেশ করে। গ্রামের পরিবেশ সবসময় অসাধারণ হয়ে থাকে। আপনি আপনার পোষ্টের মাধ্যমে গ্রামের পরিবেশের সৌন্দর্য তুলে ধরেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর একটি কমেন্ট করেছেন।

 2 years ago 

অসাধারণ কিছু গ্রামীণ পরিবেশ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে।বিশেষ করে সরষে ক্ষেত। অনেক গুলো ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন।শুভ কামনা রইল আপানআর জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

গ্রামীন পরিবেশের এমন অপরূপ সৌন্দর্য দেখে প্রাণটা যেন একদম জুড়িয়ে গেল । আপনি গ্রামীন পরিবেশের ফসলের খুবই সুন্দর বিবরণ দিয়েছেন এবং পোস্টটি খুবই গুছিয়ে আমাদের মাঝে করেছেন। গ্রামীণ পরিবেশে বসবাস করলে বোঝা যায় এর মজাটা কতখানি এতেই শান্তি রয়েছে ।ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

খুবই সুন্দর একটা কমেন্ট করেছেন ভাই। সত্যিই খুব ভাল লাগল আপনার কমেন্টটা পড়ে। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47