🥰ইফতার আইটেম 🥰||🦊১০% লাজুক শেয়াল এর জন্য 🦊

♨️মানুষকে দেখে নয়,নিজে নতুন কিছু করুন♨️

শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।আজ আমি আপনাদের সামনে ইফতারের কিছু রেসিপি শেয়ার করব।ইফতারি অবশ্য আমার মা এবং আমি তৈরি করেছি। আমার মা আমাকে একটু সাহায্য করেছে।কারন ইফতারে অনেক কিছু তৈরি করেছিলাম। আমি আজকে সেই রেসিপি গুলো শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে আমার রেসিপিটি।তো চলুন কথা নাহ বাড়িয়ে শুরু করা যাক।

ইফতার খাওয়ার আইটেম

1648994015169.png

Edit by photo frame app

উপকরণ গুলো

উপকরণপরিমান
ডিম৫ টি
আলু৭-৮ টি
লবনপরিমাণ মতো
মরিচ গুঁড়ো১ চা চামচ
হলুদ১/২ চা চামচ
সয়াবিন তেলপরিমান মতো
জিরা বাটা২ চা চামচ
কাচা মরিচ২-৩ টি
আদা বাটাপরিমাণ মতো

Daco_123427.png

💞তো চলুন শুরু করি💞

image.png

🍽️রান্নার কাজ চলছে🔪
প্রথম আলু গুলোর সিদ্ধ করে নিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নেব পাশাপাশি দিনগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব
20220403_171348.jpg20220403_152727.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর আলুগুলো ভর্তা করে নেব এবং ভালোভাবে ভর্তা করব যেন আলুর অংশগুলো ভালোভাবে মিশে যায়
20220403_154950.jpg20220403_154945.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর একটি বাটিতে ডিমের কুসুম নিব এবং গুড়া মরিচ নিব
20220403_155222.jpg20220403_155209.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর গুড়া মরিচ এবং ডিমের কুসুমটি আলুর ভর্তা মধ্যে দিয়ে দিব
20220403_155404.jpg20220403_155355.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর আদা বাটা মরিচ বাটা এবং জিরা বাটা গুলো সেই আলুর ভর্তার মধ্যে দিয়ে দিব
20220403_155505.jpg20220403_155502.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
অন্যপাশে ব্যাসন গুলো ভালোভাবে মিক্স করে নিব।
20220403_155747.jpg20220403_155744.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
ধীরে ধীরে আলুর ভর্তা গুলো গোল গোল করে নিয়ে ব্যাসনের মধ্যে দিয়ে গরম তেলে দিয়ে দেব।
20220403_160849.jpg20220403_160502.jpg
20220403_171232.jpg20220403_171157.jpg
🍽️রান্নার কাজ চলছে🔪
এরপর ডিম গুলো একই ভাবে ব্যাসনের মধ্যে দিয়ে দিব এবং তেলের মধ্যে দিয়ে দিব।
20220403_171232.jpg20220403_171211.jpg

🍽️পরিবেশন🍽️

20220403_173118.jpg

সত্যি বলতে অনেক ভাল লেগেছে খেতে।আশা করি আপনারাও এটি বাড়িতে চেস্টা করবেন বানিয়ে খাওয়ার জন্য ।তবে যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।



Daco_123427.png



image.png

📱 ডিভাইস সংক্রান্ত 📱
মোবাইলের নাম
মডেল
Samsung m21
ক্যামেরা 📷 48
ফটোগ্রাফার@shihab24
What3 words addresshttps://w3w.co/garden



♨️আমার পরিচয়♨️

20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।
Sort:  
 3 years ago 

ইফতারের অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। রেসিপি দেখে জিভে জল চলে আসলো। এই ধরনের ইফতার রেসিপি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনার রেসিপি দেখে বোঝাই যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এই রকম সুন্দর একটি ইফতারের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করছেন ভাইয়া। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। রেসিপি তৈরি প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে ইফতার আইটেম তৈরি করেছেন। দারুন হয়েছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অনেক মজাদার ও লোভনীয় একটি ইফতার এর আইটেম আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।দেখেই খেতে ইচ্ছা করছে ভাইয়া।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর ভাবে ইফতারের আইটেম প্রস্তুত করছেন সারাদিন ধরে। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে বুঝিয়ে লিখেছেন এবং পোস্ট করেছেন। মাহে রমজানের প্রতিটি দিন যেন আপনার শুভ হয় সেই দোয়া ও কামনা করি ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে ইফতারের আইটেম তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন । সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ইফতারের আইটেম গুলোর মধ্যে আলুর চপ একটি অন্যতম খাবার। আলুর চপ খেতে আমরা সবাই খুব পছন্দ করি। আর ইফতারের মধ্যে আলুর চপ একটি পছন্দের আইটেম। আপনার আলুর চপ তৈরি রেসিপি খুব চমৎকার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং প্রত্যেকটা ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ইফতারের সময়ে ধরনের খাবার যদিও আমি খেতে পছন্দ করি না কারণ এগুলা খেলে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা করে তবুও দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল এতে কোন সন্দেহ নেই

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার ইফতার আইটেম রেসিপি আমার কাছে অনেক ভালো লাগলো। রমজান মাসে এই ধরনের সুস্বাদু খাবার যা ইফতার করার মাধ্যমে সবাই উপভোগ করতে পছন্দ করে ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

অনেক মজার একটি ইফতার আইটেম আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার তৈরি করা এই মজার রেসিপি আমার কাছে ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অনেক মজাদার রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62249.58
ETH 2435.15
USDT 1.00
SBD 2.67