Edit by Photo Frame app
- রঙিন কাগজ
- কলম
- মার্কার পেন
- আঠা
- কাঁচি
প্রথমে একটি রঙিন কাগজ নিব এবং সেটিকে ভালোভাবে বর্গাকার করে ভাগ করে নেব |
এরপর বর্গাকার কাগজটিতে মাঝ বরাবর দুইবার পুনরায় ভাজ করে নেব। |
এরপর ওই কাগজকে আবার চারকোনা বরাবর পুনরায় ভাঁজ করে নেব। |
এরপর মাঝখানে দুইবার ভাগ করে নেব এবং উপরের ছবির মত করে সুন্দর একটি ছোট বক্স বানিয়ে নিব। হুবহু একই প্রসেসে আরো একটি বক্স বানিয়ে নিব। |
এরপর একটি অন্য কালার রঙিন কাগজ কে দুটি ভাগে ভাজ করে নিব এবং সেটিকে ছোট ছোট করে একটির পর একটি ভাজ করে নেব।উপরের ছবির মত করে নিব। যেন এটি জাম্প করে তা না হলে হবে না। |
এরপর একটি রুল কম্পাসের সাহায্যে গোলাকার কাগজ কেটে নিব এবং সেটিতে মানুষের হাসির ইমোজি অঙ্কন করব। |
এরপর হাসির ইমোজি যুক্ত গোলাকার কাগজটিকে আঠার সাহায্যে অন্য কাগজটিতে লাগিয়ে দিব। |
এরপর বক্সের সাথে কাগজ গুলোকে আঠা সাহায্যে সংযুক্ত করে দিব এবং তৈরি হয়ে গেল আমাদের ফানি ইমোজি বক্স। |
ভিডিওটি দেখে বুঝতে পারবেন আসলে কিভাবে এটি কাজ করে🤪🤪
Link here
↓
https://youtube.com/shorts/VmyE87EtgqU?feature=share
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার এস্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। |
রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফানি ইমোজি তৈরি করেছেন 🥰। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে দারুন ফানি ইমোজি তৈরি করেছেন। দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।প্রতিটি ধাপ ছিলো দক্ষতার চমৎকার উপস্থাপনা।ধন্যবাদ শ্রদ্ধেয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
অভিনন্দন ও শুভকামনা রইলো শ্রদ্ধেয়।
রঙিন কাগজের ম্যাচ বক্স অনেক দেখেছি।তবে ফানি ইমোজি বক্স আজকেই প্রথম দেখলাম।এটি বানানোর আইডিয়াটি দারুন ছিল। তৈরি করার পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভকামনা রইলো আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভাই আপনি অনেক সুন্দর একটি ক্রাফট সম্পন্ন করেছেন।ফানি ইমোজি বক্সটি দেখতে অনেক সুন্দর লাগছে।ক্রাফট সম্পন্ন করার পদ্ধতি গুলো ধাপে ধাপে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনার এই বক্সটা দেখতে বেশ মজাদার লাগছে । বিশেষ করে আপনি এই বক্সটি উপরে ফানি ইমোজি তৈরি করাতে ব্যাপারটি বেশ চমৎকার হয়েছে। বক্স তৈরি করার প্রতিটি ধাপ আপনাকে সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা ফানি ইমোজি বক্সটি দেখতে খুবই সুন্দর লাগছে ভাইয়া সুন্দর এর পাশাপাশি দেখতে খুবই কিউট ও লাগছে। এভাবে বক্স বানিয়ে মানুষের সাথে মজা করা যাবে হাহাহা। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে যা দেখে আমি এই ফানি ইমোজি বক্সটি বানানো শিখে গেলাম। ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভালো ছিল ভাই আপনার আইডিয়াটা। প্রথমে কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি কাগজের বক্স বানিয়েছেন যেটা সত্যিই দারুণ ব্যাপার। আর এটাকে আরো বেশি সুন্দর করেছে ইমোজি টা। এবং তৈরীর প্রতিটি ধাপ বেশ চমৎকার ছিল। চালিয়ে যান ভাই এভাবেই শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আসলে এটি বেশ মজার ছিল। রঙিন কাগজের ফানি ইমোজি বক্স তৈরি করেছেন। বেশ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
আপনাকে অসংখ্য ধন্যবাদ
রঙিন কাগজের ফানি ইমোজি বক্স তৈরি দেখে আমার হাসি এসেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে এটি দেখে। আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
এই জিনিস টা তৈরি করে আমি আমার বন্ধুকে গিফট করতে চাই। আপনি অনেক সুন্দর ভাবে বিষয়টি আমাদের সাথে শেয়ার করেছেন। বেশি ভালো লাগলো আপনার তৈরি করার কৌশল দেখে। ভালো একটা প্রজেক্ট দেখা হলো। ধন্যবাদ আপনাকে। ❣️❣️
আপনাকে অসংখ্য ধন্যবাদ