🐟মচমচে মাছের ডিম এর বড়া 🐟||🦊১০% লাজুক শেয়াল এর জন্য
|
---|
শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজ বেশ কয়েকদিন পর আপনাদের সামনে রেসিপি নিয়ে হাজির হয়েছি। |
---|
উপকরণ গুলো |
---|
উপকরণ | পরিমান |
---|---|
মাছের ডিম | ২০০ গ্রাম |
লবন | পরিমাণ মতো |
মরিচ গুঁড়ো | ১ চা চামচ |
আদা বাটা | ১ চা চামচ |
হলুদ | ১ চা চামচ |
জিরা বাটা | ১ চা চামচ |
সয়াবিন তেল | পরিমান মতো |
💞তো চলুন শুরু করি💞 |
---|
🍽️পরিবেশন🍽️ |
---|
সত্যি বলতে অনেক ভাল লেগেছে খেতে।আশা করি আপনারাও এটি বাড়িতে চেস্টা করবেন বানিয়ে খাওয়ার জন্য ।তবে যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
মোবাইলের নাম | মডেল |
---|---|
Samsung | m21 |
ক্যামেরা | 📷 48 |
ফটোগ্রাফার | @shihab24 |
What3 words address | https://w3w.co |
|
---|
শিহাব ভাই এটা কেমন রেসিপি দেখালেন।বরাবরই আমি মাছ খাওয়ার সময় মাছের ডিম খুঁজে থাকি।আর আজ আপনি মাছের ডিম এর বড়া নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।আমি তো দেখে লোভ সামলাতে পারছিনা।এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ
মাছের ডিমের বড়া আমি কখনো খাইনি। কিন্তু আজকে আপনার রেসিপি পদ্ধতি দেখে মনে হচ্ছে এবং মাছের বড়া দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভাই কি দেখালেন দেখে তো আমার জিভে জল চলে এলো। মাছের ডিমের বড়া গুলো দেখতে খুবই লোভনীয় লাগছে ভাইয়া। দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। রেসিপিটি আপনি খুবই সুন্দর এবং গোছালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
প্রথম মাছের ডিমের বড়া বানানো দেখলাম। তবে দেখে মনে হচ্ছে এটা অনেক সুস্বাদু এবং মজাদার একটি খাবার। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনি অনেক চমৎকার ভাবে মাছের ডিমের বড়া তৈরি করেছেন। কিন্তু আমার এখনো মাছের ডিমের বড়া খাওয়া হয়নি। মাছের ডিম রান্না করে খেয়েছি। আপনার এই রেসিপি টি দেখে আমার খেতে ইচ্ছে করছে। ভাবছি একদিন বানিয়ে খাবো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
মাছের ডিমের বড়া ইউনিক রেসিপি টি। এর আগে অনেক বড়াই খেয়েছি কিন্তু মাছের ডিমের বড়া সেটা আবার কি জিনিস। তবে সে যাই হোক সুন্দর লাগছে এবং আপনার উপস্থাপনা দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
মাছের ডিম খেতে খুবই সুস্বাদু হয়। আমি অনেক মাছের ডিম খেয়েছি তবে আমার কাছে সব থেকে টেংরা মাছের ডিম বপশ ভালোই লাগে খেতে। মাছের ডিমের ভরা কখনো খাওয়া হয়নি শুধু ডিম খেয়েছি । যাই হোক আজকে আপনি খুবই মজাদার চমৎকার ভাবে মাছের ডিম আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এতো সুন্দর মজাদার মাছের ডিম শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনি খুবই চমৎকার ভাবে একটি ইউনিক ধরনের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও আমি কখনো মাছের ডিমের বড়া খাইনি তবে আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল, সেই সাথে অনেক লোভনীয়। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি ইউনিক ধরনের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
মাছের ডিম আমার খুব প্রিয় একটি খাবার। তবে এভাবে বরা বানিয়ে কখনো খাইনি। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি খাবার। দেখেই খেতে ইচ্ছা করছে। কিছুদিন আগে এই রেসিপিটি কোথায় যেন দেখেছিলাম। শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
ওয়াও,মাছের ডিমের বড়া,কখনো এভাবে খাওয়া হয় নি।মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু। ছবি দেখেই মনে হচ্ছে সব খেয়ে ফেলি।দারুন একটি রেসিপি দেখতে পেলাম।একটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন আপনি। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু